ETV Bharat / sports

রাজ্য টেবিল টেনিস চ্যাম্পিয়নশিপে দ্বিমুকুট অঙ্কুর ভট্টাচার্যর

author img

By

Published : Dec 13, 2020, 9:39 PM IST

দ্বিতীয় রাজ্য চ্যাম্পিয়নশিপের আসরে কোরোনা পরিস্থিতির কারণে বিধিনিষেধের কড়াকড়ি ছিল । তা সত্ত্বেও প্রায় চারশোর বেশি প্রতিযোগী রাজ্য চ্যাম্পিয়নশিপে অংশ নিয়েছিলেন । 8 মাসের বেশি সময় টেবিল থেকে দূরে থাকলেও বোধিসত্ত্ব, অনির্বাণ, শঙ্খদীপদের নৈপুণ্যে ঘাটতি পড়েনি ।

রাজ্য টেবিল টেনিস চ্যাম্পিয়নশিপ
রাজ্য টেবিল টেনিস চ্যাম্পিয়নশিপ

কলকাতা, 13 ডিসেম্বর : রাজ্য টেবিল টেনিসে দ্বিমুকুট জিতলেন অঙ্কুর ভট্টাচার্য । কোরোনা পরিস্থিতিতে খেলার দুনিয়া স্তব্ধ । ধীরে ধীরে স্বাভাবিক অবস্থা ফিরিয়ে আনার চেষ্টা চলছে । তারই রেশ ধরে বেঙ্গল স্টেট টেবিল টেনিস 8 মাস খেলা বন্ধ রাখার পর মরশুমের একমাত্র টুর্নামেন্ট রাজ্য চ্যাম্পিয়নশিপের আয়োজন করেছিল ।

দ্বিতীয় রাজ্য চ্যাম্পিয়নশিপের আসরে কোরোনা পরিস্থিতির কারণে বিধিনিষেধের কড়াকড়ি ছিল । তা সত্ত্বেও প্রায় চারশোর বেশি প্রতিযোগী রাজ্য চ্যাম্পিয়নশিপে অংশ নিয়েছিলেন । 8 মাসের বেশি সময় টেবিল থেকে দূরে থাকলেও বোধিসত্ত্ব, অনির্বাণ, শঙ্খদীপদের নৈপুণ্যে ঘাটতি পড়েনি । রামগড় প্রগতি সংঘের টেবিল টেনিস অ্যাকাডেমির টেবিলে সাবজুনিয়র এবং জুনিয়র বিভাগে চ্যাম্পিয়ন হয়ে দ্বিমুকুট জিতলেন অঙ্কুর ভট্টাচার্য । সাব জুনিয়র বিভাগের ফাইনালে দক্ষিণ কলকাতার অঙ্কুর 4-1 ব্যবধানে উত্তর 24পরগনার ইমন অধিকারীকে পরাজিত করেন । জুনিয়র বয়েজ বিভাগেও অঙ্কুর 4-2 ব্যবধানে হুগলির ঋষভ দেকে পরাজিত করে দ্বিমুকুট জয় সম্পূর্ণ করেন ।

আরও পড়ুন :- আসছেন ব্রাইট, টিম স্পিরিটের প্রশংসায় স্টেইনম্যান

রাজ্য চ্যাম্পিয়নশিপের ক্যাডেট গার্লস বিভাগে হাওড়ার অভিষা কর্মকার 4-0 ব্যবধানে দক্ষিণ কলকাতার তন্ময়ী সাহাকে পরাজিত করে । এই বিভাগের ছেলেদের মধ্যে খেতাব হাওড়ার সৃজন দেব মান্নার । 4-2 পয়েন্টের ব্যবধানে উত্তর 24পরগনার শ্রেষ্ঠ চক্রবর্তীকে পরাজিত করে সে । সাবজুনিয়র মেয়েদের বিভাগে হুগলির সায়নী পণ্ডা 4-1 ব্যবধানে সৃজিতা শাহকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে । জুনিয়র বিভাগের মেয়েদের মধ্যে উত্তর 24 মৌলি মোদক চ্যাম্পিয়ন হয়েছে স্নেহা ভৌমিককে হারিয়ে । ব্যবধান 4-0 ।

কলকাতা, 13 ডিসেম্বর : রাজ্য টেবিল টেনিসে দ্বিমুকুট জিতলেন অঙ্কুর ভট্টাচার্য । কোরোনা পরিস্থিতিতে খেলার দুনিয়া স্তব্ধ । ধীরে ধীরে স্বাভাবিক অবস্থা ফিরিয়ে আনার চেষ্টা চলছে । তারই রেশ ধরে বেঙ্গল স্টেট টেবিল টেনিস 8 মাস খেলা বন্ধ রাখার পর মরশুমের একমাত্র টুর্নামেন্ট রাজ্য চ্যাম্পিয়নশিপের আয়োজন করেছিল ।

দ্বিতীয় রাজ্য চ্যাম্পিয়নশিপের আসরে কোরোনা পরিস্থিতির কারণে বিধিনিষেধের কড়াকড়ি ছিল । তা সত্ত্বেও প্রায় চারশোর বেশি প্রতিযোগী রাজ্য চ্যাম্পিয়নশিপে অংশ নিয়েছিলেন । 8 মাসের বেশি সময় টেবিল থেকে দূরে থাকলেও বোধিসত্ত্ব, অনির্বাণ, শঙ্খদীপদের নৈপুণ্যে ঘাটতি পড়েনি । রামগড় প্রগতি সংঘের টেবিল টেনিস অ্যাকাডেমির টেবিলে সাবজুনিয়র এবং জুনিয়র বিভাগে চ্যাম্পিয়ন হয়ে দ্বিমুকুট জিতলেন অঙ্কুর ভট্টাচার্য । সাব জুনিয়র বিভাগের ফাইনালে দক্ষিণ কলকাতার অঙ্কুর 4-1 ব্যবধানে উত্তর 24পরগনার ইমন অধিকারীকে পরাজিত করেন । জুনিয়র বয়েজ বিভাগেও অঙ্কুর 4-2 ব্যবধানে হুগলির ঋষভ দেকে পরাজিত করে দ্বিমুকুট জয় সম্পূর্ণ করেন ।

আরও পড়ুন :- আসছেন ব্রাইট, টিম স্পিরিটের প্রশংসায় স্টেইনম্যান

রাজ্য চ্যাম্পিয়নশিপের ক্যাডেট গার্লস বিভাগে হাওড়ার অভিষা কর্মকার 4-0 ব্যবধানে দক্ষিণ কলকাতার তন্ময়ী সাহাকে পরাজিত করে । এই বিভাগের ছেলেদের মধ্যে খেতাব হাওড়ার সৃজন দেব মান্নার । 4-2 পয়েন্টের ব্যবধানে উত্তর 24পরগনার শ্রেষ্ঠ চক্রবর্তীকে পরাজিত করে সে । সাবজুনিয়র মেয়েদের বিভাগে হুগলির সায়নী পণ্ডা 4-1 ব্যবধানে সৃজিতা শাহকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে । জুনিয়র বিভাগের মেয়েদের মধ্যে উত্তর 24 মৌলি মোদক চ্যাম্পিয়ন হয়েছে স্নেহা ভৌমিককে হারিয়ে । ব্যবধান 4-0 ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.