ETV Bharat / sports

ATK Mohun Bagan FC : তিরির বিকল্প ব্র্যান্ডন হ্যামিলকে পেল এটিকে মোহনবাগান

author img

By

Published : Jun 23, 2022, 3:56 PM IST

এএফসি কাপের (AFC Cup) সেমিফাইনাল পর্বের জন্য একজন এশীয় কোটার ডিফেন্ডার খুঁজছিল এটিকে মোহনবাগান (ATK Mohun Bagan FC) । কোচ জুয়ান ফেরান্দোর রণনীতির সঙ্গে খাপ খাওয়াতেই এই অজি ডিফেন্ডারের ওপর আস্থা রাখা হয়েছে ৷

ATK Mohun Bagan FC signed Australian defender ahead of AFC Cup Semi Final
ATK Mohun Bagan FC : তিরির বিকল্প ব্র্যান্ডন হ্যামিলকে পেল এটিকে মোহনবাগান

কলকাতা, 23 জুন : দলবদলে ফের চমক এটিকে মোহনবাগানের (ATK Mohun Bagan FC) । তিরির পরিবর্তে মেলবোর্ন ভিকট্রির ডিফেন্ডার ব্রেন্ডন হ্যামিলকে দুই বছরের চুক্তিতে দলে নিল সবুজ মেরুন ।

অস্ট্রেলিয়ার এ লিগের দল মেলবোর্ন ভিকট্রির রানার্স হওয়ার পেছনে ব্রেন্ডন হ্যামিলের (Brendan Hamill) অবদান যথেষ্ট । প্রতিপক্ষ আক্রমণকে থামিয়ে দেওয়ার কাজে নেতৃত্ব দিয়েছেন তিনি । এএফসি কাপের (AFC Cup) সেমিফাইনাল পর্বের জন্য একজন এশীয় কোটার ডিফেন্ডার খুঁজছিল এটিকে মোহনবাগান । কোচ জুয়ান ফেরান্দোর রণনীতির সঙ্গে খাপ খাওয়াতেই এই অভিজ্ঞ ডিফেন্ডারের ওপর আস্থা রাখা হয়েছে বলে সবুজ মেরুন শিবির থেকে জানা গিয়েছে ।

দক্ষিণ কোরিয়ার লিগ এবং অস্ট্রেলিয়ার লিগে খেলার অভিজ্ঞতা থাকা ব্রেন্ডন হ্যামিল রক্ষণ সামলানোর পাশাপাশি আক্রমণে অংশ নিতেও পটু । পাসিং-এ দক্ষতা রয়েছে, একই সঙ্গে গোল করতেও দক্ষ । এইরকম ইউটিলিটি ডিফেন্ডারের জন্য জুয়ান ফেরান্দো দলের রিক্রুটারদের প্রথম থেকেই ঝাঁপাতে বলেছিলেন ।

বিশেষ করে তিরি চোট পেয়ে ছিটকে যাওয়ার পরে সন্দেশ ঝিঙ্গানের পাশে একজন দক্ষ ডিফেন্ডারের প্রয়োজন ছিল । যিনি সন্দেশ ঝিঙ্গানের মতোই রক্ষণ সামলানোর সঙ্গে প্রয়োজনে আক্রমণেও যোগ দিতে পারবেন । গত মরসুমে এ লিগে তিনটি গোল রয়েছে হ্যামিলের । মেলবোর্ন হার্ট, ওয়েস্টার্ন সিডনি ওয়ান্ডার্স, ওয়েস্টার্ন ইউনাইটেডের মতো দলের হয়ে খেলা ব্র্যান্ডন হ্যামিল খেলেছেন কে-লিগের ক্লাব সেওনগামে ।

অস্ট্রেলিয়ার যুব এবং বয়সভিত্তিক দলে খেলার অভিজ্ঞতা সম্পন্ন হ্যামিলের এএফসি কাপে খেলার অভিজ্ঞতা রয়েছে । সবুজ মেরুন জার্সি পড়ার সুযোগ পেয়ে খুশি অজি ডিফেন্ডার জানান, মেরিনার্সদের জন্য সাফল্য নিয়ে আসতে চান । ভারতীয় ফুটবল, তাঁর বর্তমান ক্লাবের ফুটবল ঐতিহ্য সম্পর্কেও খোঁজ নিয়ে খুশি । পাশাপাশি কলকাতার ফুটবল (Kolkata Football) আবেগ নিয়েও তিনি উচ্ছ্বসিত ।

