ETV Bharat / sports

AFC Cup 2022 : এফএফসি কাপ থেকে বিদায় ! কোচ ফেরান্দোর স্ট্র্যাটেজিকে দুষলেন মোহনবাগান সচিব দেবাশিস দত্ত

author img

By

Published : Sep 9, 2022, 11:54 AM IST

এএফসি কাপ থেকে এটিকে মোহনবাগানের (ATK Mohun Bagan) বিদায়ের পর এবার কোচ জুয়ান ফেরান্দোর স্ট্র্যাটেজি নিয়ে প্রশ্ন তুললেন ক্লাব সচিব দেবাশিস দত্ত (Debashis Dutta Criticises Coach Juan Fernando Strategy) ৷ দিমিত্রি পেত্রাতোস না খেলানোয় ফেরান্দোর সমালোচনা করলেন তিনি ৷

atk-mohun-bagan-secretary-debashis-dutta-criticises-coach-juan-fernando-strategy-in-afc-semi-finals
atk-mohun-bagan-secretary-debashis-dutta-criticises-coach-juan-fernando-strategy-in-afc-semi-finals

কলকাতা, 9 সেপ্টেম্বর: এএফসি কাপ ইন্টারজোনাল সেমি-ফাইনালে এটিকে মোহবাগানের (ATK Mohun Bagan) হার নিয়ে বিস্ফোরক সচিব দেবাশিস দত্ত ৷ প্রশ্ন তুললেন, কোচ জুয়ান ফেরান্দোর স্ট্র্যাটেজি নিয়ে (Debashis Dutta Criticises Coach Juan Fernando Strategy) ৷ দিমিত্রি পেত্রাতোসকে খেলানো উচিত ছিল বলে জানালেন তিনি ৷ পাশাপাশি, কলকাতা লিগে এটিকে মোহনবাগান অংশ নেবে কি না সেই ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি বলে জানিয়েছেন মোহনবাগান সচিব দেবাশিস দত্ত (Mohun Bagan Secretary Debashis Dutta) ৷

দেবাশিস দত্ত জানান, কুয়ালালামপুর এফসির কাছে পরাজয়ের পরে মানসিকভাবে তাঁদের দল বিধ্বস্ত হয়ে পড়েছে ৷ তাছাড়া ক্লাবের কার্যকরী কমিটির অন্যান্য সদস্যদের ব্যস্ততার জন্যও বিষয়টি নিয়ে আলোচনা করা হয়নি ৷ পাশাপাশি, মোহনবাগান ক্লাবের সচিব জানিয়েছেন, আইএফএ যদি বকেয়া টাকা মেটানোর বিষয়ে সময় নিতে পারে তাহলে কলকাতা লিগে খেলার ব্যাপারে মোহনবাগান ক্লাবের সময় নেওয়ার মধ্যে কোনও দোষের নেই ৷ তাই সময় নিয়ে মোহনবাগান ক্লাব কর্তৃপক্ষ কলকাতা লিগে খেলার বিষয়ে সিদ্ধান্ত নেবে বলে জানিয়েছেন দেবাশিস দত্ত ৷

কোচ ফেরান্দোর স্ট্র্যাটেজিকে দুষলেন মোহনবাগান সচিব দেবাশিস দত্ত

ডুরান্ড কাপের পর এএফসি ইন্টারজোনাল সেমি-ফাইনালেও হারতে হয়েছে এটিকে মোহনবাগানকে ৷ এই হারের ফলে এএফসি কাপে খেলার যোগ্যতা হারিয়েছে সবুজ-মেরুন ব্রিগেড ৷ যা নিয়ে হাত কামড়াচ্ছেন এটিকে মোহনবাগানের অন্যতম ডিরেক্টর দেবাশিস দত্ত ৷ তবে, এই হার নিয়ে মোহনবাগান কর্তাদের মত, কোচের ভুল স্ট্র্যাটেজির কারণেই হারতে হয়েছে তাঁদের ৷ পাশাপাশি, গোলের সুযোগ তৈরি করেও, গোল দিতে না পারা বা সুযোগ নষ্ট করার যে প্রবণতা এই মুরশুমের শুরু থেকে দেখা গিয়েছিল তা বুধবারের ম্যাচেও বজায় রেখেছিলেন এটিকে মোহনবাগানের ফুটবলাররা ৷

