মারগাও, 24 জানুয়ারি : করোনা থাবা বসিয়েছিল দলে ৷ কোভিড-কাঁটায় ওড়িশা এফসির পর, কেরালা ব্লাস্টার্সের বিরুদ্ধে ম্যাচটি স্থগিত হয়েছিল এটিকে মোহনবাগানের। যদিও কেরালার বিরুদ্ধে ম্যাচ স্থগিতের ঘোষণার সঙ্গেই ওড়িশা ম্য়াচের পরিবর্তিত সূচি ঘোষণা করেছিল এফএসডিএল (Football Sports Development Limited) ৷ মারণভাইরাসের প্রকোপ এড়িয়ে 18 দিন পর মাঠে ফিরল এটিকে মোহনবাগান ৷ যদিও পুরনো ঝাঁঝ উধাও ফেরান্দোর দলের । ফলে বাগানের কলিঙ্গ-বধ হল না (Mohun Bagan vs Odisha FC match ends as a goalless draw) ৷
কার্ড সমস্যায় এই ম্যাচে ছিলেন না হুগো বুমোস । ফলে বহুদিন পরে প্রথম একাদশে ফিরলেন রয় কৃষ্ণা-ডেভিড উইলিয়ামস জুটি ৷ যদিও ফরাসি মিডফিল্ডারের অনুপস্থিতিতে সবুজ-মেরুনের মাঝমাঠ বিবর্ণ । শুরুতে আশা জাগালেও ব্যর্থ কৃষ্ণা, উইলিয়ামস, ম্যাকহিউরা ৷ বিশেষ করে করোনা থেকে সেরে উঠে মাঠে নামা রয় কৃষ্ণা প্রথম থেকেই ছন্দহীন । ফলে গোলশূন্য ড্র করেই মাঠ ছাড়লেন সবুজ-মেরুন ফুটবলাররা ৷
-
Tight race in the #HeroISL 2021-22 league table, with @KeralaBlasters holding the 🔝 spot! 🔥#LetsFootball pic.twitter.com/QbMkjQ49N7
— Indian Super League (@IndSuperLeague) January 23, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data="
">Tight race in the #HeroISL 2021-22 league table, with @KeralaBlasters holding the 🔝 spot! 🔥#LetsFootball pic.twitter.com/QbMkjQ49N7
— Indian Super League (@IndSuperLeague) January 23, 2022Tight race in the #HeroISL 2021-22 league table, with @KeralaBlasters holding the 🔝 spot! 🔥#LetsFootball pic.twitter.com/QbMkjQ49N7
— Indian Super League (@IndSuperLeague) January 23, 2022
আরও পড়ুন : ফিরছেন পেরোসোভিচ, হায়দরাবাদের বিরুদ্ধে নামার আগে আত্মবিশ্বাসী লাল-হলুদ
লিস্টন কোলাসোর গোটা দুয়েক প্রচেষ্টা ওড়িশা ডিফেন্ডার এবং গোলরক্ষকের তৎপরতায় ব্যর্থ হয়েছে । মনবীর বেশিরভাগ সময় উদ্দেশ্যহীন দৌড়ে বেড়ালেন । প্রথমার্ধে বাগানের খেলোয়াড়দের মধ্যে জেতার তাগিদ দেখা গেলেও বিরতির পরে তা কার্যত উধাও । সবমিলিয়ে শনিবারের ডার্বির আগে জয়ে ফিরল না গঙ্গাপাড়ের ক্লাব ৷