কলকাতা, 16 এপ্রিল : এএফসি কাপের দ্বিতীয় ম্যাচে ঢাকা আবাহনীর মুখোমুখি হবে মোহনবাগান । ইতিমধ্যে দলটি কলকাতায় চলে এসেছে । শ্রীলঙ্কার ক্লাব ব্লুস্টার এফসিকে পাঁচ গোলে হারিয়ে দিলেও বাংলাদেশের দলটিকে খেলা সহজ হবে না (ATK Mohun Bagan vs Dhaka Abahani) ।
সেই ম্য়াচ দেখতে সবুজ-মেরুনের গত মঙ্গলবারের পারফরম্যান্স ঘিরে প্রত্যাশার পারদ চড়ছে । যদিও সবুজ-মেরুন জনতার স্টেডিয়াম যাওয়ার পথে অন্তরায় হয়েছিল টিকিটের দাম । মোহনবাগান সচিব দেবাশিষ দত্ত নিজে টিকিটের দাম কমানোর ব্যাপারে অনুরোধ করার পর দাম কমানো হয়েছে । টিকিটের দাম রাখা হচ্ছে 100 টাকা ।
দু'বছর পর স্টেডিয়ামে দর্শক প্রবেশের অনুমতি মিললেও ব্লু স্টারের বিরুদ্ধে খুব বেশি দর্শক খেলা দেখতে যুবভারতীমুখো হননি । যা কিছুটা অবাক করেছে টিম ম্যানেজমেন্টকে । তার মূল কারণ যে টিকিটের দাম, তা বুঝতে পেরেই টিকিটের দাম কমানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে ।
আরও পড়ুন : মাথায় সেলাই নিয়েই খেললেন মনোতোষ, পঞ্জাবের বিরুদ্ধে সিকন্দর বাংলা
ঢাকা আবাহনীর বিরুদ্ধেও পাওয়া যাবে না রয় কৃষ্ণাকে । ফিজি তারকা না থাকায় দলের আক্রমণভাগের শক্তি যে একটু কমবে, তা মেনে নিয়েছেন কোচ । তবে এই নিয়ে বেশি মাথা ঘামাতে রাজি নন বাগান ফেরান্দো । বাগান কোচ বলেন, ‘‘কৃষ্ণা পারিবারিক সমস্যার জন্য নেই । যারা আছে তাঁদের নিয়েই পরিকল্পনা করতে হবে । আমি আশাবাদী ম্যাচের ফলাফলও ভালই হবে ।’’