ETV Bharat / sports

FIFA World Cup 2022: লিও'র জন্যই বিশ্বজয় করতে হবে, আলবিসেলেস্তে'কে তাতাচ্ছেন আরেক লিও

ফুটবলের সর্বোচ্চ মঞ্চে আর দেখা যাবে না তাঁকে (Lionel Messi) । মেসির এই ঘোষণার পরেই নিজেদের প্রমাণের তাগিদ আরও বেড়েছে শিবিরে । লিও স্বয়ং নিজেদের ফেভারিটের তালিকায় না-রাখলেও, কাপ ঘরে তুলতে মরিয়া লিওনেল স্কালোনির ছেলেরা (FIFA World Cup Qatar 2022) ।

Etv Bharat
Etv Bharat
author img

By

Published : Nov 16, 2022, 6:43 PM IST

Updated : Nov 16, 2022, 8:01 PM IST

হায়দরাবাদ, 16 নভেম্বর: 14 জুন, 2014 । বিশ্বকাপের মঞ্চ থেকে খালি হাতে ফিরতে হয়েছিল নীল-সাদা ব্রিগেডকে । নয়্যারকে একা পেয়েও জালে বল জড়াতে পারেননি লিওনেল মেসি । গোৎজের শেষ মুহূর্তের গোলে স্বপ্নভঙ্গ হয়েছিল আর্জেন্তিনার । চার বছর পরে কোয়ার্টার ফাইনালেই উঠতে পারেনি জর্জ সাম্পাওলির ছেলেরা । শেষ ষোলোর লড়াইয়ে ফ্রান্সের কাছে 4 গোলে পর্যদুস্ত হতে হয়েছিল ।

এবার ফের দরজায় কড়া নাড়ছে আরেক বিশ্বকাপ । কাতারের বিমানে ওঠার আগেই দলের সর্বাধিনায়ক জানিয়েছেন, বিশ্বকাপে এই শেষবার । ফুটবলের সর্বোচ্চ মঞ্চে আর দেখা যাবে না তাঁকে (Lionel Messi) । মেসির এই ঘোষণার পরেই নিজেদের প্রমাণের তাগিদ আরও বেড়েছে শিবিরে । লিও স্বয়ং নিজেদের ফেভারিটের তালিকায় না-রাখলেও, কাপ ঘরে তুলতে মরিয়া লিওনেল স্কালোনির ছেলেরা (FIFA World Cup Qatar 2022) ।

তেকাঠির নিচে দলের অন্যতম ভরসা এমিলিয়ানো মার্তিনেজ । অ্যাস্টন ভিলার হয়েছে চলতি মরশুমে দস্তানার দাপট দেখাচ্ছেন তিনি । ডিফেন্সে বড় ভরসা ক্রিশ্চিয়ান রোমেরো । টটেনহামের হয়ে দুরন্ত ছন্দে ছিলেন 24 বছর বয়সি তারকা । যদিও হ্যামস্ট্রিংয়ের চোটে শেষ কয়েকটি ম্যাচে মাঠে নামতে পারেননি তিনি, যা ভাবাচ্ছে দলের হেডস্যরকে । যদিও দলে ফিরেছেন দুই অভিজ্ঞ খেলোয়াড় নিকোলাস ওটামেন্ডি, লিসান্দ্রো মার্তিনেজ (World Cup 2022) ।

মাঝমাঠে লিয়েন্দ্রো পারেদেস ও রদ্রিগো ডি'পলের মতো খেলোয়াড় থাকলেও জিওভানি লো সেলসো'র অভাব ভোগাতে পারে মারাদোনার দেশকে । স্কোয়াড ঘোষণার আগেই স্কালোনি জানিয়েছিলেন, চোটে সেলসো'কে পাওয়া যাবে না । যদিও ভিলারিয়ালের হয়ে দুরন্ত ফর্মে থাকা সেলসো'র অভাব পূরণ করার মতো খেলোয়াড় দলে নেই বলেও জানিয়েছিলেন তিনি । সামনে থেকে দলকে নেতৃত্ব দেবেন গ্রহের অন্যতম সেরা ফুটবলার । মেসির সঙ্গে থাকবেন ডি মারিয়া, দিবালা'র মতো খেলোয়াড় । চোটের কারণে অক্টোবরের গোড়া থেকে মাঠে না-নামলেও দিবালা ফিট হয়ে উঠছেন ।

