ETV Bharat / sports

Sandesh Jhingan: সবুজ-মেরুন ছাড়লেন সন্দেশ ঝিঙ্গান, পরবর্তী গন্তব্য নিয়ে জল্পনা - ATK Mohun Bagan part ways with Sandesh Jhingan

2020 সালে কেরল ব্লাস্টার্স থেকে এটিকে মোহনবাগানে আসেন ঝিঙ্গান । প্রথম মরশুমে তিরির সঙ্গে দুর্দান্ত জুটি গড়ে তোলেন তিনি । কিন্তু তার পরের মরশুমেই সিবেনিকে যোগ দেন ভারতের এই তারকা ডিফেন্ডার । চোট-আঘাতের জেরে সেখানে খেলতে পারেননি সন্দেশ । সিবেনিক থেকে ফের সবুজ-মেরুনে যোগ দেন তিনি (ATK Mohun Bagan part ways with Sandesh Jhingan) ।

Sandesh
Sandesh
author img

By

Published : Jul 28, 2022, 11:05 PM IST

কলকাতা, 28 জুলাই: দলবদলের বাজারে নতুন চমক । চমকের নাম তারকা ডিফেন্ডার সন্দেশ ঝিঙ্গান । এখন তিনি কোনও দলেরই নন । হঠাৎ করেই সবুজ-মেরুন শিবির তাঁকে রিলিজ করে দিয়েছে । ভারতীয় ডিফেন্ডার বিদেশের মাটিতে খেলতেই বেসি পছন্দ করেন । এবারও তাঁর ইচ্ছে ছিল বিদেশে খেলতে যাবেন । আর সেই জন্যই প্রস্তাব থাকলেও এতদিন মোহনবাগানের চুক্তিতে সই করেননি তিনি (ATK Mohun Bagan part ways with Sandesh Jhingan) ।

তবে এবার সবুজ-মেরুনের সঙ্গে বিচ্ছেদ হওয়ায় তাঁকে ঘিরে আগ্রহের পারদ চড়ছে । বৃহস্পতিবার সকালেই কলকাতায় পা রেখেছেন হেড কোচ জুয়ান ফেরান্দো । তারপরেই সন্দেশকে ছাড়ার কথা জানিয়ে দেওয়া হল এটিকে মোহনবাগানের তরফ থেকে । তবে কি গত মরশুমের মতো ফের বিদেশে খেলতে যাচ্ছেন সন্দেশ ? তবে তাঁকে দলে নেওয়ার জন্য ঝাঁপিয়ে পড়েছে ভারতের ক্লাবগুলিও । ইমামি ইস্টবেঙ্গলের পাশাপাশি আসরে নেমেছে বেঙ্গালুরু এফসিও ।

বিদেশেও যাওয়ার রাস্তা খোলা রয়েছে সন্দেশের সামনে । তবে সেক্ষেত্রে অনেক কম টাকায় সই করতে হবে তাঁকে । এর আগেও ক্রোয়েশিয়ান ক্লাব সিবেনিকে যোগ দিয়েছিলেন ভারতের এই স্টপার । তবে একটি ম্যাচেও মাঠে নামেননি ৷ 2020 সালে কেরল ব্লাস্টার্স থেকে এটিকে মোহনবাগানে আসেন ঝিঙ্গান । প্রথম মরশুমে তিরির সঙ্গে দুর্দান্ত জুটি গড়ে তোলেন তিনি । কিন্তু তার পরের মরশুমেই সিবেনিকে যোগ দেন ভারতের এই তারকা ডিফেন্ডার । চোট-আঘাতের জেরে সেখানে খেলতে পারেননি সন্দেশ । সিবেনিক থেকে ফের সবুজ-মেরুনে যোগ দেন তিনি । সূত্রের খবর, এটিকে মোহনবাগান কোচ জুয়ান ফেরান্দোর কোচিং স্টাইল নিয়ে একদমই সন্তুষ্ট ছিলেন না তিনি ।

  • My time with ATK Mohun Bagan has come to an end, and though it was two seasons in Green and maroon, the reasons to be grateful and the memories made, are beyond a number. To the fans of this football club, your support through my time here has been immense. pic.twitter.com/Iq1rs45Yvl

    — Sandesh Jhingan (@SandeshJhingan) July 28, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

আরও পড়ুন : দু'বছর পর সেজে উঠেছে ক্লাব তাঁবু, আলোর মালায় চলছে মোহনবাগান দিবসের প্রস্তুতি

