কলকাতা, 13 মে : চ্যাম্পিয়ন হতে না-পারলেও সদ্য সন্তোষ ট্রফিতে বাংলা ফুটবলারদের লড়াকু ফুটবল মন কেড়েছে ক্রীড়া অনুরাগীদের ৷ ব্যতিক্রম নন রাজ্যের ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাসও (Arup Biswas praises Bengal football team at East Bengal club felicitation ceremony) ৷ বৃহস্পতিবার ইস্টবেঙ্গল ক্লাবে আয়োজিত 'তোমরাই ভবিষ্যৎ' অনুষ্ঠানে সন্তোষ ট্রফিতে মনোতোষ চাকলাদার-দিলীপদের ওরাওঁদের প্রশংসা তাঁর মুখে ৷ পাশাপাশি ইস্টবেঙ্গল ক্লাব যেভাবে বাংলা ফুটবলারদের আগামীর জন্য উৎসাহিত করল, তাকেও সাধুবাদ জানালেন ক্রীড়ামন্ত্রী ৷
উল্লেখযোগ্যভাবে, এদিন বাংলা ফুটবলারদের উত্তরণের সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজনৈতিক উত্থানেরও তুলনা টানেন অরূপ বিশ্বাস ৷ ক্রীড়ামন্ত্রী বলেন, "টালির চালের ঘর থেকে আজকের এই উত্তরণ । অনেক লড়াই, ত্যাগ এবং তিতিক্ষার মধ্যে দিয়ে উঠে এসেছেন মমতা বন্দ্যোপাধ্যায় ৷ তাঁর এই লড়াই অনুপ্রেরণা । ফুটবলারদের বলব মুখ্যমন্ত্রীর ছবি বাড়িতে রাখতে ৷" তবে সন্তোষ ট্রফিতে বাংলার রানার্স হওয়ার নেপথ্যে আইএফএ-কে কৃতিত্ব দেন ক্রীড়ামন্ত্রী ৷ কোচ রঞ্জন ভট্টাচার্য এবং আইএফএ সচিব জয়দীপ মুখোপাধ্যায়ের সঙ্গে তিনিও যে নিয়মিত যোগাযোগ রেখে গিয়েছেন তাও জানান তিনি। সম্প্রতি বাংলা দলের দুই ফুটবলারের চাকরির ব্যবস্থা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ এ ব্যাপারে রাজ্যের ক্রীড়ামন্ত্রী জানান, মুখ্যমন্ত্রী নিয়মিত খোঁজ নিতেন বাংলা দলের ব্যাপারে ৷ বাংলা দলের দুই ফুটবলারের চাকরির ব্যবস্থা তাঁর সঙ্গে মুখ্যমন্ত্রীর এ ব্যাপারে নিয়মিত যোগাযোগের ফসল বলে দাবি করেন অরূপ বিশ্বাস ৷
অন্যদিকে সন্তোষে তাঁর দলের সাফল্যের অবদান অনেকাংশে ক্রীড়ামন্ত্রীরও, জানালেন কোচ রঞ্জন ভট্টাচার্য । আইএফএ সচিব জয়দীপ মুখোপাধ্যায় আবার ফাইনালে পরাজয়ের গ্লানিতে ভেঙে না-পড়ে ঘুরে দাঁড়ানোর শপথ নিতে বলেছেন দলের ফুটবলারদের ৷ আগামী মরসুমে নতুন উদ্যমে সন্তোষ ট্রফি জয়কে পাখির চোখ করে এগোনোর কথা সচিবের মুখে । বাংলার ফুটবলারদের লড়াইয়ের প্রশংসা আইএফএ প্রেসিডেন্ট অজিত বন্দোপাধ্যায়ের গলাতেও । ইস্টবেঙ্গল ক্লাবে বাংলা দলের সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত প্রশান্ত বন্দ্যোপাধ্যায়, অমিত ভদ্র, বিশ্বজিৎ ভট্টাচার্য, রহিম নবি, বিকাশ পাঁজি, ষষ্ঠী দুলেদের মুখেও বাংলার ফুটবলারদের স্তুতি ৷
আরও পড়ুন : ইডেনে আইপিএল প্লে-অফ, প্রস্তুতি খতিয়ে দেখলেন সৌরভ
লাল-হলুদ শীর্ষকর্তা দেবব্রত সরকার তো আসন্ন মরসুমে বাংলার সকল ফুটবলারকে ইস্টবেঙ্গল জার্সি গায়ে খেলার প্রস্তাব দিলেন ৷ তিনি বলেন, "এই দলের সকল ফুটবলারদের ইস্টবেঙ্গল ক্লাব থেকে খোলা প্রস্তাব রইল আগামী মরসুমের জন্য।" যা কার্যত নজিরবিহীন ৷ এছাড়াও অনুষ্ঠানে বাংলা দলকে পাঁচ লক্ষ টাকা দিয়ে পুরস্কৃত করা হয় লেসলি ক্লডিয়াস সরণির ক্লাবের তরফে ৷