ETV Bharat / sports

Australian Open : 42 বছরের খরা কাটিয়ে অস্ট্রেলিয়ান ওপেনের ফাইনালে বার্টি - Ashleigh Barty beats Madison Keys in Australian Open semifinal

ফাইনালে ফের এক ইতিহাস গড়ার লক্ষ্যে বিশ্বের পয়লা নম্বর খেলবেন আরেক মার্কিন প্রতিদ্বন্দ্বী ড্যানিয়েল কলিন্সের বিরুদ্ধে (Barty will play against Danielle Collins in the final) ৷ ফাইনালে 44 বছরের খরা কাটানোর হাতছানি বার্টির সামনে ৷

Australian Open
42 বছরের খরা কাটিয়ে অস্ট্রেলিয়ান ওপেনের ফাইনালে বার্টি
author img

By

Published : Jan 28, 2022, 9:10 AM IST

মেলবোর্ন, 28 জানুয়ারি : 1980-তে শেষবার ওয়েন্ডি টার্নবুল ঘরের মেয়ে হিসেবে মহিলা সিঙ্গলস ফাইনাল খেলেছিলেন অস্ট্রেলিয়ান ওপেনে ৷ এরপর চার দশকের বেশি সময় পেরিয়ে গেলেও অস্ট্রেলিয়ান ওপেনের ফাইনালে পৌঁছতে ব্যর্থ সে দেশের কোনও মহিলা টেনিস প্লেয়ার ৷ বিশ্বের পয়লা নম্বর অ্যাশলে বার্টির হাত ধরে বৃহস্পতিবার কাটল সেই দীর্ঘ খরা ৷ মার্কিন প্রতিদ্বন্দ্বী ম্যাডিসন কিস'কে স্ট্রেট সেটে উড়িয়ে প্রথমবার হোম গ্র্যান্ড স্ল্যামের ফাইনালে বার্টি (Ashleigh Barty beats Madison Keys in Australian Open semifinal) ৷

ফাইনালে ফের এক ইতিহাস গড়ার লক্ষ্যে বিশ্বের পয়লা নম্বর খেলবেন আরেক মার্কিন প্রতিদ্বন্দ্বী ড্যানিয়েল কলিন্সের বিরুদ্ধে (Barty will play against Danielle Collins in the final) ৷ 1980 ফাইনালে উঠলেও চেকোস্লোভাকিয়ার প্রতিদ্বন্দ্বীর কাছে হেরে গিয়েছিলেন টার্নবুল ৷ তার ঠিক দু'বছর আগে শেষবার ঘরের মেয়ে ক্রিস ও'নেইলের মাথায় উঠেছিল অস্ট্রেলিয়ান ওপেনের তাজ ৷ সুতরাং, ফাইনালে 44 বছরের খরা কাটানোর হাতছানি বার্টির সামনে ৷

চলতি অস্ট্রেলিয়ান ওপেনে একটিও সেট না খুইয়ে শেষ চারে পৌঁছনো বার্টি বৃহস্পতিবারও ধারাবাহিকতা বজায় রাখেন ৷ মাত্র 62 মিনিটের লড়াইয়ে 6-1, 6-3 ব্যবধানে সেমিফাইনাল জিতে নেন তিনি ৷ 2019 ফরাসি ওপেন এবং গতবছর উইম্বলডনের রানি প্রথমবার অস্ট্রেলিয়ান ওপেনের ফাইনালে পৌঁছে উচ্ছ্বসিত ৷

আরও পড়ুন : Australian Open 2022 : অস্টেলিয়ান ওপেনের সেমি ফাইনালে রাফায়েল নাদাল

সেমি জিতে বার্টি বলেন, "অসাধারণ অনুভূতি ৷ অজি হিসেবে ঘরের মাটিতে গ্র্যান্ড স্ল্যাম খেলার অনুভূতিটাই আলাদা ৷ আমি ভীষণ খুশি এ বছর অস্ট্রেলিয়ান ওপেনে সেরাটা দিতে পারছি বলে ৷ ভেবেই অবাক লাগছে যে আমার সামনে এখন খেতাব জয়ের সুযোগ ৷"

মেলবোর্ন, 28 জানুয়ারি : 1980-তে শেষবার ওয়েন্ডি টার্নবুল ঘরের মেয়ে হিসেবে মহিলা সিঙ্গলস ফাইনাল খেলেছিলেন অস্ট্রেলিয়ান ওপেনে ৷ এরপর চার দশকের বেশি সময় পেরিয়ে গেলেও অস্ট্রেলিয়ান ওপেনের ফাইনালে পৌঁছতে ব্যর্থ সে দেশের কোনও মহিলা টেনিস প্লেয়ার ৷ বিশ্বের পয়লা নম্বর অ্যাশলে বার্টির হাত ধরে বৃহস্পতিবার কাটল সেই দীর্ঘ খরা ৷ মার্কিন প্রতিদ্বন্দ্বী ম্যাডিসন কিস'কে স্ট্রেট সেটে উড়িয়ে প্রথমবার হোম গ্র্যান্ড স্ল্যামের ফাইনালে বার্টি (Ashleigh Barty beats Madison Keys in Australian Open semifinal) ৷

ফাইনালে ফের এক ইতিহাস গড়ার লক্ষ্যে বিশ্বের পয়লা নম্বর খেলবেন আরেক মার্কিন প্রতিদ্বন্দ্বী ড্যানিয়েল কলিন্সের বিরুদ্ধে (Barty will play against Danielle Collins in the final) ৷ 1980 ফাইনালে উঠলেও চেকোস্লোভাকিয়ার প্রতিদ্বন্দ্বীর কাছে হেরে গিয়েছিলেন টার্নবুল ৷ তার ঠিক দু'বছর আগে শেষবার ঘরের মেয়ে ক্রিস ও'নেইলের মাথায় উঠেছিল অস্ট্রেলিয়ান ওপেনের তাজ ৷ সুতরাং, ফাইনালে 44 বছরের খরা কাটানোর হাতছানি বার্টির সামনে ৷

চলতি অস্ট্রেলিয়ান ওপেনে একটিও সেট না খুইয়ে শেষ চারে পৌঁছনো বার্টি বৃহস্পতিবারও ধারাবাহিকতা বজায় রাখেন ৷ মাত্র 62 মিনিটের লড়াইয়ে 6-1, 6-3 ব্যবধানে সেমিফাইনাল জিতে নেন তিনি ৷ 2019 ফরাসি ওপেন এবং গতবছর উইম্বলডনের রানি প্রথমবার অস্ট্রেলিয়ান ওপেনের ফাইনালে পৌঁছে উচ্ছ্বসিত ৷

আরও পড়ুন : Australian Open 2022 : অস্টেলিয়ান ওপেনের সেমি ফাইনালে রাফায়েল নাদাল

সেমি জিতে বার্টি বলেন, "অসাধারণ অনুভূতি ৷ অজি হিসেবে ঘরের মাটিতে গ্র্যান্ড স্ল্যাম খেলার অনুভূতিটাই আলাদা ৷ আমি ভীষণ খুশি এ বছর অস্ট্রেলিয়ান ওপেনে সেরাটা দিতে পারছি বলে ৷ ভেবেই অবাক লাগছে যে আমার সামনে এখন খেতাব জয়ের সুযোগ ৷"

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.