ETV Bharat / sports

ISL Derby 2023: হামিলের অভাব ঢাকতে রক্ষণের নীল নকশা আড়ালে রাখলেন ফেরান্দো - মোহনবাগান

পরিসংখ্যান বলছে, আইএসএল ডার্বিতে এগিয়ে মোহনবাগান । কিন্তু ফুটবলবোদ্ধারা বলছেন, বাঙাল-ঘটির লড়াইয়ে অ্যাডভান্টেজের কোনও জায়গা নেই । ফলে বড় ম্যাচের আগে ইস্টবেঙ্গলকে সমীহ করছেন জুয়ান ফেরান্দো (ATK Mohun Bagan to take on East Bengal) ।

Etv Bharat
Etv Bharat
author img

By

Published : Feb 23, 2023, 1:44 PM IST

কলকাতা, 23 ফেব্রুয়ারি: ডার্বির আগে অনুশীলনে এটিকে মোহনবাগান । কেরালা ব্লাস্টার্সের বিরুদ্ধে জয় প্রথম ছয়ে জায়গা করে দিয়েছে গঙ্গাপাড়ের ক্লাবকে । 3 নম্বরে জায়গা পাকা করতে হলে লিগের শেষ ম্যাচ ডার্বির 3 পয়েন্ট চাই । তাছাড়া ডার্বি ভারতীয় ফুটবলের চিরকালীন দ্বৈরথ যেখানে বাঙালির আবেগ জড়িয়ে । তবে 25 ফেব্রুয়ারি শনিবার চিরপ্রতিদ্বন্দ্বী ইস্টবেঙ্গলের বিরুদ্ধে সেই ম্যাচে নামার আগে সমস্যায় সবুজ-মেরুন (ATK Mohun Bagan to take on East Bengal) ।

কার্ড সমস্যায় ডার্বিতে খেলতে পারবেন না-বিদেশি ডিফেন্ডার ব্র্যান্ডন হামিল । পরিবর্ত হিসেবে কোচ জুয়ান ফেরান্দো তৈরি রাখছেন স্লাভকো ডামজানোভিচকে । কিন্তু বুধবারের অনুশীলনে রক্ষণ নিয়ে নীল নকশা বুঝতে দিলেন না বাগানের হেডস্যর । কার্ড সমস্যা ধাক্কা দিতে পারে অনুমাণ করেই বেশ কিছু ম্যাচে স্লাভকোকে খেলিয়েছিলেন জুয়ান । শুধু খেলানো নয়, ডার্বি ম্যাচের গুরুত্বও বুঝিয়েছেন নবাগত বিদেশিকে । সবুজ-মেরুন জার্সিতে না-খেললেও ভারতীয় ফুটবলের আবেগ সম্পর্কে স্লাভকোর ধারণা রয়েছে । চেন্নাইয়িন এফসির হয়ে ফুটবল মক্কায় খেলে গিয়েছেন তিনি, তাই মাঠ ভরা দর্শক, প্রত্যাশার চাপ তাঁর চেনা । এখন বড় ম্যাচে মানিয়ে নেওয়ার চেষ্টা করতে হবে স্লাভকোকে । হাতে সময় আর একদিন । এর মধ্যেই প্রীতম কোটালদের সঙ্গে অনুশীলন করে বোঝাপড়া বাড়িয়ে নিতে চাইছেন স্লাভকো ।