FIFA World Cup 2022
আলবিসেলেস্তে'-কে তাতাচ্ছেন আরেক লিও

কাকে মাঠে পাচ্ছেন না, তা নিয়ে বিশেষ ভাবতে নারাজ স্কালোনি । গ্রুপ সি-তে দু'বারের চ্যাম্পিয়নদের সঙ্গে রয়েছে সংযুক্ত আরব আমিরশাহি, পোল্যান্ড এবং মেক্সিকো । মোট আটটি গ্রুপ থেকে দু'টি করে দল পৌঁছবে শেষ ষোলোর লড়াইয়ে । ফলে বড় কোনও অঘটন না-ঘটলে মেসিদের সঙ্গে সুপার সিক্সটিনে পৌঁছনোর দৌড়ে এগিয়ে রয়েছে পোল্যান্ড । শেষ মুহূর্তে চমক দিতে তৈরি মেক্সিকোও ।

আরও পড়ুন: 'কাতারকে বিশ্বকাপের দায়িত্ব দেওয়া ভুল সিদ্ধান্ত', ফুটবল উৎসবের প্রাক্কালে বিস্ফোরক ব্লাটার

কাতার বিশ্বকাপের জন্য ঘোষিত আর্জেন্তিনা দল (Argentina Squad):

  • গোলরক্ষক: এমিলিয়ানো মার্টিনেজ (অ্যাস্টন ভিলা), ফ্রাঙ্কো আরমানি (রিভার প্লেট) ও জেরোনিমো রুলি (ভিলারিয়াল)
  • ডিফেন্ডার: গঞ্জালো মন্টিয়েল (সেভিলা), নাহুয়েল মোলিনা (অ্যাটলেটিকো মাদ্রিদ), জার্মান পেজেলা (রিয়াল বেটিস), ক্রিশ্চিয়ান রোমেরো (টটেনহ্যাম হটস্পার), নিকোলাস ওটামেন্ডি (বেনফিকা), লিসান্দ্রো মার্টিনেজ (ম্যাঞ্চেস্টার ইউনাইটেড), জুয়ান ফয়েথ (ভিলারিয়াল), নিকোলাস ট্যাগলিয়াফিকো (ওইকো) লিওনাইস), মার্কোস অ্যাকুনা (সেভিলা)
  • মিডফিল্ডার: লিয়েন্দ্রো পারেদেস (জুভেন্তাস), গুইডো রদ্রিগেজ (রিয়াল বেটিস), এনজো ফার্নান্দেজ (বেনফিকা), রদ্রিগো ডি পল (অ্যাটলেটিকো মাদ্রিদ), এক্সকুয়েল প্যালাসিওস (বেয়ার লেভারকুসেন), আলেজান্দ্রো গোমেজ (সেভিলা), অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার (ব্রাইটন অ্যান্ড হোভ অ্যালবিয়ন)
  • ফরোয়ার্ড: পাওলো দিবালা (এএস রোমা), লিওনেল মেসি (প্যারিস সাঁ জা), অ্যাঞ্জেল দি মারিয়া (জুভেন্তাস), নিকোলাস গঞ্জালেজ (ফিওরেন্তিনা), জোয়াকিন কোরেয়া (ইন্টার মিলান), লাউতারো মার্টিনেজ (ইন্টার মিলান), জুলিয়ান আলভারেজ (ম্যাঞ্চেস্টার সিটি)

আরও পড়ুন: বিশ্বজয়ের কাঁটা ব্রাজিল-ফ্রান্স-ইংল্যান্ড, মনে করেন মেসি

আর্জেন্তিনার ক্রীড়াসূচি:

