কলকাতা, 27 এপ্রিল : ছুটি শেষ মোহনবাগানে । এবার মূলপর্বে জয়ের ধারাবাহিকতা বজায় রেখে শেষ আটের যোগ্যতা অর্জন করাই জুয়ান ফেরান্দোর পাখির চোখ । মঙ্গলবার থেকে যুবভারতী ক্রীড়াঙ্গনের প্র্যাকটিস গ্রাউন্ডে অনুশীলনে নেমে পড়লেন হুগো বুমোস, কার্ল ম্যাকহিউরা । আগামী মাসের 18 তারিখ কলকাতায় সবুজ-মেরুনের প্রতিপক্ষ কেরলের গোকুলাম এফসি । 21 মে বাংলাদেশের বসুন্ধরা কিংস এবং 24 মে মলদ্বীপের মাজিয়া স্পোর্টসের বিরুদ্ধে খেলবে মোহনবাগান (ATK Mohun started practicing for AFC Cup Match) ।
প্রত্যেকটি খেলাই হবে সন্ধ্যায় এবং রাতে । ফলে কলকাতার দাবদাহ নিয়ে সবুজ-মেরুনের মাথাব্যথা অনেকটাই কমেছে । ইতিমধ্যেই প্রতিপক্ষকে নিয়ে পরিকল্পনা সাজাতে শুরু করেছেন মেরিনার্সদের হেডস্যার । তিন প্রতিপক্ষেরই খেলার ভিডিয়ো ফুটেজ সংগ্রহ করে কাটাছেঁড়া শুরু করেছেন তিনি । ফেরান্দো বলেন, “কেরলের গোকুলাম 18টি ম্যাচে অপরাজিত । ওদের আই লিগের 3টি খেলা দেখেছি । আমাদের মতোই ওরাও খেলার মধ্যে রয়েছে । 2 জন বিদেশি যথেষ্ট ভাল । ওদের বিরুদ্ধে আমাদের প্রথম ম্যাচ । তাই প্রথম ম্যাচ নিয়েই মনসংযোগ করতে হবে ।”
প্রাথমিক পর্বের দুই ম্যাচে বড় ব্যবধানে জয়ের পরে মোহনবাগানকে ঘিরে প্রত্যাশার পারদ চড়তে শুরু করেছে । বিষয়টি জানেন বলেই স্প্যানিশ ভদ্রলোক সতর্ক এবং আত্মবিশ্বাসী । “বাংলাদেশের দল বসুন্ধরার দু'টো ম্যাচ দেখেছি । তবে দু'টো ম্যাচেই ওদের প্রতিপক্ষ দূর্বল ছিল । অনেকটা শ্রীলঙ্কার বিরুদ্ধে আমাদের পারফরম্যান্সের মতই ওদের একতরফা পারফরম্যান্স । তবে শুনেছি দলটা শক্তিশালী । এএফসি কাপে খেলার আগের অভিজ্ঞতা রয়েছে । তাই আরও কতগুলো ম্যাচ দেখতে হবে । সতর্ক থাকতে হবে বাংলাদেশের সেরা দলটির বিরুদ্ধে,” বিশ্লেষণ ফেরান্দোর ।
আরও পড়ুন : এএফসি কাপের মূল পর্বের প্রস্তুতি শুরু এটিকে মোহনবাগানের, খেলা হবে ফ্লাড লাইটে
মাজিয়া স্পোর্টস ক্লাবের খেলা দেখেও সমীহের সুর তাঁর গলায় । ফেরান্দো বলেন, "মাজিয়ার বিদেশি ফুটবলাররা যথেষ্ট ভাল । গতিশীল ফুটবল খেলে বলে প্রস্তুতিতে ফাঁকি রাখা চলবে না ।"