ETV Bharat / sports

ATKMB vs MCFC: অতীতের পরিসংখ্যান নয়, মিশন মুম্বইয়ে সামনে তাকাতে চান জুয়ান ফেরান্দো

author img

By

Published : Nov 5, 2022, 10:04 PM IST

ডার্বির পর থেকে বন্ধ দরজার আড়ালে দলকে তৈরি করেছেন বাগানের হেডস্যর । তাঁর মতে গ্রেগ স্টুয়ার্ট, ছাংতেরা ভালো ফুটবলার (ATK Mohun Bagan) । তবে শুধু এক বা দু'জন ফুটবলারকে নিয়ে নয়, প্রতিপক্ষের এগারো জনকেই আটকানোর ছক কষছেন তিনি (Indian Super League) ।

Etv Bharat
Etv Bharat

কলকাতা, 5 নভেম্বর: ঘরের মাঠে অনুশীলন সেরে মিশন মুম্বইয়ের পথে এটিকে মোহনবাগান । রবিবার আরব সাগরের তীরে জুয়ান ফেরান্দোর দল মুখোমুখি হবে মুম্বই সিটি এফসি'র । ডার্বি জয়ের পরে বাড়তি আত্মবিশ্বাস এখন মেরিনার্সদের ঘরে (ATK Mohun Bagan) । ডার্বির গোলদাতা মনবীর সিংকে পাশে বসিয়ে হুগো বুমোস, জনি কাউকোরা জানিয়ে রাখলেন, 'অ্যাওয়ে ম্যাচ হলেও বলের দখল রেখে আক্রমণাত্মক ফুটবল খেলবে মোহনবাগান' (Indian Super League) ।

মুম্বইয়ের (Mumbai City FC) বিরুদ্ধে ম্যাচ পড়লেই চাপা টেনশন শুরু হয়ে যায় সবুজ-মেরুনে । গত দু'বছরের শেষ ছ'টি সাক্ষাতে চারটে ম্যাচ হেরেছে মেরিনার্সরা । দু'বার ড্র হয়েছে । জুয়ান ফেরান্দো অবশ্য সেসব দিকে চোখ দিতে নারাজ । তাঁর মতে, প্রতিটি ম্যাচের শুরুতে স্কোরবোর্ড শূন্য থেকে শুরু হয় । প্রতিটি লড়াই এগারো বনাম এগারো । তাই অতীতে কী হয়েছে, তা ভেবে সময় নষ্ট করার অর্থ নেই ।

প্রতিপক্ষ শিবিরে গ্রেগ স্টুয়ার্ট, লালরিনজুয়ালা ছাংতেরা কঠিন চ্যালেঞ্জ ছুড়ে দিতে সবসময় তৈরি । রবিবারও একইভাবে তাঁরা যে চ্যালেঞ্জ ছুড়বেন তা জানে এটিকে মোহনবাগান । তাই ডার্বির পর থেকে বন্ধ দরজার আড়ালে দলকে তৈরি করেছেন বাগানের হেডস্যর । তাঁর মতে গ্রেগ স্টুয়ার্ট, ছাংতেরা ভালো ফুটবলার । তবে শুধু এক বা দু'জন ফুটবলারকে নিয়ে নয়, প্রতিপক্ষের এগারোজনকেই আটকানোর ছক কষছেন তিনি । এএফসি চ্যাম্পিয়ন্স লিগের মতো টুর্নামেন্ট খেলা প্রতিপক্ষকে গুরুত্ব দিতে চান । তা সত্ত্বেও ইতিবাচক লড়াই এবং ফলের কথা শুনিয়ে শহর ছাড়ার আগে সবুজ-মেরুন কোচ বলে গেলেন, দলের গোল করার লোকের অভাব নেই ।

আরও পড়ুন: মারিনা মাচানসে পরাজিত লাল-হলুদ, গোল করে নারী আন্দোলনের বার্তা ইরানি ভাফা'র

দ্রিমিত্রি পেত্রাতোস ইতিমধ্যেই গোল করা অভ্যাস করেছেন । মনবীর সিং ইতিমধ্যেই দু'টো গোল করে ফেলেছেন । হুগো বুমোস কঠিন ম্যাচে ছাপিয়ে যাওয়ার জোরালো ইঙ্গিত দিয়েছেন । গোল করে এবং করিয়ে ফরাসি মিডফিল্ডার এখন দলের অন্যতম নিউক্লিয়াস । জুয়ান বুমোস এবং পেত্রাতোসের বোঝাপড়া উপভোগ করছেন । ফেরান্দো বলেন, “দ্রিমিত্রি অসাধারণ ফুটবলার । ও জানে কখন কোথায় থাকতে হয় । পাশাপাশি মাঠে অনেক জায়গা তৈরি করে দ্রিমি । তা কাজে লাগানোর ব্যাপারেও ওর জুড়ি নেই ।”