a
a

ডার্বি ম্যাচে সমস্ত শক্তি দিয়েই ঝাঁপানোর পরিকল্পনা এটিকে মোহনবাগানের। সমর্থকদের পাশাপাশি ফুটবলারদের কাছেও এই ম্যাচ আবেগের । কিন্তু লগ্নিকারী এবং ক্লাব সমর্থকদের আবেগের টানাপোড়েনে সবুজ-মেরুন জনতা কতটা সাড়া দেবেন তা নিয়ে সংশয় তৈরি হয়েছে । শেষবার ডার্বিতে 2-0 গোলে জিতেছিল এটিকে মোহনবাগান । গোল করেছিলেন মনবীর সিং ও হুগো বুমোস । চোটের জন্য বেশ কিছুদিন ধরেই খেলতে পারছিলেন না বাগানের অন্যতম ভরসা । শেষ ম্যাচে নামলেও একটি অর্ধ খেলেছেন ফরাসি মিডফিল্ডার । এদিন অনুশীলন করলেন । আশা করা হচ্ছে শনিবারের ম্যাচের আগে পুরো ফিট হয়ে যাবেন তিনি । একই কথা মনবীর সম্পর্কেও । ধীরে ধীরে নিজের ছন্দ ফিরে পাচ্ছেন, শেষ ম্যাচে তা দেখা গিয়েছে । ডার্বিতে গোল করার সুঅভ্যাস রয়েছে তাঁর । দলে রয়েছেন মিডফিল্ডার গালেগোও । তিনি মূলত মাঝমাঠে খেলা তৈরি করেন । হুগো পুরো ফিট না-হলে বিকল্প থাকছে জুয়ানের কাছে । শেষ ম্যাচে তাঁকে পুরো পঁয়তাল্লিশ মিনিট দেখে নিয়েছেন সবুজ-মেরুন চাণক্য ।

a
a

অন্যদিকে, বন্ধ দরজার আড়ালে অনুশীলন না-করলেও ছবি তোলার অনুমতি বিধিনিষেধে ঘেরা সবুজ-মেরুন প্র্যাকটিস । মিডিয়া ম্যানেজার স্থিরচিত্র নেওয়ার অনুমতি দিলেও ভিডিয়ো করার অনুমতি দেননি । কিন্তু দলের সঙ্গে জড়িয়ে থাকা কয়েকজন অনভিজ্ঞ কর্মী তাও দিতে অনিচ্ছুক । তাদের আগ্রহ সংবাদমাধ্যমের সঙ্গে অভব্য আচরণে । যা সামলাতে বাগানের ময়দানের পোড় খাওয়া সিনিয়র কর্তাও হিমশিম খেলেন । পুরো পর্বটাই জুয়ান ফেরান্দোর নিবিড় প্র্যাকটিসের আবহে বেমানান ।

আরও পড়ুন: ডার্বি সবসময় 50-50, বলছেন দেবজিৎ

ইন্ডিয়ান সুপার লিগে দুই দল যোগ দেওয়ার পর ডার্বিতে অপরাজিত এটিকে মোহনবাগান । পরিস্থিতি কিছুটা বেকায়দায় থাকলেও পরিসংখ্যানের বিচারে মেরিনার্সরা এগিয়ে । তাই সেই রেকর্ড অক্ষুণ্ণ রেখেই ফের ডার্বি জয়ের লক্ষ্য নিয়ে নামছে সবুজ-মেরুন ।

কলকাতা, 23 ফেব্রুয়ারি: ডার্বির আগে অনুশীলনে এটিকে মোহনবাগান । কেরালা ব্লাস্টার্সের বিরুদ্ধে জয় প্রথম ছয়ে জায়গা করে দিয়েছে গঙ্গাপাড়ের ক্লাবকে । 3 নম্বরে জায়গা পাকা করতে হলে লিগের শেষ ম্যাচ ডার্বির 3 পয়েন্ট চাই । তাছাড়া ডার্বি ভারতীয় ফুটবলের চিরকালীন দ্বৈরথ যেখানে বাঙালির আবেগ জড়িয়ে । তবে 25 ফেব্রুয়ারি শনিবার চিরপ্রতিদ্বন্দ্বী ইস্টবেঙ্গলের বিরুদ্ধে সেই ম্যাচে নামার আগে সমস্যায় সবুজ-মেরুন (ATK Mohun Bagan to take on East Bengal) ।

