ETV Bharat / sports

ATK Mohun Bagan: এগিয়ে গিয়েও অধরা জয়, ইয়োলো আর্মি'র বিরুদ্ধে ভুলের পুনরাবৃত্তি চাইছেন না বাগানের হেডস্যর

কেরালা ব্লাস্টার্সকে শক্তিশালী বলে সতর্ক করে দিয়েছেন দলের ছেলেদের । ডার্বি নিয়ে চিন্তার আগে ধাপে ধাপেই এগোতে চাইছেন জুয়ান ফেরান্দো (Juan Ferrando) । তাই মিশন কেরালার চ্যালেঞ্জ কঠিন হলেও কড়া মানসিকতায় জয়ের লক্ষ্যে ঘুঁটি সাজাচ্ছেন (ATK Mohun Bagan eyes first win in ISL) ।

author img

By

Published : Oct 16, 2022, 6:43 AM IST

Updated : Oct 16, 2022, 6:55 AM IST

Etv Bharat
Etv Bharat

কোচি, 16 অক্টোবর: দল চাপে নেই । ভুল শুধরে জয়ে ফিরবে এবং ঘুরেও দাঁড়াবে। এভাবেই কেরালা ব্লাস্টার্সের বিরুদ্ধে মাঠে নামার কয়েকঘণ্টা আগে দলের মানসিকতা জানিয়ে দিলেন বাগানের হেডস্যর ৷ ঘরের মাঠে চেন্নাইয়িন এফসি'র বিরুদ্ধে প্রথমে গোল করেও পরাজয়ের কারণ হিসেবে মনঃসংযোগের অভাবকেই দায়ী করেছিলেন মোহনবাগান কোচ জুয়ান ফেরান্দো (Juan Ferrando) ।

রবিবার সেই ভুলের ফের পুনরাবৃত্তি হলে আবার হারতে হতে পারে, সেকথাও মনে করিয়ে দিয়েছেন তিনি । প্রতিপক্ষ কেরালা ব্লাস্টার্সকে শক্তিশালী বলে সতর্ক করে দিয়েছেন দলের ছেলেদের । ইস্টবেঙ্গলকে হারিয়ে প্রতিপক্ষ মানসিকভাবে সুবিধাজনক অবস্থায় রয়েছে বলে মনে করেন তিনি । যদিও জুয়ান ফেরান্দোর মতে দু'দলের কাছে ম্যাচটি গুরুত্বপূর্ণ । দু'দলের জন্যই তিন পয়েন্ট জরুরি (ATK Mohun Bagan eyes first win in ISL) । তাই উপভোগ্য লড়াইয়ের আশা করছেন সবুজ-মেরুন হেডস্যর ।

চলতি আইএসএলের প্রতিটি ম্যাচকে কঠিন বলে মনে করেন । ম্যাচ কঠিন হলেও তিন পয়েন্ট পাওয়ার লক্ষ্যে মোহনবাগান যে মাঠে নামবে সেটাও মনে করিয়ে দিয়েছেন স্প্যানিশ কোচ । সদ্য আন্তর্জাতিক টুর্নামেন্টের গুরুত্বপূর্ণ ম্যাচ কিংবা আইএসএল-এর উদ্বোধনী ম্যাচ, গোল করার লোকের অভাবে ভুগছে এটিকে মোহনবাগান ৷ সে কারণে বারবার শেষ মুহূর্তে ম্যাচ হাতছাড়া হচ্ছে বলে মনে করেন সমালোচকরা । যদিও এই ব্যাপারে সহমত নন লিস্টন কোলাসোদের 'বস'। তাই রয় কৃষ্ণ, ডেভিড উইলিয়ামসদের অভাব অনুভবের কথাও মানছেন না । তাঁর মতে, গোলের সুযোগ তৈরি করাটাই আসল ব্যাপার । কে গোল করল তা আসল নয় । সেদিক থেকে এটিকে মোহনবাগানের খেলায় সেভাবে গোলের সুযোগ তৈরি না-হওয়ায় বাড়তি চিন্তায় ভুগছেন না ফেরান্দো ।

আরও পড়ুন: আইএসএলের আট ফুটবলারেও কলকাতা লিগে জয় অধরা লাল-হলুদের

চেন্নাইয়িনের বিরুদ্ধে গোল করে এগিয়ে গিয়েও শেষরক্ষা হয়নি । এই ব্যাপারে এক এবং একমাত্র মনঃসংযোগের অভাবকে দায়ী করছেন স্প্যানিয়ার্ড । কেরালা ব্লাস্টার্সের বিরুদ্ধে একই ভুলের পুনরাবৃত্তি চাইছেন না । ইতিমধ্যেই দলের গুরুত্বপূর্ণ ফুটবলার ডার্বির আগে কেরালা ম্যাচ জয় জরুরি বলে জানিয়েছেন । যদিও ডার্বি নিয়ে চিন্তার আগে ধাপে ধাপেই এগোতে চাইছেন ফেরান্দো । তাই মিশন কেরালার চ্যালেঞ্জ কঠিন হলেও কড়া মানসিকতায় জয়ের লক্ষ্যে ঘুঁটি সাজাচ্ছেন ।

