ETV Bharat / sports

Durand Cup 2022: নৌ-সেনার আক্রমণ রুখে শেষ আটে চোখ মেরিনার্সের - Hugo Boumous

একাধিক সুযোগ তৈরি করেও তার ফায়দা তোলা যাচ্ছে না। গত তিনম্যাচের এই খামতিটাই তাড়া করে বেড়াচ্ছে কোচ জুয়ান ফেরান্দোকে (Juan Ferrando)। এমতাবস্থায় বুধবার ভারতীয় নৌ-সেনার বিরুদ্ধে খেলতে নামবে এটিকে মোহনবাগান (ATK Mohun Bagan to play Indian Navy on Wednesday)।

Etv Bharat
নৌ-সেনার আক্রমণ রুখে শেষ চারে চোখ মেরিনার্সদের
author img

By

Published : Aug 30, 2022, 10:59 PM IST

Updated : Aug 31, 2022, 9:46 AM IST

কলকাতা, 30 অগস্ট: ডুরান্ড কাপের পরের পর্বে যাওয়ার অঙ্ক এখন জটিল। ডার্বি জয় সেই দৌড়ে টিকে থাকার অক্সিজেন দিয়েছে মাত্র। পাশাপাশি একাধিক সুযোগ তৈরি করেও তার ফায়দা তোলা যাচ্ছে না। গত তিনম্যাচের এই খামতিটাই তাড়া করে বেড়াচ্ছে কোচ জুয়ান ফেরান্দোকে (Juan Ferrando)। বুধবার ভারতীয় নৌ-সেনার বিরুদ্ধে খেলতে নামবে এটিকে মোহনবাগান (ATK Mohun Bagan to play Indian Navy on Wednesday)। কিন্তু নৌ-সেনাদের বিরুদ্ধে সামান্য অঘটনে টিকে থাকার আশাটাই শেষ হয়ে যাবে। তাই মঙ্গলবার সকালের অনুশীলনে পুরো দলকে সতর্ক করে দিয়েছেন সবুজ-মেরুন কোচ।

জোড়া কার্ড দেখায় এই ম্যাচে হুগো বুমোস (Hugo Boumous) খেলতে পারবেন না। ফরাসি ডিফেন্ডারের অনুপস্থিতির কারণে দলের ফর্মেশন নতুন করে করতে হবে। তবে তা নিয়ে স্প্যানিশ কোচ বাড়তি চিন্তিত নন। ফেরান্দো বলছেন, "আমার হাতে 25 জন ফুটবলার রয়েছেন। তাঁরা প্রত্যেকেই প্রস্তুত। জনি কাউকো, ফ্লোরেন্তিন পোগবা, ম্যাকহিউ, লিস্টন কোলাসো, কিয়ান নাসিরি সকলেই দলের জন্য গুরুত্বপূর্ণ। তাই সকলের প্রতি আমি আস্থাশীল।" বাহাত্তর ঘণ্টার ব্যবধানে এই আর্দ্র গরমে ম্যাচ খেলা সমস্যার হলেও তা নিয়ে অজুহাত দিতে চান না বাগান কোচ ৷ বরং পরিস্থিতির সঙ্গে মানিয়ে লক্ষ্যপূরণে স্থির থাকতে চান তিনি।

ডার্বি জিতেও প্রস্তুতিতে ছেদ পড়েনি এটিকে মোহনবাগানে ৷ দল গড়ে তোলার কাজ অব্যাহত। ধাপে-ধাপে লক্ষ্য স্থির করতে চায় সবুজ-মেরুন। প্রতি ম্যাচে উন্নতি না-করলে সাফল্য ধরে রাখা যায় না বলেই মনে করেন জুয়ান ফেরান্দো। তাঁর কথায়, "আমি চিন্তিত থাকতাম যদি ম্যাচের নিয়ন্ত্রণ আমাদের হাতে না থাকত বা গোলের সুযোগ তৈরি না হত। মরশুম সবে শুরু হয়েছে। ভুল ত্রুটি শুধরে নিতে হবে। সেটাই চলছে ৷ আশা করি সঠিক সময়ে আমরা ক্ষমতার শীর্ষে পৌছব ৷"

আরও পড়ুন: কলকাতায় পৌঁছলেন বাগানের ষষ্ঠ বিদেশি দিমিত্রি পেত্রোতোস

প্রতিপক্ষ ভারতীয় নৌ-সেনা সম্পর্কে সচেতন ফেরান্দো ৷ একইসঙ্গে সমীহের সুর তাঁর গলায়। স্প্যানিশ কোচ বলছেন, "ইন্ডিয়ান নেভির খেলা আমি দেখেছি। দল হিসেবে ওরা শক্তিশালী ৷ ইস্টবেঙ্গলের বিরুদ্ধে ওরা ড্র করেছে। সংঘবদ্ধ ফুটবল খেলে। দ্রুত আক্রমণে আসে। তাই সতর্ক থাকতে হবে।" প্রায় একইসঙ্গে যোগ করেছেন, "আমাদের উপর চাপ বেশি। তিন পয়েন্ট পেতেই হবে। তা হলেই শেষ আট নিয়ে ভাবার সুযোগ থাকবে। আমাদের লক্ষ্য জয় নিশ্চিত করে শেষ আটের ভাবনা শুরু করা।" সবমিলিয়ে ডার্বি জয়ের পরে তৃপ্তির ঢেকুর নয়, বরং শূন্য থেকে শুরুর পরিকল্পনা নিয়েই আগামিকাল খেলতে নামছে বাগান।