এনিয়ে স্পষ্ট আক্ষেপ শোনা গেল মোহনবাগান সচিব দেবাশিস দত্তের গলায় ৷ তিনি জানান, এই গুরুত্বপূর্ণ ম্যাচে এটিকে মোহনবাগানের বিদেশি ফুটবলার দিমিত্রি পেত্রাতোসকে খেলান উচিত ছিল । তিনি বলেন, ‘‘দিমিত্রিকে এই ম্যাচে না খেলানো একটা বড় ভুল ৷ আমরা ভালো খেলেছি ৷ গোলের সুযোগ তৈরি করেছি ৷ কিন্তু, গোল হয়নি ৷ তার কারণ, গোল করার মতো কেউ ছিল না ৷ দিমিত্রি থাকলে এই সমস্যা হত না ৷ ডুরান্ডেও আমরা ভাল খেলেছি, কিন্তু গোল করতে পারিনি ৷ তাই দিমিত্রিকে না খেলানোটা বড় ভুল হল ৷ সুযোগ যেটা পেয়েছিলাম সেটা কাজে লাগাতে পারলাম না ৷’’

আরও পড়ুন: ফাইনালে নোঙর ফেলতে ব্যর্থ পালতোলা নৌকো, এএফসি থেকে বিদায় বাগানের

আর ম্যাচে হার নিয়ে কোচ জুয়ান ফেরান্দোর স্ট্র্যাটেজিকেই দায়ী করছেন দেবাশিস ৷ যার পরেই প্রশ্ন উঠছে, তবে কি কোচের উপর আস্থা হারাচ্ছেন এটিকে মোহনবাগানের অন্যতম কর্তা ? তা যদিও স্পষ্ট করেননি তিনি ৷ তবে, অনেক আশা নিয়ে এএফসি চ্যাম্পিয়ন্স লিগ খেলতে নেমেছিল এটিকে মোহনবাগান তা বলাই যায় ৷

সংযুক্তিকরণের সময় এটিকে মোহনবাগানের অন্যতম প্রধান ডিরেক্টর সঞ্জীব গোয়েঙ্কা জানিয়েছিলেন, এটিকে মোহনবাগানকে এশিয়ার সেরা দল হিসেবে দেখতে চান তিনি ৷ ডুরান্ডের পর এএফসি ইন্টারজোনাল সেমি-ফাইনালে হেরে যাওয়ায় আপাতত সেই স্বপ্ন যে অনেকটাই হোঁচট খেয়েছে তা বলাই যায় ৷ তাই এ বার দ্রুত দলকে দ্রুত গুছিয়ে নিয়ে ইন্ডিয়ান সুপার লিগে নামাই এখন প্রধান লক্ষ্য কোচ জুয়ান ফেরান্দোরা ৷ যদিও, তার আগে কলকাতা লিগ রয়েছে ৷ আর সেখানে এটিকে মোহনবাগানের খেলা নিয়েও ধোঁয়াশা অব্যহত ৷ তবে, খেললে আরও ভালো করে এটিকে মোহনবাগানের শক্তি ও দুর্বলতাগুলিকে যাচাই করে নিতে পারবেন জুয়ান ফেরান্দো ৷ এমনটাই মনে করছে বিশেষজ্ঞমহল ৷

কলকাতা, 9 সেপ্টেম্বর: এএফসি কাপ ইন্টারজোনাল সেমি-ফাইনালে এটিকে মোহবাগানের (ATK Mohun Bagan) হার নিয়ে বিস্ফোরক সচিব দেবাশিস দত্ত ৷ প্রশ্ন তুললেন, কোচ জুয়ান ফেরান্দোর স্ট্র্যাটেজি নিয়ে (Debashis Dutta Criticises Coach Juan Fernando Strategy) ৷ দিমিত্রি পেত্রাতোসকে খেলানো উচিত ছিল বলে জানালেন তিনি ৷ পাশাপাশি, কলকাতা লিগে এটিকে মোহনবাগান অংশ নেবে কি না সেই ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি বলে জানিয়েছেন মোহনবাগান সচিব দেবাশিস দত্ত (Mohun Bagan Secretary Debashis Dutta) ৷

দেবাশিস দত্ত জানান, কুয়ালালামপুর এফসির কাছে পরাজয়ের পরে মানসিকভাবে তাঁদের দল বিধ্বস্ত হয়ে পড়েছে ৷ তাছাড়া ক্লাবের কার্যকরী কমিটির অন্যান্য সদস্যদের ব্যস্ততার জন্যও বিষয়টি নিয়ে আলোচনা করা হয়নি ৷ পাশাপাশি, মোহনবাগান ক্লাবের সচিব জানিয়েছেন, আইএফএ যদি বকেয়া টাকা মেটানোর বিষয়ে সময় নিতে পারে তাহলে কলকাতা লিগে খেলার ব্যাপারে মোহনবাগান ক্লাবের সময় নেওয়ার মধ্যে কোনও দোষের নেই ৷ তাই সময় নিয়ে মোহনবাগান ক্লাব কর্তৃপক্ষ কলকাতা লিগে খেলার বিষয়ে সিদ্ধান্ত নেবে বলে জানিয়েছেন দেবাশিস দত্ত ৷