কোচি, 16 অক্টোবর: দল চাপে নেই । ভুল শুধরে জয়ে ফিরবে এবং ঘুরেও দাঁড়াবে। এভাবেই কেরালা ব্লাস্টার্সের বিরুদ্ধে মাঠে নামার কয়েকঘণ্টা আগে দলের মানসিকতা জানিয়ে দিলেন বাগানের হেডস্যর ৷ ঘরের মাঠে চেন্নাইয়িন এফসি'র বিরুদ্ধে প্রথমে গোল করেও পরাজয়ের কারণ হিসেবে মনঃসংযোগের অভাবকেই দায়ী করেছিলেন মোহনবাগান কোচ জুয়ান ফেরান্দো (Juan Ferrando) ।

রবিবার সেই ভুলের ফের পুনরাবৃত্তি হলে আবার হারতে হতে পারে, সেকথাও মনে করিয়ে দিয়েছেন তিনি । প্রতিপক্ষ কেরালা ব্লাস্টার্সকে শক্তিশালী বলে সতর্ক করে দিয়েছেন দলের ছেলেদের । ইস্টবেঙ্গলকে হারিয়ে প্রতিপক্ষ মানসিকভাবে সুবিধাজনক অবস্থায় রয়েছে বলে মনে করেন তিনি । যদিও জুয়ান ফেরান্দোর মতে দু'দলের কাছে ম্যাচটি গুরুত্বপূর্ণ । দু'দলের জন্যই তিন পয়েন্ট জরুরি (ATK Mohun Bagan eyes first win in ISL) । তাই উপভোগ্য লড়াইয়ের আশা করছেন সবুজ-মেরুন হেডস্যর ।

চলতি আইএসএলের প্রতিটি ম্যাচকে কঠিন বলে মনে করেন । ম্যাচ কঠিন হলেও তিন পয়েন্ট পাওয়ার লক্ষ্যে মোহনবাগান যে মাঠে নামবে সেটাও মনে করিয়ে দিয়েছেন স্প্যানিশ কোচ । সদ্য আন্তর্জাতিক টুর্নামেন্টের গুরুত্বপূর্ণ ম্যাচ কিংবা আইএসএল-এর উদ্বোধনী ম্যাচ, গোল করার লোকের অভাবে ভুগছে এটিকে মোহনবাগান ৷ সে কারণে বারবার শেষ মুহূর্তে ম্যাচ হাতছাড়া হচ্ছে বলে মনে করেন সমালোচকরা । যদিও এই ব্যাপারে সহমত নন লিস্টন কোলাসোদের 'বস'। তাই রয় কৃষ্ণ, ডেভিড উইলিয়ামসদের অভাব অনুভবের কথাও মানছেন না । তাঁর মতে, গোলের সুযোগ তৈরি করাটাই আসল ব্যাপার । কে গোল করল তা আসল নয় । সেদিক থেকে এটিকে মোহনবাগানের খেলায় সেভাবে গোলের সুযোগ তৈরি না-হওয়ায় বাড়তি চিন্তায় ভুগছেন না ফেরান্দো ।

আরও পড়ুন: আইএসএলের আট ফুটবলারেও কলকাতা লিগে জয় অধরা লাল-হলুদের

চেন্নাইয়িনের বিরুদ্ধে গোল করে এগিয়ে গিয়েও শেষরক্ষা হয়নি । এই ব্যাপারে এক এবং একমাত্র মনঃসংযোগের অভাবকে দায়ী করছেন স্প্যানিয়ার্ড । কেরালা ব্লাস্টার্সের বিরুদ্ধে একই ভুলের পুনরাবৃত্তি চাইছেন না । ইতিমধ্যেই দলের গুরুত্বপূর্ণ ফুটবলার ডার্বির আগে কেরালা ম্যাচ জয় জরুরি বলে জানিয়েছেন । যদিও ডার্বি নিয়ে চিন্তার আগে ধাপে ধাপেই এগোতে চাইছেন ফেরান্দো । তাই মিশন কেরালার চ্যালেঞ্জ কঠিন হলেও কড়া মানসিকতায় জয়ের লক্ষ্যে ঘুঁটি সাজাচ্ছেন ।

Last Updated : Oct 16, 2022, 6:55 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.