বনাম সৌদি আরব (22 নভেম্বর, '22 । লুসেল আইকনিক স্টেডিয়াম)

বনাম মেক্সিকো (26 নভেম্বর, '22 । লুসেল আইকনিক স্টেডিয়াম)

বনাম পোল্যান্ড (30 নভেম্বর, '22 । স্টেডিয়াম 974)

হায়দরাবাদ, 16 নভেম্বর: 14 জুন, 2014 । বিশ্বকাপের মঞ্চ থেকে খালি হাতে ফিরতে হয়েছিল নীল-সাদা ব্রিগেডকে । নয়্যারকে একা পেয়েও জালে বল জড়াতে পারেননি লিওনেল মেসি । গোৎজের শেষ মুহূর্তের গোলে স্বপ্নভঙ্গ হয়েছিল আর্জেন্তিনার । চার বছর পরে কোয়ার্টার ফাইনালেই উঠতে পারেনি জর্জ সাম্পাওলির ছেলেরা । শেষ ষোলোর লড়াইয়ে ফ্রান্সের কাছে 4 গোলে পর্যদুস্ত হতে হয়েছিল ।

এবার ফের দরজায় কড়া নাড়ছে আরেক বিশ্বকাপ । কাতারের বিমানে ওঠার আগেই দলের সর্বাধিনায়ক জানিয়েছেন, বিশ্বকাপে এই শেষবার । ফুটবলের সর্বোচ্চ মঞ্চে আর দেখা যাবে না তাঁকে (Lionel Messi) । মেসির এই ঘোষণার পরেই নিজেদের প্রমাণের তাগিদ আরও বেড়েছে শিবিরে । লিও স্বয়ং নিজেদের ফেভারিটের তালিকায় না-রাখলেও, কাপ ঘরে তুলতে মরিয়া লিওনেল স্কালোনির ছেলেরা (FIFA World Cup Qatar 2022) ।

তেকাঠির নিচে দলের অন্যতম ভরসা এমিলিয়ানো মার্তিনেজ । অ্যাস্টন ভিলার হয়েছে চলতি মরশুমে দস্তানার দাপট দেখাচ্ছেন তিনি । ডিফেন্সে বড় ভরসা ক্রিশ্চিয়ান রোমেরো । টটেনহামের হয়ে দুরন্ত ছন্দে ছিলেন 24 বছর বয়সি তারকা । যদিও হ্যামস্ট্রিংয়ের চোটে শেষ কয়েকটি ম্যাচে মাঠে নামতে পারেননি তিনি, যা ভাবাচ্ছে দলের হেডস্যরকে । যদিও দলে ফিরেছেন দুই অভিজ্ঞ খেলোয়াড় নিকোলাস ওটামেন্ডি, লিসান্দ্রো মার্তিনেজ (World Cup 2022) ।

মাঝমাঠে লিয়েন্দ্রো পারেদেস ও রদ্রিগো ডি'পলের মতো খেলোয়াড় থাকলেও জিওভানি লো সেলসো'র অভাব ভোগাতে পারে মারাদোনার দেশকে । স্কোয়াড ঘোষণার আগেই স্কালোনি জানিয়েছিলেন, চোটে সেলসো'কে পাওয়া যাবে না । যদিও ভিলারিয়ালের হয়ে দুরন্ত ফর্মে থাকা সেলসো'র অভাব পূরণ করার মতো খেলোয়াড় দলে নেই বলেও জানিয়েছিলেন তিনি । সামনে থেকে দলকে নেতৃত্ব দেবেন গ্রহের অন্যতম সেরা ফুটবলার । মেসির সঙ্গে থাকবেন ডি মারিয়া, দিবালা'র মতো খেলোয়াড় । চোটের কারণে অক্টোবরের গোড়া থেকে মাঠে না-নামলেও দিবালা ফিট হয়ে উঠছেন ।

