ETV Bharat / sports

Archery World Cup : দলগত ইভেন্টে জোড়া সোনা দীপিকাদের

author img

By

Published : Jun 27, 2021, 5:50 PM IST

5-1 ব্যবধানে মেক্সিকোর টিমকে হারিয়ে সোনা জিতে নেন দীপিকারা ৷ একইদিনে মিক্সড টিমে রিকার্ভ ইভেন্টেও সোনা এসেছে ৷

Archery
Archery

প্যারিস, 27 জুন : শুরুটা হয়েছিল অভিষেক ভার্মাকে দিয়ে ৷ প্যারিসে চলতি তিরন্দাজি বিশ্বকাপের ব্যক্তিগত ইভেন্টে সোনা জিতেছেন অভিষেক ৷ এরপর দলগত বিভাগেও ভারতের ঝুলিতে এল স্বর্ণপদক ৷ ফাইনালে মহিলাদের রিকার্ভ টিম সোনার পদক ছিনিয়ে নিয়েছে ৷ পদক এসেছে মিক্সড টিম ইভেন্টেও ৷ দু‘টি দলেই ছিলেন বিশ্বের প্রাক্তন এক নম্বর তিরন্দাজ দীপিকা কুমারী ৷ অলিম্পিকসের ঠিক আগে আন্তর্জাতিক পর্যায়ে তিরন্দাজিতে ভারতের এই সাফল্যের গুরুত্ব অনেকটাই ৷

রবিবার ওয়ার্ল্ড কাপ স্টেজ থ্রির ফাইনালে মেক্সিকোর মুখোমুখি হয়েছিল মহিলাদের রিকার্ভ টিম ৷ দলে দীপিকা কুমারী (Deepika Kumari) ছাড়াও ছিলেন অঙ্কিতা ভকত (Ankita Bhakat) এবং কোমালিকা বারি ৷ 5-1 ব্যবধানে মেক্সিকোর টিমকে হারিয়ে সোনা জিতে নেন দীপিকারা ৷ প্যারিসে অলিম্পিকস কোয়ালিফায়ারের ফাইনালের প্রথম রাউন্ডে হেরে টোকিয়োর টিকিট জোগাড় করতে পারেনি মহিলাদের রিকার্ভ টিম ৷ রবিবার গুয়াতেমালা সিটিতে দীপিকা-অঙ্কিতাদের এই সোনা জয় সেই ব্যর্থতায় কিছুটা হলেও প্রলেপ দিয়েছে ৷

একইদিনে দেশকে সোনা জেতান তারকা তিরন্দাজ দম্পতি দীপিকা কুমারী ও অতনু দাস (Atunu Das) ৷ মিক্সড টিমে রিকার্ভ ইভেন্টের (Mixed Team Recurve event) ফাইনালে দীপিকা-অতনুর প্রতিপক্ষ ছিল নেদারল্যান্ডস ৷ 5-3 ব্যবধানে নেদারল্যান্ডসের জুটিকে হারিয়ে সোনা জেতেন বঙ্গ দম্পতি ৷ ওয়ার্ল্ড কাপ স্টেজ থ্রি-র (World Cup Stage 3) এই প্রতিযোগিতায় এটি ভারতের তৃতীয় সোনা ৷

India 🇮🇳 takes gold in Paris! 🥇🏹👏 #ArcheryWorldCup pic.twitter.com/punkObEOAq

— World Archery (@worldarchery) June 27, 2021 ">

আরও পড়ুন : 1st WODI: আজই সম্ভবত ওয়ান ডে অভিষেক শেফালি বর্মার

শনিবার বিশ্বকাপ স্টেজ থ্রি-র কম্পাউন্ড ইভেন্টের ব্যক্তিগত বিভাগে সোনা জেতেন অভিষেক ভার্মা (Abhishek Verma) ৷ শুট অফে আমেরিকার ক্রিস স্কাফকে হারিয়ে সোনা জেতেন ৷ প্যারিসে চলতি তিরন্দাজি বিশ্বকাপে অভিষেকের এটি দ্বিতীয় সোনা জয় ৷ স্পোর্টস অথরিটি অব ইন্ডিয়ার তরফে সোনা জয়ের জন্য অভিষেক ভার্মাকে শুভেচ্ছা জানানো হয়েছে ৷ মহিলা ও মিক্সড রিকার্ভ টিমকেও শুভেচ্ছা জানিয়েছে SAI ৷