কোচ ফেরান্দোর স্ট্র্যাটেজিকে দুষলেন মোহনবাগান সচিব দেবাশিস দত্ত

ডুরান্ড কাপের পর এএফসি ইন্টারজোনাল সেমি-ফাইনালেও হারতে হয়েছে এটিকে মোহনবাগানকে ৷ এই হারের ফলে এএফসি কাপে খেলার যোগ্যতা হারিয়েছে সবুজ-মেরুন ব্রিগেড ৷ যা নিয়ে হাত কামড়াচ্ছেন এটিকে মোহনবাগানের অন্যতম ডিরেক্টর দেবাশিস দত্ত ৷ তবে, এই হার নিয়ে মোহনবাগান কর্তাদের মত, কোচের ভুল স্ট্র্যাটেজির কারণেই হারতে হয়েছে তাঁদের ৷ পাশাপাশি, গোলের সুযোগ তৈরি করেও, গোল দিতে না পারা বা সুযোগ নষ্ট করার যে প্রবণতা এই মুরশুমের শুরু থেকে দেখা গিয়েছিল তা বুধবারের ম্যাচেও বজায় রেখেছিলেন এটিকে মোহনবাগানের ফুটবলাররা ৷

এনিয়ে স্পষ্ট আক্ষেপ শোনা গেল মোহনবাগান সচিব দেবাশিস দত্তের গলায় ৷ তিনি জানান, এই গুরুত্বপূর্ণ ম্যাচে এটিকে মোহনবাগানের বিদেশি ফুটবলার দিমিত্রি পেত্রাতোসকে খেলান উচিত ছিল । তিনি বলেন, ‘‘দিমিত্রিকে এই ম্যাচে না খেলানো একটা বড় ভুল ৷ আমরা ভালো খেলেছি ৷ গোলের সুযোগ তৈরি করেছি ৷ কিন্তু, গোল হয়নি ৷ তার কারণ, গোল করার মতো কেউ ছিল না ৷ দিমিত্রি থাকলে এই সমস্যা হত না ৷ ডুরান্ডেও আমরা ভাল খেলেছি, কিন্তু গোল করতে পারিনি ৷ তাই দিমিত্রিকে না খেলানোটা বড় ভুল হল ৷ সুযোগ যেটা পেয়েছিলাম সেটা কাজে লাগাতে পারলাম না ৷’’

আরও পড়ুন: ফাইনালে নোঙর ফেলতে ব্যর্থ পালতোলা নৌকো, এএফসি থেকে বিদায় বাগানের

আর ম্যাচে হার নিয়ে কোচ জুয়ান ফেরান্দোর স্ট্র্যাটেজিকেই দায়ী করছেন দেবাশিস ৷ যার পরেই প্রশ্ন উঠছে, তবে কি কোচের উপর আস্থা হারাচ্ছেন এটিকে মোহনবাগানের অন্যতম কর্তা ? তা যদিও স্পষ্ট করেননি তিনি ৷ তবে, অনেক আশা নিয়ে এএফসি চ্যাম্পিয়ন্স লিগ খেলতে নেমেছিল এটিকে মোহনবাগান তা বলাই যায় ৷

সংযুক্তিকরণের সময় এটিকে মোহনবাগানের অন্যতম প্রধান ডিরেক্টর সঞ্জীব গোয়েঙ্কা জানিয়েছিলেন, এটিকে মোহনবাগানকে এশিয়ার সেরা দল হিসেবে দেখতে চান তিনি ৷ ডুরান্ডের পর এএফসি ইন্টারজোনাল সেমি-ফাইনালে হেরে যাওয়ায় আপাতত সেই স্বপ্ন যে অনেকটাই হোঁচট খেয়েছে তা বলাই যায় ৷ তাই এ বার দ্রুত দলকে দ্রুত গুছিয়ে নিয়ে ইন্ডিয়ান সুপার লিগে নামাই এখন প্রধান লক্ষ্য কোচ জুয়ান ফেরান্দোরা ৷ যদিও, তার আগে কলকাতা লিগ রয়েছে ৷ আর সেখানে এটিকে মোহনবাগানের খেলা নিয়েও ধোঁয়াশা অব্যহত ৷ তবে, খেললে আরও ভালো করে এটিকে মোহনবাগানের শক্তি ও দুর্বলতাগুলিকে যাচাই করে নিতে পারবেন জুয়ান ফেরান্দো ৷ এমনটাই মনে করছে বিশেষজ্ঞমহল ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.