ETV Bharat / sports

AFC Cup 2022 সেমিফাইনালে মোহনবাগানের সামনে কুয়ালা লামপুর এফসি - এএফসি কাপ

এএফসি কাপের (AFC Cup 2022) ইন্টার জোনাল সেমিফাইনালে (AFC Cup Inter Zonal Semifinals) এটিকে মোহনবাগান বনাম কুয়ালা লামপুর এফসি (ATK Mohun Bagan vs Kuala Lumpur City FC) ৷ যে ম্যাচে গতবারের ভুল করতে নারাজ এটিকে মোহনবাগান কোচ জুয়ান ফেরান্দো ৷ আর এই ম্যাচে নিজের সেরাটা দিতে মুখিয়ে রয়েছেন বলে জানালেন মালয়েশিয়ান লিগ জয়ী কুয়ালা লামপুর এফসি ৷

ATK Mohun Bagan Face Kuala Lumpur City FC in AFC Cup Inter Zonal Semifinals
ATK Mohun Bagan Face Kuala Lumpur City FC in AFC Cup Inter Zonal Semifinals
author img

By

Published : Aug 29, 2022, 9:57 PM IST

কলকাতা, 29 অগস্ট: এএফসি কাপের ইন্টার-জোনাল সেমি-ফাইনালে (AFC Cup Inter Zonal Semifinals) কুয়ালা লামপুর এফসি’র মুখোমুখি হবে এটিকে মোহনবাগান ৷ আগামী 7 সেপ্টেম্বর এই ম্যাচ হবে ৷ দু’বার মালয়েশিয়ান লিগজয়ী কুয়ালা লামপুর এফসি এশিয়ান জোনাল ফাইনালে ইন্দোনেশিয়ার পিএসএম মাকাসার বিরুদ্ধে জিতে এএফসি কাপের ইন্টার-জোনাল সেমি-ফাইনালে কোয়ালিফাই করেছে ৷

গতবছর এএফসি কাপের (AFC Cup 2022) ইন্টার-জোনাল সেমি-ফাইনালে লড়াই করেও এফসি নাসাফের কাছে হারতে হয়েছিল মোহনবাগানকে ৷ গতবারও এ বছরের মতো গ্রুপ স্টেজ ও কোয়ালিফাইং স্টেজে অসাধারণ পারফর্মেন্স করেছিল এটিকে মোহনবাগান ৷ কিন্তু, সেমি-ফাইনালে গিয়ে হারতে হয়েছিল মেরিনার্সদের ৷ কিন্তু, এ বছর আর সেই ভুল করতে নারাজ এটিকে মোহনবাগান কোচ জুয়ান ফেরান্দো ৷ গ্রুপ ডি থেকে টেবিল টপার হিসাবে পরের রাউন্ডে কোয়ালিফাই করেছে তাঁর দল ৷

গ্রুপ স্টেজে বসুন্ধরা কিংস, মাজিয়া এবং গোকুলাম কেরালা এফসি-কে হারিয়েছিল এটিকে মোহনবাগান ৷ লিস্টন কোলাসো এএফসি কাপে এটিকে মোহনবাগান আক্রমণকে নেতৃত্ব দিয়েছিলেন ৷ যেখানে নিজে 5 গোল করেছেন এবং 3টি অ্যাসিস্ট করেছিলেন ৷ আর সেমি-ফাইনালেও গোল করার জন্য মুখিয়ে রয়েছেন বলে জানিয়েছেন কোলাসো ৷

আরও পড়ুন: ফিরল ডার্বি, সমর্থকদের ভিড়ে রঙিন বিধাননগরের রাস্তা

প্রসঙ্গত, রবিবার সন্ধেয় ডুরান্ড কাপে কলকাতা ডার্বিতে ইমামি ইস্টবেঙ্গলকে 0-1 গোলে হারিয়েছে এটিকে মোহনবাগান ৷ ফলে কলকাতা ডার্বিতে জয়ের হ্যাটট্রিক করেছে এটিকে মোহনবাগান ৷

কলকাতা, 29 অগস্ট: এএফসি কাপের ইন্টার-জোনাল সেমি-ফাইনালে (AFC Cup Inter Zonal Semifinals) কুয়ালা লামপুর এফসি’র মুখোমুখি হবে এটিকে মোহনবাগান ৷ আগামী 7 সেপ্টেম্বর এই ম্যাচ হবে ৷ দু’বার মালয়েশিয়ান লিগজয়ী কুয়ালা লামপুর এফসি এশিয়ান জোনাল ফাইনালে ইন্দোনেশিয়ার পিএসএম মাকাসার বিরুদ্ধে জিতে এএফসি কাপের ইন্টার-জোনাল সেমি-ফাইনালে কোয়ালিফাই করেছে ৷

গতবছর এএফসি কাপের (AFC Cup 2022) ইন্টার-জোনাল সেমি-ফাইনালে লড়াই করেও এফসি নাসাফের কাছে হারতে হয়েছিল মোহনবাগানকে ৷ গতবারও এ বছরের মতো গ্রুপ স্টেজ ও কোয়ালিফাইং স্টেজে অসাধারণ পারফর্মেন্স করেছিল এটিকে মোহনবাগান ৷ কিন্তু, সেমি-ফাইনালে গিয়ে হারতে হয়েছিল মেরিনার্সদের ৷ কিন্তু, এ বছর আর সেই ভুল করতে নারাজ এটিকে মোহনবাগান কোচ জুয়ান ফেরান্দো ৷ গ্রুপ ডি থেকে টেবিল টপার হিসাবে পরের রাউন্ডে কোয়ালিফাই করেছে তাঁর দল ৷

গ্রুপ স্টেজে বসুন্ধরা কিংস, মাজিয়া এবং গোকুলাম কেরালা এফসি-কে হারিয়েছিল এটিকে মোহনবাগান ৷ লিস্টন কোলাসো এএফসি কাপে এটিকে মোহনবাগান আক্রমণকে নেতৃত্ব দিয়েছিলেন ৷ যেখানে নিজে 5 গোল করেছেন এবং 3টি অ্যাসিস্ট করেছিলেন ৷ আর সেমি-ফাইনালেও গোল করার জন্য মুখিয়ে রয়েছেন বলে জানিয়েছেন কোলাসো ৷

আরও পড়ুন: ফিরল ডার্বি, সমর্থকদের ভিড়ে রঙিন বিধাননগরের রাস্তা

প্রসঙ্গত, রবিবার সন্ধেয় ডুরান্ড কাপে কলকাতা ডার্বিতে ইমামি ইস্টবেঙ্গলকে 0-1 গোলে হারিয়েছে এটিকে মোহনবাগান ৷ ফলে কলকাতা ডার্বিতে জয়ের হ্যাটট্রিক করেছে এটিকে মোহনবাগান ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.