কলকাতা, 30 অগস্ট: ডুরান্ড কাপের পরের পর্বে যাওয়ার অঙ্ক এখন জটিল। ডার্বি জয় সেই দৌড়ে টিকে থাকার অক্সিজেন দিয়েছে মাত্র। পাশাপাশি একাধিক সুযোগ তৈরি করেও তার ফায়দা তোলা যাচ্ছে না। গত তিনম্যাচের এই খামতিটাই তাড়া করে বেড়াচ্ছে কোচ জুয়ান ফেরান্দোকে (Juan Ferrando)। বুধবার ভারতীয় নৌ-সেনার বিরুদ্ধে খেলতে নামবে এটিকে মোহনবাগান (ATK Mohun Bagan to play Indian Navy on Wednesday)। কিন্তু নৌ-সেনাদের বিরুদ্ধে সামান্য অঘটনে টিকে থাকার আশাটাই শেষ হয়ে যাবে। তাই মঙ্গলবার সকালের অনুশীলনে পুরো দলকে সতর্ক করে দিয়েছেন সবুজ-মেরুন কোচ।

জোড়া কার্ড দেখায় এই ম্যাচে হুগো বুমোস (Hugo Boumous) খেলতে পারবেন না। ফরাসি ডিফেন্ডারের অনুপস্থিতির কারণে দলের ফর্মেশন নতুন করে করতে হবে। তবে তা নিয়ে স্প্যানিশ কোচ বাড়তি চিন্তিত নন। ফেরান্দো বলছেন, "আমার হাতে 25 জন ফুটবলার রয়েছেন। তাঁরা প্রত্যেকেই প্রস্তুত। জনি কাউকো, ফ্লোরেন্তিন পোগবা, ম্যাকহিউ, লিস্টন কোলাসো, কিয়ান নাসিরি সকলেই দলের জন্য গুরুত্বপূর্ণ। তাই সকলের প্রতি আমি আস্থাশীল।" বাহাত্তর ঘণ্টার ব্যবধানে এই আর্দ্র গরমে ম্যাচ খেলা সমস্যার হলেও তা নিয়ে অজুহাত দিতে চান না বাগান কোচ ৷ বরং পরিস্থিতির সঙ্গে মানিয়ে লক্ষ্যপূরণে স্থির থাকতে চান তিনি।

ডার্বি জিতেও প্রস্তুতিতে ছেদ পড়েনি এটিকে মোহনবাগানে ৷ দল গড়ে তোলার কাজ অব্যাহত। ধাপে-ধাপে লক্ষ্য স্থির করতে চায় সবুজ-মেরুন। প্রতি ম্যাচে উন্নতি না-করলে সাফল্য ধরে রাখা যায় না বলেই মনে করেন জুয়ান ফেরান্দো। তাঁর কথায়, "আমি চিন্তিত থাকতাম যদি ম্যাচের নিয়ন্ত্রণ আমাদের হাতে না থাকত বা গোলের সুযোগ তৈরি না হত। মরশুম সবে শুরু হয়েছে। ভুল ত্রুটি শুধরে নিতে হবে। সেটাই চলছে ৷ আশা করি সঠিক সময়ে আমরা ক্ষমতার শীর্ষে পৌছব ৷"

আরও পড়ুন: কলকাতায় পৌঁছলেন বাগানের ষষ্ঠ বিদেশি দিমিত্রি পেত্রোতোস

প্রতিপক্ষ ভারতীয় নৌ-সেনা সম্পর্কে সচেতন ফেরান্দো ৷ একইসঙ্গে সমীহের সুর তাঁর গলায়। স্প্যানিশ কোচ বলছেন, "ইন্ডিয়ান নেভির খেলা আমি দেখেছি। দল হিসেবে ওরা শক্তিশালী ৷ ইস্টবেঙ্গলের বিরুদ্ধে ওরা ড্র করেছে। সংঘবদ্ধ ফুটবল খেলে। দ্রুত আক্রমণে আসে। তাই সতর্ক থাকতে হবে।" প্রায় একইসঙ্গে যোগ করেছেন, "আমাদের উপর চাপ বেশি। তিন পয়েন্ট পেতেই হবে। তা হলেই শেষ আট নিয়ে ভাবার সুযোগ থাকবে। আমাদের লক্ষ্য জয় নিশ্চিত করে শেষ আটের ভাবনা শুরু করা।" সবমিলিয়ে ডার্বি জয়ের পরে তৃপ্তির ঢেকুর নয়, বরং শূন্য থেকে শুরুর পরিকল্পনা নিয়েই আগামিকাল খেলতে নামছে বাগান।

Last Updated : Aug 31, 2022, 9:46 AM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.