কিন্তু আগামী মরশুমে কোন ক্লাবের হয়ে খেলবেন ঝিঙ্গান ? সূত্রের খবর, সন্দেশকে নেওয়ার ক্ষেত্রে বেশ আগ্রহী ইমামি ইস্টবেঙ্গল । বেশ কিছুদিন ধরে সন্দেশের পরিস্থিতির দিকে নজর রেখেছে লাল-হলুদ । যদিও একটা সময় ঘনিষ্ঠ মহলে সন্দেশ বলেছিলেন, কলকাতায় খেললে শুধু মোহনবাগানের হয়েই খেলবেন । তবে তিনি পেশাদার ফুটবলার । তাই লাল-হলুদ জার্সিও তাঁর গায়ে উঠতে পারে ।

কলকাতা, 28 জুলাই: দলবদলের বাজারে নতুন চমক । চমকের নাম তারকা ডিফেন্ডার সন্দেশ ঝিঙ্গান । এখন তিনি কোনও দলেরই নন । হঠাৎ করেই সবুজ-মেরুন শিবির তাঁকে রিলিজ করে দিয়েছে । ভারতীয় ডিফেন্ডার বিদেশের মাটিতে খেলতেই বেসি পছন্দ করেন । এবারও তাঁর ইচ্ছে ছিল বিদেশে খেলতে যাবেন । আর সেই জন্যই প্রস্তাব থাকলেও এতদিন মোহনবাগানের চুক্তিতে সই করেননি তিনি (ATK Mohun Bagan part ways with Sandesh Jhingan) ।

তবে এবার সবুজ-মেরুনের সঙ্গে বিচ্ছেদ হওয়ায় তাঁকে ঘিরে আগ্রহের পারদ চড়ছে । বৃহস্পতিবার সকালেই কলকাতায় পা রেখেছেন হেড কোচ জুয়ান ফেরান্দো । তারপরেই সন্দেশকে ছাড়ার কথা জানিয়ে দেওয়া হল এটিকে মোহনবাগানের তরফ থেকে । তবে কি গত মরশুমের মতো ফের বিদেশে খেলতে যাচ্ছেন সন্দেশ ? তবে তাঁকে দলে নেওয়ার জন্য ঝাঁপিয়ে পড়েছে ভারতের ক্লাবগুলিও । ইমামি ইস্টবেঙ্গলের পাশাপাশি আসরে নেমেছে বেঙ্গালুরু এফসিও ।

বিদেশেও যাওয়ার রাস্তা খোলা রয়েছে সন্দেশের সামনে । তবে সেক্ষেত্রে অনেক কম টাকায় সই করতে হবে তাঁকে । এর আগেও ক্রোয়েশিয়ান ক্লাব সিবেনিকে যোগ দিয়েছিলেন ভারতের এই স্টপার । তবে একটি ম্যাচেও মাঠে নামেননি ৷ 2020 সালে কেরল ব্লাস্টার্স থেকে এটিকে মোহনবাগানে আসেন ঝিঙ্গান । প্রথম মরশুমে তিরির সঙ্গে দুর্দান্ত জুটি গড়ে তোলেন তিনি । কিন্তু তার পরের মরশুমেই সিবেনিকে যোগ দেন ভারতের এই তারকা ডিফেন্ডার । চোট-আঘাতের জেরে সেখানে খেলতে পারেননি সন্দেশ । সিবেনিক থেকে ফের সবুজ-মেরুনে যোগ দেন তিনি । সূত্রের খবর, এটিকে মোহনবাগান কোচ জুয়ান ফেরান্দোর কোচিং স্টাইল নিয়ে একদমই সন্তুষ্ট ছিলেন না তিনি ।

  • My time with ATK Mohun Bagan has come to an end, and though it was two seasons in Green and maroon, the reasons to be grateful and the memories made, are beyond a number. To the fans of this football club, your support through my time here has been immense. pic.twitter.com/Iq1rs45Yvl

    — Sandesh Jhingan (@SandeshJhingan) July 28, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

আরও পড়ুন : দু'বছর পর সেজে উঠেছে ক্লাব তাঁবু, আলোর মালায় চলছে মোহনবাগান দিবসের প্রস্তুতি

কিন্তু আগামী মরশুমে কোন ক্লাবের হয়ে খেলবেন ঝিঙ্গান ? সূত্রের খবর, সন্দেশকে নেওয়ার ক্ষেত্রে বেশ আগ্রহী ইমামি ইস্টবেঙ্গল । বেশ কিছুদিন ধরে সন্দেশের পরিস্থিতির দিকে নজর রেখেছে লাল-হলুদ । যদিও একটা সময় ঘনিষ্ঠ মহলে সন্দেশ বলেছিলেন, কলকাতায় খেললে শুধু মোহনবাগানের হয়েই খেলবেন । তবে তিনি পেশাদার ফুটবলার । তাই লাল-হলুদ জার্সিও তাঁর গায়ে উঠতে পারে ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.