ব্র্যান্ডন হামিলকে দলে নিতে পেরে খুশি কোচ জুয়ান ফেরান্দো । তিনি বলেন, “ওকে নেওয়ার কারণ শুধু রক্ষণকে মজবুত করা নয় । হ্যামিল পিছন থেকে খেলাটা তৈরি করতে পারে । ওর খেলা আমি দেখেছি । ওর অভিজ্ঞতা, দক্ষতা আমার দলের কঠিন সময়ে কাজে লাগবে ।”

আরও পড়ুন : ATK Mohun Bagan vs Mumbai City FC: মুম্বইয়ের বিরুদ্ধে বদলা নেওয়ার লড়াইয়ে এটিকে মোহনবাগান

কলকাতা, 23 জুন : দলবদলে ফের চমক এটিকে মোহনবাগানের (ATK Mohun Bagan FC) । তিরির পরিবর্তে মেলবোর্ন ভিকট্রির ডিফেন্ডার ব্রেন্ডন হ্যামিলকে দুই বছরের চুক্তিতে দলে নিল সবুজ মেরুন ।

অস্ট্রেলিয়ার এ লিগের দল মেলবোর্ন ভিকট্রির রানার্স হওয়ার পেছনে ব্রেন্ডন হ্যামিলের (Brendan Hamill) অবদান যথেষ্ট । প্রতিপক্ষ আক্রমণকে থামিয়ে দেওয়ার কাজে নেতৃত্ব দিয়েছেন তিনি । এএফসি কাপের (AFC Cup) সেমিফাইনাল পর্বের জন্য একজন এশীয় কোটার ডিফেন্ডার খুঁজছিল এটিকে মোহনবাগান । কোচ জুয়ান ফেরান্দোর রণনীতির সঙ্গে খাপ খাওয়াতেই এই অভিজ্ঞ ডিফেন্ডারের ওপর আস্থা রাখা হয়েছে বলে সবুজ মেরুন শিবির থেকে জানা গিয়েছে ।

দক্ষিণ কোরিয়ার লিগ এবং অস্ট্রেলিয়ার লিগে খেলার অভিজ্ঞতা থাকা ব্রেন্ডন হ্যামিল রক্ষণ সামলানোর পাশাপাশি আক্রমণে অংশ নিতেও পটু । পাসিং-এ দক্ষতা রয়েছে, একই সঙ্গে গোল করতেও দক্ষ । এইরকম ইউটিলিটি ডিফেন্ডারের জন্য জুয়ান ফেরান্দো দলের রিক্রুটারদের প্রথম থেকেই ঝাঁপাতে বলেছিলেন ।

বিশেষ করে তিরি চোট পেয়ে ছিটকে যাওয়ার পরে সন্দেশ ঝিঙ্গানের পাশে একজন দক্ষ ডিফেন্ডারের প্রয়োজন ছিল । যিনি সন্দেশ ঝিঙ্গানের মতোই রক্ষণ সামলানোর সঙ্গে প্রয়োজনে আক্রমণেও যোগ দিতে পারবেন । গত মরসুমে এ লিগে তিনটি গোল রয়েছে হ্যামিলের । মেলবোর্ন হার্ট, ওয়েস্টার্ন সিডনি ওয়ান্ডার্স, ওয়েস্টার্ন ইউনাইটেডের মতো দলের হয়ে খেলা ব্র্যান্ডন হ্যামিল খেলেছেন কে-লিগের ক্লাব সেওনগামে ।

অস্ট্রেলিয়ার যুব এবং বয়সভিত্তিক দলে খেলার অভিজ্ঞতা সম্পন্ন হ্যামিলের এএফসি কাপে খেলার অভিজ্ঞতা রয়েছে । সবুজ মেরুন জার্সি পড়ার সুযোগ পেয়ে খুশি অজি ডিফেন্ডার জানান, মেরিনার্সদের জন্য সাফল্য নিয়ে আসতে চান । ভারতীয় ফুটবল, তাঁর বর্তমান ক্লাবের ফুটবল ঐতিহ্য সম্পর্কেও খোঁজ নিয়ে খুশি । পাশাপাশি কলকাতার ফুটবল (Kolkata Football) আবেগ নিয়েও তিনি উচ্ছ্বসিত ।

ব্র্যান্ডন হামিলকে দলে নিতে পেরে খুশি কোচ জুয়ান ফেরান্দো । তিনি বলেন, “ওকে নেওয়ার কারণ শুধু রক্ষণকে মজবুত করা নয় । হ্যামিল পিছন থেকে খেলাটা তৈরি করতে পারে । ওর খেলা আমি দেখেছি । ওর অভিজ্ঞতা, দক্ষতা আমার দলের কঠিন সময়ে কাজে লাগবে ।”

আরও পড়ুন : ATK Mohun Bagan vs Mumbai City FC: মুম্বইয়ের বিরুদ্ধে বদলা নেওয়ার লড়াইয়ে এটিকে মোহনবাগান

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.