কার্ড সমস্যায় ডার্বিতে খেলতে পারবেন না-বিদেশি ডিফেন্ডার ব্র্যান্ডন হামিল । পরিবর্ত হিসেবে কোচ জুয়ান ফেরান্দো তৈরি রাখছেন স্লাভকো ডামজানোভিচকে । কিন্তু বুধবারের অনুশীলনে রক্ষণ নিয়ে নীল নকশা বুঝতে দিলেন না বাগানের হেডস্যর । কার্ড সমস্যা ধাক্কা দিতে পারে অনুমাণ করেই বেশ কিছু ম্যাচে স্লাভকোকে খেলিয়েছিলেন জুয়ান । শুধু খেলানো নয়, ডার্বি ম্যাচের গুরুত্বও বুঝিয়েছেন নবাগত বিদেশিকে । সবুজ-মেরুন জার্সিতে না-খেললেও ভারতীয় ফুটবলের আবেগ সম্পর্কে স্লাভকোর ধারণা রয়েছে । চেন্নাইয়িন এফসির হয়ে ফুটবল মক্কায় খেলে গিয়েছেন তিনি, তাই মাঠ ভরা দর্শক, প্রত্যাশার চাপ তাঁর চেনা । এখন বড় ম্যাচে মানিয়ে নেওয়ার চেষ্টা করতে হবে স্লাভকোকে । হাতে সময় আর একদিন । এর মধ্যেই প্রীতম কোটালদের সঙ্গে অনুশীলন করে বোঝাপড়া বাড়িয়ে নিতে চাইছেন স্লাভকো ।

a
a

ডার্বি ম্যাচে সমস্ত শক্তি দিয়েই ঝাঁপানোর পরিকল্পনা এটিকে মোহনবাগানের। সমর্থকদের পাশাপাশি ফুটবলারদের কাছেও এই ম্যাচ আবেগের । কিন্তু লগ্নিকারী এবং ক্লাব সমর্থকদের আবেগের টানাপোড়েনে সবুজ-মেরুন জনতা কতটা সাড়া দেবেন তা নিয়ে সংশয় তৈরি হয়েছে । শেষবার ডার্বিতে 2-0 গোলে জিতেছিল এটিকে মোহনবাগান । গোল করেছিলেন মনবীর সিং ও হুগো বুমোস । চোটের জন্য বেশ কিছুদিন ধরেই খেলতে পারছিলেন না বাগানের অন্যতম ভরসা । শেষ ম্যাচে নামলেও একটি অর্ধ খেলেছেন ফরাসি মিডফিল্ডার । এদিন অনুশীলন করলেন । আশা করা হচ্ছে শনিবারের ম্যাচের আগে পুরো ফিট হয়ে যাবেন তিনি । একই কথা মনবীর সম্পর্কেও । ধীরে ধীরে নিজের ছন্দ ফিরে পাচ্ছেন, শেষ ম্যাচে তা দেখা গিয়েছে । ডার্বিতে গোল করার সুঅভ্যাস রয়েছে তাঁর । দলে রয়েছেন মিডফিল্ডার গালেগোও । তিনি মূলত মাঝমাঠে খেলা তৈরি করেন । হুগো পুরো ফিট না-হলে বিকল্প থাকছে জুয়ানের কাছে । শেষ ম্যাচে তাঁকে পুরো পঁয়তাল্লিশ মিনিট দেখে নিয়েছেন সবুজ-মেরুন চাণক্য ।

a
a

অন্যদিকে, বন্ধ দরজার আড়ালে অনুশীলন না-করলেও ছবি তোলার অনুমতি বিধিনিষেধে ঘেরা সবুজ-মেরুন প্র্যাকটিস । মিডিয়া ম্যানেজার স্থিরচিত্র নেওয়ার অনুমতি দিলেও ভিডিয়ো করার অনুমতি দেননি । কিন্তু দলের সঙ্গে জড়িয়ে থাকা কয়েকজন অনভিজ্ঞ কর্মী তাও দিতে অনিচ্ছুক । তাদের আগ্রহ সংবাদমাধ্যমের সঙ্গে অভব্য আচরণে । যা সামলাতে বাগানের ময়দানের পোড় খাওয়া সিনিয়র কর্তাও হিমশিম খেলেন । পুরো পর্বটাই জুয়ান ফেরান্দোর নিবিড় প্র্যাকটিসের আবহে বেমানান ।

আরও পড়ুন: ডার্বি সবসময় 50-50, বলছেন দেবজিৎ

ইন্ডিয়ান সুপার লিগে দুই দল যোগ দেওয়ার পর ডার্বিতে অপরাজিত এটিকে মোহনবাগান । পরিস্থিতি কিছুটা বেকায়দায় থাকলেও পরিসংখ্যানের বিচারে মেরিনার্সরা এগিয়ে । তাই সেই রেকর্ড অক্ষুণ্ণ রেখেই ফের ডার্বি জয়ের লক্ষ্য নিয়ে নামছে সবুজ-মেরুন ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.