নয়াদিল্লি, 19 জুলাই: গত একবছর ধরে নেই কোনও প্রতিযোগিতায় অংশগ্রহণ ৷ অথচ ট্রায়াল ছাড়াই এশিয়াডে যাচ্ছেন ভিনেশ ফোগত ৷ যা নিয়ে ইতিমধ্যেই শুরু হয়েছে বিতর্ক ৷ এরইমধ্যে অ্যাড হক কমিটির গৃহীত সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন তুললেন অনূর্ধ্ব-20 বিশ্বচ্যাম্পিয়ন অন্তিম পাঙ্ঘাল ৷ বুধবার টুইটে এক ভিডিয়ো বার্তায় তিনি জানিয়েছেন একবছর কোনওরকম প্র্যাকটিস ছাড়া কীভাবে এশিয়ান গেমসে সরাসরি সুযোগ পেলেন ৷ অন্তিম এদিন দাবি করেছেন যে, কেবল তিনিই নন, অনেক ভারতীয় কুস্তিগীরই 53 কেজি বিভাগে ভিনেশকে হারিয়ে দিতে পারবেন। তাই উচিত স্বচ্ছ ট্রায়ালের।
বছর ঊনিশ উঠতি কুস্তিগীর অন্তিম আরও দাবি করেন, ভিনেশ প্রায় একবছর ধরে ভারতীয় কুস্তি সংস্থার প্রাক্তন সভাপতি ব্রিজভূষণ শরণ সিংহের বিরুদ্ধে বিক্ষোভে ব্যস্ত ছিলেন ৷ সেই ভিনেশকে সরাসরি সুযোগ করে দেওয়ায় সরাসরি অ্যাডহক কমিটির উপরে তোপ দেগেছেন তিনি। এরপর তিনি বলেন, "আমার কি তবে কুস্তি ছেড়ে দেওয়া উচিত ৷ গতকাল ভারতীয় অলিম্পিক্স অ্যাসোসিয়েশনের অ্যাডহক কমিটি ভিনেশ ফোগতকে 53 কেজি এবং বজরং পুনিয়াকে 65 কেজি বিভাগে সরাসরি এশিয়ান গেমসে অংশগ্রহণের ছাড়পত্র দিয়েছে। অন্যান্য কুস্তিগীরদের মতো তাদের ট্রায়াল দিয়ে এশিয়ান গেমসে অংশগ্রহণ করতে হবে না।
অন্যদিকে, 22 এবং 23 জুলাই ট্রায়াল রয়েছে এশিয়ান গেমসের ৷ গতকালই কমিটির এই সিদ্ধান্তকে একদল কুস্তিগীর 'পক্ষপাতদুষ্ট' বলে দাবি করেছিলেন ৷ ট্রায়ালের চারদিন আগে সরাসরি সুযোগ পাওয়া নিয়েও তাঁরা প্রশ্ন তুলেছিলেন ৷ অন্তিম পাঙ্ঘাল এদিন পরিসংখ্যান উল্লেখ করে বলেন, "গতবছর জুনিয়র ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপে, দেশের হয়ে সোনা জিতেছিলেন ৷ এবছর এশিয়ান চ্যাম্পিয়নশিপে তিনি রুপোও জিতেছেন ৷ পালটা ভিনেশের গত এক বছরে কোনও রেকর্ড নেই ভিনেশের।"
-
VIDEO | "Vinesh (Phogat) has been given direct entry for Asian Games despite that she has not been practicing for past one year. I won gold medal in the 2022 Junior World Championship. Even in the Commonwealth Games trial, I had a 3-3 bout with her. Then too, I was cheated.… pic.twitter.com/zftulzJ0oJ
— Press Trust of India (@PTI_News) July 19, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data="
">VIDEO | "Vinesh (Phogat) has been given direct entry for Asian Games despite that she has not been practicing for past one year. I won gold medal in the 2022 Junior World Championship. Even in the Commonwealth Games trial, I had a 3-3 bout with her. Then too, I was cheated.… pic.twitter.com/zftulzJ0oJ
— Press Trust of India (@PTI_News) July 19, 2023VIDEO | "Vinesh (Phogat) has been given direct entry for Asian Games despite that she has not been practicing for past one year. I won gold medal in the 2022 Junior World Championship. Even in the Commonwealth Games trial, I had a 3-3 bout with her. Then too, I was cheated.… pic.twitter.com/zftulzJ0oJ
— Press Trust of India (@PTI_News) July 19, 2023
তাঁর আরও দাবি, সাক্ষী মালিকও অলিম্পিকে পদক জিতেছেন ৷ তাঁকে তো পাঠানো হচ্ছে না। ভিনেশের এত বিশেষত্ব কী যে তাঁকেই পাঠানো হচ্ছে।এশিয়ান গেমসে খেলার পর ভিনেশ বিশ্বচ্যাম্পিয়নশিপেও যাবে। পরবর্তীতে প্যারিস অলিম্পিকেও যাবে। আর আমরা বছরের পর বছর ধরে কঠোর অনুশীলন করছি। আমাদের কী হবে? আমাদের কি কুস্তি ছেড়ে দেওয়া উচিত? কীসের ভিত্তিতে আমাদের পাঠানো হচ্ছে বলুন।"
আরও পড়ুন: ট্রায়াল ছাড়াই এশিয়ান গেমসে দঙ্গল লড়বেন বজরং-ভিনেশ