কলকাতা, 25 ফেব্রুয়ারি: শনিবারের সন্ধ্যেয় কার্যত ফাঁকা যুবভারতী (ISL Derby 2023) ৷ মেরেকেটে সংখ্যাটা 16 হাজার ৷ ফুটবলের মক্কা, তায় ডার্বিতে গ্যালারির এই অবস্থা একেবারেই অচেনা ৷ একমাত্র চেনা বড়ম্যাচে বাগানের দাপট ৷ যা বজায় থাকল বছরের প্রথম ডার্বিতেও ৷ দুরন্ত ফুটবলে টানা আট নম্বর ডার্বিতে ইস্টবেঙ্গল 'বধ' করল মোহনবাগান (ATK Mohun Bagan) ৷
স্লাভকো ডামনাজোভিচ, দিমিত্রি পেত্রাতোস ৷ বাগানে ফুল ফোটালেন দলের দুই নির্ভরযোগ্য তারকা ৷ দ্রিমিত্রি পেত্রাতোসের কর্নার মনবীর সিং ব্যাকহিলে ফ্লিক করলে পোস্টে লেগে ফিরে এলে বল জালে পাঠান স্লাভকো । 69 মিনিটে তাঁর গোল স্বস্তি ফেরাল এটিকে মোহনবাগানের ডাগ আউটে । অভিষেকের ডার্বিতেই গোল মন্টে-নেগ্রোর ডিফেন্ডারের । ম্যাচের ফল 2-0 । প্রথম লেগের পরে ফিরতি ডার্বিতেও স্কোরবোর্ড এক । যার ফলে কার্যত এক ঢিলে দুই পাখি মারলেন জুয়ান ফেরান্দোর ছেলেরা ৷ চিরপ্রতিদ্বন্দ্বীদের উড়িয়ে দেওয়ার পাশাপাশি পয়েন্ট টেবিলের তিন নম্বরে থেকে প্লে-অফে পৌঁছল এটিকে মোহনবাগান (ATK Mohun Bagan beat East Bengal) ৷
আইএসএলে এখনও ডার্বিতে জয় অধরা লাল-হলুদের ৷ গত কয়েক মরশুমে চেয়ে এদিন উজ্জ্বল পদ্মাপাড়ের ক্লাব ৷ যদিও তাতে ভাগ্যবদল হল না ৷ শুরু থেকেই ম্যাচের রাশ নিজেদের পায়ে নিয়েছিলেন মোহনবাগানের ফুটবলাররা ৷ তারই ফলশ্রুতি দাপটে জয় ৷ যদিও অ্যাটাকিং থার্ডে ভালো ফুটবলারের অভাব প্রকট হয়ে উঠল এই ম্যাচেও (Mohun Bagan win Derby) ৷
আরও পড়ুন: পয়েন্ট টেবিলে 10 নম্বরে দল ! কনস্ট্যান্টাইনের মতে, এই সাফল্য আগামীর ভিত্তিস্থাপন
দশ নম্বরে আইএসএল শেষ করল লাল-হলুদ । স্টিফেন কনস্ট্যান্টাইন বলেছিলেন, দল পয়েন্ট টেবিলে সবার শেষে থাকবে না । লাল-হলুদ কোচের ভবিষ্যৎবাণী মিলে গিয়েছে । যদিও সমর্থকদের স্বস্তি পাওয়ার কথা নয় । ডার্বি বয়কটের আবহেও হাজার ষাটেক দর্শক মাঠে ছিলেন । এমনটাই দাবি করা হয়েছে আয়োজকদের তরফে । যদিও সংখ্যাটা মেরেকেটে পঁয়তাল্লিশ হাজার । তবে বয়কটের রাস্তায় হাঁটলেন ইস্টবেঙ্গল এবং মোহনবাগানের ক্লাব কর্তারা ।