ETV Bharat / sports

Argentina Football Team: ভাঙল উচ্ছ্বাসের বাঁধ, লিও বিশ্বকাপ নিয়ে নামতেই বুয়েনস আইরসে আবেগের বিস্ফোরণ! - Lionel Messi

বিশ্বকাপ জিতে দেশে ফিরল মেসির আর্জেন্তিনা (Argentina returned home to Buenos Aires on Tuesday) ৷ মধ্যরাত হলে কী হবে ৷ লিওর হাতে সোনায় মোড়া ট্রফি দেখতে আর্জেন্তিনার সব পথ এসে মিশল বুয়েনস আইরসের রাস্তায় ৷

Argentina Football Team
অনুরাগীদের অভিবাদন কুড়োচ্ছেন দুই লিও
author img

By

Published : Dec 20, 2022, 4:39 PM IST

Updated : Dec 20, 2022, 4:54 PM IST

বুয়েনস আইরস, 20 ডিসেম্বর: 36 বছরের জমানো আবেগ, তিল তিল করে গড়ে তোলা স্বপ্ন ৷ বারংবার প্রচেষ্টা ব্যর্থ হওয়ার পর যখন সেই স্বপ্ন সাফল্য হয়ে ধরা দেয়, তখন আবেগের বাঁধ তো ভাঙবেই ৷ লিওনেল মেসি কাঙ্খিত বিশ্বজয়ের ট্রফি নিয়ে দেশে ফিরতে ঠিক সেই ছবিটাই ধরা পড়ল আর্জেন্তিনার রাজধানী শহর বুয়েনস আইরসের রাস্তায় (Argentina returned home to Buenos Aires on Tuesday) ৷ লা-আলবিসেলেস্তে যখন বিশ্বকাপ জিতে দেশে ফিরল তখন স্থানীয় সময় মঙ্গলবার মধ্যরাত ৷ তাতে কী? লিওর হাতে সোনায় মোড়া ট্রফি দেখতে আর্জেন্তিনার সব পথ এসে যেন মিশল বুয়েনস আইরসের বিমানবন্দরের রাস্তায় ৷

Argentina Football Team
বিশ্বকাপ নিয়ে দেশে ফিরলেন মেসি

বিশেষ বিমানের দরজা খুলতেই প্রথমে বেরিয়ে এলেন দুই লিওনেল ৷ একজন মেসি (Lionel Messi) আর দ্বিতীয়জন স্কালোনি (Lionel Scaloni) ৷ 'সেনাপতি' মেসি জনসমুদ্র দেখে ট্রফি উঁচিয়ে ধরতেই আবেগের জোরালো বিস্ফোরণে কেঁপে উঠল আর্জেন্তিনার রাজধানী ৷ এরপর একে একে বেরিয়ে এলেন তাঁর সেনানীরা, মিশে গেলেন জনসমুদ্রে ৷

Argentina Football Team
হুডখোলা বাসে সেলিব্রেশেন ফুটবলারদের

স্থানীয় সংবাদমাধ্যম সূত্রে খবর, রাতটা দেশের ফুটবল অ্য়াসোসিয়েশনের ট্রেনিং গ্রাউন্ডে কাটাবেন মেসি-মার্তিনেজ-দি মারিয়া ৷ মঙ্গলবার দুপুরে রাজধানীর প্রাণকেন্দ্র ওবেলিস্কে (Obelisco de Buenos Aires) বিশ্বজয়ের বিশেষ উদযাপন সারবে লা-আলবিসেলেস্তে ৷ আর্জেন্তিনা ফুটবল অ্য়াসোসিয়েশনের তরফে এ খবর জানানো হয়েছে ৷

Argentina Football Team
অভিবাদন কুড়োচ্ছেন গোল্ডেন গ্লাভ মার্তিনেজ

আরও পড়ুন: ফাইনাল হারের পরদিনই আন্তর্জাতিক কেরিয়ারকে বিদায় ফরাসি তারকার

দিয়েগোর (Diego Maradona) পর লিওনেল ৷ সাড়ে তিন দশকের অপেক্ষার পর বিশ্বকাপ জিতে দেশে ফিরছে জাতীয় ফুটবল দল ৷ সে কারণে সোমবার জাতীয় ছুটি ঘোষণা করা হয়েছিল দেশে ৷ বিমানবন্দরের রাস্তায় আবেগের জনসমুদ্র পেরিয়ে গন্তব্যে পৌঁছতে তাই ঘণ্টাদু'য়েক লেগে গেল মেসিদের ৷ মঙ্গলবার দুপুরে ভিকট্রি প্যারাডে আরেকপ্রস্থ সেলিব্রেশন ৷ দিয়েগো আজ আড়াল থেকে সত্যিই হাসছেন ৷