প্যারিস, 27 জুন : শুরুটা হয়েছিল অভিষেক ভার্মাকে দিয়ে ৷ প্যারিসে চলতি তিরন্দাজি বিশ্বকাপের ব্যক্তিগত ইভেন্টে সোনা জিতেছেন অভিষেক ৷ এরপর দলগত বিভাগেও ভারতের ঝুলিতে এল স্বর্ণপদক ৷ ফাইনালে মহিলাদের রিকার্ভ টিম সোনার পদক ছিনিয়ে নিয়েছে ৷ পদক এসেছে মিক্সড টিম ইভেন্টেও ৷ দু‘টি দলেই ছিলেন বিশ্বের প্রাক্তন এক নম্বর তিরন্দাজ দীপিকা কুমারী ৷ অলিম্পিকসের ঠিক আগে আন্তর্জাতিক পর্যায়ে তিরন্দাজিতে ভারতের এই সাফল্যের গুরুত্ব অনেকটাই ৷

রবিবার ওয়ার্ল্ড কাপ স্টেজ থ্রির ফাইনালে মেক্সিকোর মুখোমুখি হয়েছিল মহিলাদের রিকার্ভ টিম ৷ দলে দীপিকা কুমারী (Deepika Kumari) ছাড়াও ছিলেন অঙ্কিতা ভকত (Ankita Bhakat) এবং কোমালিকা বারি ৷ 5-1 ব্যবধানে মেক্সিকোর টিমকে হারিয়ে সোনা জিতে নেন দীপিকারা ৷ প্যারিসে অলিম্পিকস কোয়ালিফায়ারের ফাইনালের প্রথম রাউন্ডে হেরে টোকিয়োর টিকিট জোগাড় করতে পারেনি মহিলাদের রিকার্ভ টিম ৷ রবিবার গুয়াতেমালা সিটিতে দীপিকা-অঙ্কিতাদের এই সোনা জয় সেই ব্যর্থতায় কিছুটা হলেও প্রলেপ দিয়েছে ৷

একইদিনে দেশকে সোনা জেতান তারকা তিরন্দাজ দম্পতি দীপিকা কুমারী ও অতনু দাস (Atunu Das) ৷ মিক্সড টিমে রিকার্ভ ইভেন্টের (Mixed Team Recurve event) ফাইনালে দীপিকা-অতনুর প্রতিপক্ষ ছিল নেদারল্যান্ডস ৷ 5-3 ব্যবধানে নেদারল্যান্ডসের জুটিকে হারিয়ে সোনা জেতেন বঙ্গ দম্পতি ৷ ওয়ার্ল্ড কাপ স্টেজ থ্রি-র (World Cup Stage 3) এই প্রতিযোগিতায় এটি ভারতের তৃতীয় সোনা ৷

আরও পড়ুন : 1st WODI: আজই সম্ভবত ওয়ান ডে অভিষেক শেফালি বর্মার

শনিবার বিশ্বকাপ স্টেজ থ্রি-র কম্পাউন্ড ইভেন্টের ব্যক্তিগত বিভাগে সোনা জেতেন অভিষেক ভার্মা (Abhishek Verma) ৷ শুট অফে আমেরিকার ক্রিস স্কাফকে হারিয়ে সোনা জেতেন ৷ প্যারিসে চলতি তিরন্দাজি বিশ্বকাপে অভিষেকের এটি দ্বিতীয় সোনা জয় ৷ স্পোর্টস অথরিটি অব ইন্ডিয়ার তরফে সোনা জয়ের জন্য অভিষেক ভার্মাকে শুভেচ্ছা জানানো হয়েছে ৷ মহিলা ও মিক্সড রিকার্ভ টিমকেও শুভেচ্ছা জানিয়েছে SAI ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.