কলকাতা, 4 জুন : ডেভিড উইলিয়ামস আগেই 'আলবিদা' জানিয়েছিলেন ৷ এবার রয় কৃষ্ণার সঙ্গেও মধুচন্দ্রিমা শেষ হল এটিকে-মোহনবাগানের ৷ সবমিলিয়ে কৃষ্ণা-উইলিয়ামস জুটির বর্ণময় এক অধ্যায়ের পরিসমাপ্তি হল বাগানে ৷ শুক্রবার এক টুইটে সরকারিভাবে ফিজি স্ট্রাইকারের সঙ্গে বিচ্ছেদের ঘোষণা করা হয় এটিকে মোহনবাগানের তরফে (ATK Mohun Bagan confirm that Roy Krishna is leaving the club) ৷
বিশ্বের প্রথমসারির লিগে খেলা জনপ্রিয় এক স্ট্রাইকারকে আগামী মরশুমে সই করাচ্ছে সবুজ-মেরুন ব্রিগেড ৷ যে তালিকায় কানাঘুষো ভাসছে দিয়েগো কোস্তার নামও ৷ আর সে কারণেই আইএসএলে দু'বারের সর্বাধিক গোলদাতার সঙ্গে গোল্ডেন হ্যান্ডশেক সেরে নিল কলকাতার ক্লাব ৷ কোচ জুয়ান ফেরান্দোর সঙ্গে সম্প্রতি আগামী মরশুমের দলগঠন নিয়ে আলোচনায় বসেছিল সবুজ-মেরুন ম্যানেজমেন্ট ৷ সেখানে ফেরান্দো আগামী মরশুমের স্কোয়াডে বেশ কয়েকটি পরিবর্তনের কথা উল্লেখ করেছেন ৷ তারই ফলশ্রুতি রয় কৃষ্ণার বিদায় ৷ অর্থাৎ, ফিজিয়ান গোলমেশিন ফেরান্দোর সংসারে আর কোনওমতেই অপরিহার্য ছিলেন না ৷
দিনকয়েক আগে সামাজিক মাধ্যমে 'থ্যাঙ্ক ইউ' লিখে পোস্ট করেছিলেন রয় কৃষ্ণা ৷ সেই পোস্টেই অনুরাগীরা ভবিষ্যৎ আঁচ করে ফেলেছিলেন ৷ এদিন কৃষ্ণার ক্লাব ছাড়ার বিষয়ে সিলমোহর পোস্টে এটিকে-মোহনবাগান লেখে, "রয়, ধন্যবাদ সব স্মৃতির জন্য ৷ বিদায় শুভ হোক ৷ আগামীর জন্য শুভেচ্ছা ৷" ডেভিড উইলিয়ামসের মুম্বই সিটি এফসি-তে যোগদান চূড়ান্ত হলেও কৃষ্ণা কোথায় যাচ্ছেন, সে ব্যাপারে যদিও এখনও নিশ্চিত নয় অনুরাগীরা ৷ যদিও ময়দানী গুঞ্জন যে পড়শি ইস্টবেঙ্গেলর লোভনীয় প্রস্তাব রয়েছে ফিজিয়ানের কাছে ৷ সেই প্রস্তাব বিবেচনা করছেন তিনি।
-
Thank you for the memories, Roy! Goodbye and good luck!#ATKMohunBagan #JoyMohunBagan #AmraSobujMaroon pic.twitter.com/6LbVTCFhdW
— ATK Mohun Bagan FC (@atkmohunbaganfc) June 3, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data="
">Thank you for the memories, Roy! Goodbye and good luck!#ATKMohunBagan #JoyMohunBagan #AmraSobujMaroon pic.twitter.com/6LbVTCFhdW
— ATK Mohun Bagan FC (@atkmohunbaganfc) June 3, 2022Thank you for the memories, Roy! Goodbye and good luck!#ATKMohunBagan #JoyMohunBagan #AmraSobujMaroon pic.twitter.com/6LbVTCFhdW
— ATK Mohun Bagan FC (@atkmohunbaganfc) June 3, 2022
আরও পড়ুন : সার্থক গোলুই 3 বছরের জন্য লাল-হলুদে
গত আইএসএলে পারফরম্যান্স শীর্ষে না-থাকলেও রয় কৃষ্ণা যে এখনও বিপক্ষের ত্রাস, সে ব্যাপারে সন্দেহ নেই ৷ শুধু ইস্টবেঙ্গল নয়, আইএসএলের আরও একটি দলের প্রস্তাবও রয়েছে তাঁর কাছে ৷ তবে কৃষ্ণার পরিবার চাইছে, তিনি ফের অস্ট্রেলিয়া ফিরে যান ৷ সব দিক ভেবে ফিজি ফুটবলার এখন কী সিদ্ধান্ত নেন, সে দিকেই তাকিয়ে অনুরাগীরা ৷