কলকাতা, 5 নভেম্বর: ঘরের মাঠে অনুশীলন সেরে মিশন মুম্বইয়ের পথে এটিকে মোহনবাগান । রবিবার আরব সাগরের তীরে জুয়ান ফেরান্দোর দল মুখোমুখি হবে মুম্বই সিটি এফসি'র । ডার্বি জয়ের পরে বাড়তি আত্মবিশ্বাস এখন মেরিনার্সদের ঘরে (ATK Mohun Bagan) । ডার্বির গোলদাতা মনবীর সিংকে পাশে বসিয়ে হুগো বুমোস, জনি কাউকোরা জানিয়ে রাখলেন, 'অ্যাওয়ে ম্যাচ হলেও বলের দখল রেখে আক্রমণাত্মক ফুটবল খেলবে মোহনবাগান' (Indian Super League) ।

মুম্বইয়ের (Mumbai City FC) বিরুদ্ধে ম্যাচ পড়লেই চাপা টেনশন শুরু হয়ে যায় সবুজ-মেরুনে । গত দু'বছরের শেষ ছ'টি সাক্ষাতে চারটে ম্যাচ হেরেছে মেরিনার্সরা । দু'বার ড্র হয়েছে । জুয়ান ফেরান্দো অবশ্য সেসব দিকে চোখ দিতে নারাজ । তাঁর মতে, প্রতিটি ম্যাচের শুরুতে স্কোরবোর্ড শূন্য থেকে শুরু হয় । প্রতিটি লড়াই এগারো বনাম এগারো । তাই অতীতে কী হয়েছে, তা ভেবে সময় নষ্ট করার অর্থ নেই ।

প্রতিপক্ষ শিবিরে গ্রেগ স্টুয়ার্ট, লালরিনজুয়ালা ছাংতেরা কঠিন চ্যালেঞ্জ ছুড়ে দিতে সবসময় তৈরি । রবিবারও একইভাবে তাঁরা যে চ্যালেঞ্জ ছুড়বেন তা জানে এটিকে মোহনবাগান । তাই ডার্বির পর থেকে বন্ধ দরজার আড়ালে দলকে তৈরি করেছেন বাগানের হেডস্যর । তাঁর মতে গ্রেগ স্টুয়ার্ট, ছাংতেরা ভালো ফুটবলার । তবে শুধু এক বা দু'জন ফুটবলারকে নিয়ে নয়, প্রতিপক্ষের এগারোজনকেই আটকানোর ছক কষছেন তিনি । এএফসি চ্যাম্পিয়ন্স লিগের মতো টুর্নামেন্ট খেলা প্রতিপক্ষকে গুরুত্ব দিতে চান । তা সত্ত্বেও ইতিবাচক লড়াই এবং ফলের কথা শুনিয়ে শহর ছাড়ার আগে সবুজ-মেরুন কোচ বলে গেলেন, দলের গোল করার লোকের অভাব নেই ।

আরও পড়ুন: মারিনা মাচানসে পরাজিত লাল-হলুদ, গোল করে নারী আন্দোলনের বার্তা ইরানি ভাফা'র

দ্রিমিত্রি পেত্রাতোস ইতিমধ্যেই গোল করা অভ্যাস করেছেন । মনবীর সিং ইতিমধ্যেই দু'টো গোল করে ফেলেছেন । হুগো বুমোস কঠিন ম্যাচে ছাপিয়ে যাওয়ার জোরালো ইঙ্গিত দিয়েছেন । গোল করে এবং করিয়ে ফরাসি মিডফিল্ডার এখন দলের অন্যতম নিউক্লিয়াস । জুয়ান বুমোস এবং পেত্রাতোসের বোঝাপড়া উপভোগ করছেন । ফেরান্দো বলেন, “দ্রিমিত্রি অসাধারণ ফুটবলার । ও জানে কখন কোথায় থাকতে হয় । পাশাপাশি মাঠে অনেক জায়গা তৈরি করে দ্রিমি । তা কাজে লাগানোর ব্যাপারেও ওর জুড়ি নেই ।”

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.