FIFA World Cup 2022
আলবিসেলেস্তে'-কে তাতাচ্ছেন আরেক লিও

কাকে মাঠে পাচ্ছেন না, তা নিয়ে বিশেষ ভাবতে নারাজ স্কালোনি । গ্রুপ সি-তে দু'বারের চ্যাম্পিয়নদের সঙ্গে রয়েছে সংযুক্ত আরব আমিরশাহি, পোল্যান্ড এবং মেক্সিকো । মোট আটটি গ্রুপ থেকে দু'টি করে দল পৌঁছবে শেষ ষোলোর লড়াইয়ে । ফলে বড় কোনও অঘটন না-ঘটলে মেসিদের সঙ্গে সুপার সিক্সটিনে পৌঁছনোর দৌড়ে এগিয়ে রয়েছে পোল্যান্ড । শেষ মুহূর্তে চমক দিতে তৈরি মেক্সিকোও ।

আরও পড়ুন: 'কাতারকে বিশ্বকাপের দায়িত্ব দেওয়া ভুল সিদ্ধান্ত', ফুটবল উৎসবের প্রাক্কালে বিস্ফোরক ব্লাটার

কাতার বিশ্বকাপের জন্য ঘোষিত আর্জেন্তিনা দল (Argentina Squad):

  • গোলরক্ষক: এমিলিয়ানো মার্টিনেজ (অ্যাস্টন ভিলা), ফ্রাঙ্কো আরমানি (রিভার প্লেট) ও জেরোনিমো রুলি (ভিলারিয়াল)
  • ডিফেন্ডার: গঞ্জালো মন্টিয়েল (সেভিলা), নাহুয়েল মোলিনা (অ্যাটলেটিকো মাদ্রিদ), জার্মান পেজেলা (রিয়াল বেটিস), ক্রিশ্চিয়ান রোমেরো (টটেনহ্যাম হটস্পার), নিকোলাস ওটামেন্ডি (বেনফিকা), লিসান্দ্রো মার্টিনেজ (ম্যাঞ্চেস্টার ইউনাইটেড), জুয়ান ফয়েথ (ভিলারিয়াল), নিকোলাস ট্যাগলিয়াফিকো (ওইকো) লিওনাইস), মার্কোস অ্যাকুনা (সেভিলা)
  • মিডফিল্ডার: লিয়েন্দ্রো পারেদেস (জুভেন্তাস), গুইডো রদ্রিগেজ (রিয়াল বেটিস), এনজো ফার্নান্দেজ (বেনফিকা), রদ্রিগো ডি পল (অ্যাটলেটিকো মাদ্রিদ), এক্সকুয়েল প্যালাসিওস (বেয়ার লেভারকুসেন), আলেজান্দ্রো গোমেজ (সেভিলা), অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার (ব্রাইটন অ্যান্ড হোভ অ্যালবিয়ন)
  • ফরোয়ার্ড: পাওলো দিবালা (এএস রোমা), লিওনেল মেসি (প্যারিস সাঁ জা), অ্যাঞ্জেল দি মারিয়া (জুভেন্তাস), নিকোলাস গঞ্জালেজ (ফিওরেন্তিনা), জোয়াকিন কোরেয়া (ইন্টার মিলান), লাউতারো মার্টিনেজ (ইন্টার মিলান), জুলিয়ান আলভারেজ (ম্যাঞ্চেস্টার সিটি)

আরও পড়ুন: বিশ্বজয়ের কাঁটা ব্রাজিল-ফ্রান্স-ইংল্যান্ড, মনে করেন মেসি

আর্জেন্তিনার ক্রীড়াসূচি:

বনাম সৌদি আরব (22 নভেম্বর, '22 । লুসেল আইকনিক স্টেডিয়াম)

বনাম মেক্সিকো (26 নভেম্বর, '22 । লুসেল আইকনিক স্টেডিয়াম)

বনাম পোল্যান্ড (30 নভেম্বর, '22 । স্টেডিয়াম 974)

Last Updated : Nov 16, 2022, 8:01 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.