কলকাতা, 19 মার্চ: মিশন আইএসএল শেষ হতেই সুপার কাপের ভাবনা কোচ জুয়ান ফেরান্দোর মাথায় ৷ তবে, তিনি এও জানিয়েছেন এখন কিছুদিন শান্তিতে ঘুমোতে চান ৷ প্রতিকূল পরিস্থিতিতে দলকে চ্যাম্পিয়ন করার চিন্তায় বহু রাত ঘুমোতে পারেননি ৷ তাই ঘুমোতে চান স্প্যানিশ কোচ ৷ পাশাপাশি, কলকাতায় ফেরার জন্য পুরো দলের মত তিনিও যে ছটপট করছেন সেটাও গোপন করেননি (ATK Mohun Bagan Felicitates at Goenka House) ৷ আজ দুপুরেই কলকাতায় ফিরছে মোহনবাগান সুপার জায়েন্টস (Mohun Bagan Super Giants) (এটিকে মোহনবাগানের পরিবর্তিত নাম) ৷
রবিবার দুপুরে কলকাতা বিমানবন্দরে নামছে আইএসএল চ্যাম্পিয়নরা ৷ সেখান থেকে জাজসে কোর্টে গোয়েঙ্কা হাউসে চ্যাম্পিয়ন দলকে সংবর্ধনা দেওয়া হবে ৷ এটিকে রিমুভ আন্দোলন সফল হয়েছে সমর্থকদের ৷ এ নিয়ে কলকাতা গেমস অ্যান্ড স্পোর্টস প্রাইভেট লিমিটেড অর্থাৎ, আরপিএসজি-র চেয়ারম্যান সঞ্জীব গোয়েঙ্কা জানিয়েছেন, গত দুই ম্যাচের পরেই জয় মোহনবাগান স্লোগান শোনা যাচ্ছিল ৷ তাই শনিবার সন্ধ্যেয় চ্যাম্পিয়ন হওয়ার পর মোহনবাগান সুপার জায়েন্টস নাম ঘোষণার সঠিক সময় ছিল ৷
শনিবার রাতভর উৎসব করেছেন মোহনবাগান ফুটবলার এবং সাপোর্ট স্টাফরা ৷ হোটেলে ফিরে ফুটবলাররা শ্যাম্পেনে স্নান করেছেন ৷ তবে, সেসবের মধ্যেই বেসুরো শুনিয়েছে হুগো বুমোসকে ৷ তাঁকে পরিবর্তিত হিসেবে খেলানোয় কোচের উপর অসন্তুষ্ট ৷ যা আনন্দের পরিবেশে বেমানান ছিল ৷ তবে, ছোটখাটো অভিমানকে পাত্তা দিচ্ছেন না জুয়ান ফেরান্দো ৷ তিনি বলেন, "আমি সমালোচনায় সেভাবে আমল দিইনি ৷ সোশাল মিডিয়ায় নানান সমালোচনা দেখেছি ৷ কিন্তু, তার জবাব দেওয়ার চেয়ে নিজের কাজ করতে চেয়েছিলাম ৷ এখন আইএসএল শেষ ৷ মিশন কমপ্লিট ৷ এবার আমার চোখ সুপার কাপে ৷"
আরও পড়ুন: এটিকে অতীত, মোহনবাগান সুপার জায়ান্টস নামে উচ্ছ্বসিত ক্লাব ভক্তরা
তবে, শনিবারের প্রতিপক্ষ বেঙ্গালুরু এফসি-র থেকে তাদের কৃতিত্বটাকে কেড়ে নিতে চাননি অধিনায়ক প্রীতম কোটাল ৷ তিনি জানালেন, আই লিগে যে বেঙ্গালুরু দলের বিরুদ্ধে তাঁরা খেলেছিলেন, তার তুলনায় বর্তমান দল অনেক বেশি শক্তিশালী ৷ অন্যদিকে, শহর থেকে জেলার মোহনবাগান পল্লিগুলিতে সারারাত উৎসব হয়েছে ৷ গোষ্ঠ পাল সরণিতে মোহনবাগান ক্লাবের সামনেও আলোর রোশনাই ও আতস বাজিতে রাতটা ছিল আনন্দময় ৷ এককথায় গোয়ার মান্ডভির সৈকত থেকে কলকাতার গঙ্গাপাড় পর্যন্ত এখন শুধুই সবুজ-মেরুন ৷ যার পোশাকি নাম মোহনবাগান সুপার জায়েন্টস ৷