পানাজি, 11 মার্চ : লিগ শিল্ড খেতাব হাতছাড়া হলেও মুষড়ে পড়ার জো নেই জুয়ান ফেরান্দোর দলের সামনে ৷ কারণ শিল্ড হারালেও লিগ চ্যাম্পিয়ন হওয়ার সুযোগ যে এখনও ফসকে যায়নি ৷ তাই হতাশাকে ড্রিবল করেই পরবর্তী লক্ষ্য অ্যাচিভ করতে প্রস্তুত বাগান ৷ আর সেই পথে শনিবার ফেরান্দোর দলের সামনে কাঁটা হায়দরাবাদ এফসি (ATK Mohun Bagan will face Hyderabad FC in the first leg of semifinal tomorrow) ৷ নিজামের শহরের দল চলতি আইএসএলে যে পারফরম্যান্স উপহার দিয়েছে তাতে ভুলচুকের সুযোগ খুব কম ।
ম্যানুয়েল রোকার ক্ষুরধার মস্তিষ্ক, রোনাল্ডিনহোর পাশে খেলার অভিজ্ঞতাসম্পন্ন স্ট্রাইকার বার্থোলোমিউ ওগবেচের বিরুদ্ধে যে সন্তর্পনে পা ফেলতে হবে, তা ভালই জানেন প্রীতমদের কোচ ৷ নাইজেরিয়ান স্ট্রাইকারকে ফ্যাক্টর ধরে দলের ডিফেন্ডারদের সতর্ক করছেন এফসি গোয়ার প্রাক্তনী ৷ তবে শুধু ওগবেচে নয়, অনিকেত যাদব, আশিষ রাই, রোহিত দানু, নিখিল পুজারি ৷ বিপক্ষ কোচের হাতে তুরুপের তাস বহু। যে কোনও প্রতিপক্ষের কাছে তা আতঙ্কেরও বটে। লিগ পর্বে হায়দরাবাদ এফসি একবারও হারাতে পারেনি এটিকে মোহনবাগানকে। বাগান জিতেছে একটিতে, অন্যটি ড্র ৷ মানসিকভাবে এই পরিসংখ্যান আত্মবিশ্বাস জোগালেও জুয়ান ফেরান্দো বর্তমান প্রেক্ষাপটে দাড়িয়ে অঙ্ক সাজাতে চান।
আরও পড়ুন : ইস্টবেঙ্গলের জন্য অপেক্ষা করেই চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন হীরা
গত কয়েকদিন ধরে হুগো বুমোসকে ফিট করার হাজার চেষ্টা চললেও শেষ চারের প্রথম লেগে অনিশ্চিত বেনজেমার দেশের মিডফিল্ডার (Hugo Boumous is uncertain against HFC) । তাঁকে নামানোর ব্যাপারে শেষ মিনিট পর্যন্ত অপেক্ষা করতে চান ফেরান্দো। রয় কৃষ্ণা গোলে ফিরলেও এটিকে মোহনবাগানের রক্ষণ এবং আক্রমণের তালমিলকে জমাট দেখাচ্ছে না। যা চিন্তা বাড়িয়েছে সবুজ-মেরুন চাণক্যের। লিগ শিল্ড হাতছাড়া হওয়ার পর দলকে উজ্জীবিত করাটাও বড় চ্যালেঞ্জ থিঙ্ক-ট্যাঙ্কের কাছে। তবে পিছনে না তাকিয়ে সেমিফাইনাল এবং ফাইনালকে পাখির চোখ করার কথা বলছেন জুয়ান ফেরান্দো। এদিকে হায়দরাবাদ এফসি সবুজ-মেরুন চ্যালেঞ্জ সামলাতে তৈরি বলে জানিয়েছেন তাদের স্প্যানিশ কোচ ম্যানুয়েল রোকা।