কলকাতা, 19 এপ্রিল : শ্রীলঙ্কার ব্লুস্টারের পর বাংলাদেশে আবাহনী ঢাকা লিমিটেড ৷ মোহনবাগানের দাপট অব্যাহত । মঙ্গলবার যুবভারতী ক্রীড়াঙ্গনের 32 হাজার দর্শকের সামনে অনায়াস জয়ে এএফসি কাপের মূলপর্বে গঙ্গাপাড়ের ক্লাব ৷ হ্যাটট্রিক করে ম্যাচের নায়ক ডেভিড উইলিয়ামস । কলকাতায় মূলপর্বের তিনটি খেলা হবে যথাক্রমে 18, 21 এবং 24 মে'তে (Mohun Bagan beat Abahani Dhaka) ৷
দু'ম্যাচে মোট 8 গোল করে টুর্নামেন্টের মূলপর্বে উঠল জুয়ান ফেরান্দোর ছেলেরা ৷ এদিন গোটা ম্যাচেই দাপট নিয়ে খেললেন তিরি, কাউকোরা ৷ ম্যাচের 6 মিনিটের মাথায় জনি কাউকোর পাস থেকে ডেভিড উইলিয়ামসের গোলেই সবুজ-মেরুনের এই ম্যাচের গতিপথ নির্ধারিত হয়ে গিয়েছিল । কাউকোর পাস থেকে অস্ট্রেলিয়ান ফুটবলার জালে বল জড়াতে কোনও ভুল করেননি । ওপাড় বাংলার ক্ষয়িষ্ণু ফুটবল সংস্কৃতির স্বাক্ষর আবাহনী ফুটবল পারফরম্যান্স । শুরুর 10 মিনিটের মধ্যে পিছিয়ে পড়ার পরে আবাহনী দ্বিতীয় গোল খেল 30 মিনিটে । প্রথমার্ধেই হ্যাটট্রিক সেরে ফেলতে পারতেন বাগানের মাঝমাঠের অন্যতম ভরসা ৷ যদিও গোলকিপারকে একা পেয়েও জালে বল জড়াতে ব্যর্থ হয়েছেন উইলিয়ামস ৷
-
We march on in our continental adventure!🎉
— ATK Mohun Bagan FC (@atkmohunbaganfc) April 19, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data="
AFC Cup Group Stages, HERE WE COME....#ATKMohunBagan #JoyMohunBagan #AmraSobujMaroon #MarinersInAsia #AFCCup2022 pic.twitter.com/LN3CQvXzeb
">We march on in our continental adventure!🎉
— ATK Mohun Bagan FC (@atkmohunbaganfc) April 19, 2022
AFC Cup Group Stages, HERE WE COME....#ATKMohunBagan #JoyMohunBagan #AmraSobujMaroon #MarinersInAsia #AFCCup2022 pic.twitter.com/LN3CQvXzebWe march on in our continental adventure!🎉
— ATK Mohun Bagan FC (@atkmohunbaganfc) April 19, 2022
AFC Cup Group Stages, HERE WE COME....#ATKMohunBagan #JoyMohunBagan #AmraSobujMaroon #MarinersInAsia #AFCCup2022 pic.twitter.com/LN3CQvXzeb
প্রথমার্ধে পিছিয়ে পড়ার ধাক্কা সরিয়ে বিরতির পরে খেলার রাশ তুলে নেওয়ার চেষ্টা করেছিল আবাহনী । দ্বিতীয়ার্ধের প্রথম 20 মিনিট সবুজ-মেরুন রক্ষনকে ব্যাকফুটে ঠেলেও রেখেছিল পদ্মাপাড়ের দল । তারই ফসল 61 মিনিটে ড্যানিয়েল কলিনড্রেসের গোল ৷ যদিও তারপরে ফের ম্যাচে ফেরে বাগান ৷ মনবীর সিং, কিয়ান সিং সহজ সুযোগ নষ্ট করলেও 85 মিনিটে ফের জ্বলে ওঠেন বাগানের এশিয়া কোটার বিদেশি ৷ হুগো বুমোসের পাস থেকে হ্যাটট্রিক সম্পূর্ণ করেন উইলিয়ামস ।
আরও পড়ুন : ‘এটিকে হটাও’, ফুটবলের সঙ্গেই প্রতিবাদও ফিরল যুবভারতীতে
ব্লু স্টারের বিরুদ্ধে ফাইভ স্টার পারফরম্যান্সের পরে আবাহনীর বিরুদ্ধে তিন গোলে জয় । আইএসএলের ব্যর্থতা সরিয়ে ফের প্রত্যাশিত পারফরম্যান্স । আধিপত্য রেখেই মূলপর্বে পা দিল ফেরান্দোর ছেলেরা ৷ গ্রুপ ডি'তে তাদের প্রতিপক্ষ ওপার বাংলার বসুন্ধরা কিংস, গোকুলাম কেরালা এবং মলদ্বীপের মাজিয়া স্পোর্টস ৷