বুয়েনস আইরস, 20 ডিসেম্বর: 36 বছরের জমানো আবেগ, তিল তিল করে গড়ে তোলা স্বপ্ন ৷ বারংবার প্রচেষ্টা ব্যর্থ হওয়ার পর যখন সেই স্বপ্ন সাফল্য হয়ে ধরা দেয়, তখন আবেগের বাঁধ তো ভাঙবেই ৷ লিওনেল মেসি কাঙ্খিত বিশ্বজয়ের ট্রফি নিয়ে দেশে ফিরতে ঠিক সেই ছবিটাই ধরা পড়ল আর্জেন্তিনার রাজধানী শহর বুয়েনস আইরসের রাস্তায় (Argentina returned home to Buenos Aires on Tuesday) ৷ লা-আলবিসেলেস্তে যখন বিশ্বকাপ জিতে দেশে ফিরল তখন স্থানীয় সময় মঙ্গলবার মধ্যরাত ৷ তাতে কী? লিওর হাতে সোনায় মোড়া ট্রফি দেখতে আর্জেন্তিনার সব পথ এসে যেন মিশল বুয়েনস আইরসের বিমানবন্দরের রাস্তায় ৷

Argentina Football Team
বিশ্বকাপ নিয়ে দেশে ফিরলেন মেসি

বিশেষ বিমানের দরজা খুলতেই প্রথমে বেরিয়ে এলেন দুই লিওনেল ৷ একজন মেসি (Lionel Messi) আর দ্বিতীয়জন স্কালোনি (Lionel Scaloni) ৷ 'সেনাপতি' মেসি জনসমুদ্র দেখে ট্রফি উঁচিয়ে ধরতেই আবেগের জোরালো বিস্ফোরণে কেঁপে উঠল আর্জেন্তিনার রাজধানী ৷ এরপর একে একে বেরিয়ে এলেন তাঁর সেনানীরা, মিশে গেলেন জনসমুদ্রে ৷

Argentina Football Team
হুডখোলা বাসে সেলিব্রেশেন ফুটবলারদের

স্থানীয় সংবাদমাধ্যম সূত্রে খবর, রাতটা দেশের ফুটবল অ্য়াসোসিয়েশনের ট্রেনিং গ্রাউন্ডে কাটাবেন মেসি-মার্তিনেজ-দি মারিয়া ৷ মঙ্গলবার দুপুরে রাজধানীর প্রাণকেন্দ্র ওবেলিস্কে (Obelisco de Buenos Aires) বিশ্বজয়ের বিশেষ উদযাপন সারবে লা-আলবিসেলেস্তে ৷ আর্জেন্তিনা ফুটবল অ্য়াসোসিয়েশনের তরফে এ খবর জানানো হয়েছে ৷

Argentina Football Team
অভিবাদন কুড়োচ্ছেন গোল্ডেন গ্লাভ মার্তিনেজ

আরও পড়ুন: ফাইনাল হারের পরদিনই আন্তর্জাতিক কেরিয়ারকে বিদায় ফরাসি তারকার

দিয়েগোর (Diego Maradona) পর লিওনেল ৷ সাড়ে তিন দশকের অপেক্ষার পর বিশ্বকাপ জিতে দেশে ফিরছে জাতীয় ফুটবল দল ৷ সে কারণে সোমবার জাতীয় ছুটি ঘোষণা করা হয়েছিল দেশে ৷ বিমানবন্দরের রাস্তায় আবেগের জনসমুদ্র পেরিয়ে গন্তব্যে পৌঁছতে তাই ঘণ্টাদু'য়েক লেগে গেল মেসিদের ৷ মঙ্গলবার দুপুরে ভিকট্রি প্যারাডে আরেকপ্রস্থ সেলিব্রেশন ৷ দিয়েগো আজ আড়াল থেকে সত্যিই হাসছেন ৷

Last Updated : Dec 20, 2022, 4:54 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.