কলকাতা, 29 অগস্ট: এএফসি কাপের ইন্টার-জোনাল সেমি-ফাইনালে (AFC Cup Inter Zonal Semifinals) কুয়ালা লামপুর এফসি’র মুখোমুখি হবে এটিকে মোহনবাগান ৷ আগামী 7 সেপ্টেম্বর এই ম্যাচ হবে ৷ দু’বার মালয়েশিয়ান লিগজয়ী কুয়ালা লামপুর এফসি এশিয়ান জোনাল ফাইনালে ইন্দোনেশিয়ার পিএসএম মাকাসার বিরুদ্ধে জিতে এএফসি কাপের ইন্টার-জোনাল সেমি-ফাইনালে কোয়ালিফাই করেছে ৷
গতবছর এএফসি কাপের (AFC Cup 2022) ইন্টার-জোনাল সেমি-ফাইনালে লড়াই করেও এফসি নাসাফের কাছে হারতে হয়েছিল মোহনবাগানকে ৷ গতবারও এ বছরের মতো গ্রুপ স্টেজ ও কোয়ালিফাইং স্টেজে অসাধারণ পারফর্মেন্স করেছিল এটিকে মোহনবাগান ৷ কিন্তু, সেমি-ফাইনালে গিয়ে হারতে হয়েছিল মেরিনার্সদের ৷ কিন্তু, এ বছর আর সেই ভুল করতে নারাজ এটিকে মোহনবাগান কোচ জুয়ান ফেরান্দো ৷ গ্রুপ ডি থেকে টেবিল টপার হিসাবে পরের রাউন্ডে কোয়ালিফাই করেছে তাঁর দল ৷
গ্রুপ স্টেজে বসুন্ধরা কিংস, মাজিয়া এবং গোকুলাম কেরালা এফসি-কে হারিয়েছিল এটিকে মোহনবাগান ৷ লিস্টন কোলাসো এএফসি কাপে এটিকে মোহনবাগান আক্রমণকে নেতৃত্ব দিয়েছিলেন ৷ যেখানে নিজে 5 গোল করেছেন এবং 3টি অ্যাসিস্ট করেছিলেন ৷ আর সেমি-ফাইনালেও গোল করার জন্য মুখিয়ে রয়েছেন বলে জানিয়েছেন কোলাসো ৷
আরও পড়ুন: ফিরল ডার্বি, সমর্থকদের ভিড়ে রঙিন বিধাননগরের রাস্তা
প্রসঙ্গত, রবিবার সন্ধেয় ডুরান্ড কাপে কলকাতা ডার্বিতে ইমামি ইস্টবেঙ্গলকে 0-1 গোলে হারিয়েছে এটিকে মোহনবাগান ৷ ফলে কলকাতা ডার্বিতে জয়ের হ্যাটট্রিক করেছে এটিকে মোহনবাগান ৷