ETV Bharat / sports

National TT Championship: জাতীয় টেবিল টেনিস চ্যাম্পিয়নশিপ জয় বাংলার অঙ্কুর ভট্টাচার্যের - টেবিল টেনিস

জাতীয় টেবিল টেনিস প্রতিযোগিতায় (National TT Championship) চ্যাম্পিয়ন হয়ে রাজ্য ফিরল অঙ্কুর ভট্টাচার্য ৷ 17 বছরের অঙ্কুর রাজারহাটের বাসিন্দা ৷ সম্প্রতি চেন্নাইয়ে জাতীয় টিটি চ্যাম্পিয়নশিপের ফাইনাল জিতেছে সে ৷

National TT Championship ETV BHARAT
National TT Championship
author img

By

Published : Feb 18, 2023, 7:34 PM IST

জাতীয় টেবিল টেনিস চ্যাম্পিয়নশিপ জয় বাংলার অঙ্কুর ভট্টাচার্যের

সাঁতরাগাছি (হাওড়া), 18 ফেব্রুয়ারি: জাতীয় টেবিল টেনিস প্রতিযোগিতায় চ্য়াম্পিয়ন রাজারহাটের অঙ্কুর ভট্টাচার্য ৷ 17 বছরের অঙ্কুর আগামী বছর মাধ্য়মিক দেবে ৷ কিন্তু, তার এই সাফল্য একবারে আসেনি ৷ একাধিকবার ব্যর্থ হওয়ার পর অবশেষে তাঁর এই সাফল্য এসেছে বলে জানালেন অঙ্কুরের বাবা (Ankur Bhattacharya Wins National TT Championship) ৷ চেন্নাইয়ে জাতীয় টেবিল টেনিস প্রতিযোগিতায় চ্যাম্পিয়নের খেতাব জিতে শনিবার সাঁতরাগাছি স্টেশনে নামলেন রাজারহাটের বাসিন্দা অঙ্কুর ৷ সঙ্গে ছিলেন তাঁর বাবা-মা ৷

2024 সালে মাধ্যমিক পরীক্ষা দেবে রাজারহাটের বাসিন্দা অঙ্কুর ভট্টাচার্য ৷ কিন্তু, তার আগে আরও একটি সাফল্য এসেছে এই কিশোরের ঝুলিতে ৷ জাতীয় টেবিল টেনিস প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছে সে ৷ অঙ্কুরের বাবা জানালেন, একাধিকবার জাতীয় স্তরে বিফল হয়েছে সে ৷ আঞ্চলিক এবং রাজ্যস্তরের প্রতিযোগিতায় সফল হলেও, জাতীয় স্তরে সেই সাফল্য আসছিল না বলে জানিয়েছেন তাঁর বাবা বিশ্বনাথ ভট্টাচার্য ৷ তাঁর কথায়, এত বড় পর্যায়ের চাপ সামলাতে পারছিল না ছোট্ট অঙ্কুর ৷ কিন্তু, 17 বছর বয়সে এসে সেই চাপের সঙ্গে মানিয়ে নিতে পেরেছে সে ৷

তিনি জানিয়েছেন, অঙ্কুর প্রথমে ক্রিকেট খেলতে চেয়েছিল ৷ সেই মতো একটি ট্রেনিং সেন্টারে ভরতি হয় সে ৷ কিন্তু, কোচ তাঁকে টেবিল টেনিসে ভরতি হওয়ার পরামর্শ দেন ৷ সেই মতো অঙ্কুরকে তাঁর বাবা ও মা ট্রেনিং দেওয়া শুরু করেন ৷ অঙ্কুরের বাবা-মাও তাঁরাও টিটি খেলার সঙ্গে যুক্ত ৷ বিশ্বনাথ ভট্টাচার্যের স্বপ্ন তাঁর ছেলে অলিম্পিকসে অংশ নিক ৷ আর অঙ্কুর নিজেও খুশি এই সাফল্যে ৷ সাঁতরাগাছি স্টেশনে নামার পর সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলে অঙ্কুর ৷ এরপর সেখান থেকে রাজারহাটের বাড়ির উদ্দেশ্যে রওনা দেয় সে ৷

আরও পড়ুন: মহারাষ্ট্রকে হারিয়ে টেবিল টেনিসে স্বর্ণজয়ী বাংলার মেয়েরা

অঙ্কুর জানিয়েছে, আজকের দিনটা বিশ্রাম নিয়ে আগামিকাল থেকে ফের প্রস্তুতিতে নেমে পড়বে সে ৷ এবার জাতীয় টিটি চ্যাম্পিয়নশিপের পাশাপাশি, অলিম্পিকস এবং আন্তর্জাতিক টুর্নামেন্টেও অংশ নিতে চায় অঙ্কুর ভট্টাচার্য ৷ অঙ্কুরের তার বাবা-মা’র বিশ্বাস সে একদিন দেশ নাম আন্তর্জাতিক স্তরে উজ্জ্বল করবে ৷

জাতীয় টেবিল টেনিস চ্যাম্পিয়নশিপ জয় বাংলার অঙ্কুর ভট্টাচার্যের

সাঁতরাগাছি (হাওড়া), 18 ফেব্রুয়ারি: জাতীয় টেবিল টেনিস প্রতিযোগিতায় চ্য়াম্পিয়ন রাজারহাটের অঙ্কুর ভট্টাচার্য ৷ 17 বছরের অঙ্কুর আগামী বছর মাধ্য়মিক দেবে ৷ কিন্তু, তার এই সাফল্য একবারে আসেনি ৷ একাধিকবার ব্যর্থ হওয়ার পর অবশেষে তাঁর এই সাফল্য এসেছে বলে জানালেন অঙ্কুরের বাবা (Ankur Bhattacharya Wins National TT Championship) ৷ চেন্নাইয়ে জাতীয় টেবিল টেনিস প্রতিযোগিতায় চ্যাম্পিয়নের খেতাব জিতে শনিবার সাঁতরাগাছি স্টেশনে নামলেন রাজারহাটের বাসিন্দা অঙ্কুর ৷ সঙ্গে ছিলেন তাঁর বাবা-মা ৷

2024 সালে মাধ্যমিক পরীক্ষা দেবে রাজারহাটের বাসিন্দা অঙ্কুর ভট্টাচার্য ৷ কিন্তু, তার আগে আরও একটি সাফল্য এসেছে এই কিশোরের ঝুলিতে ৷ জাতীয় টেবিল টেনিস প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছে সে ৷ অঙ্কুরের বাবা জানালেন, একাধিকবার জাতীয় স্তরে বিফল হয়েছে সে ৷ আঞ্চলিক এবং রাজ্যস্তরের প্রতিযোগিতায় সফল হলেও, জাতীয় স্তরে সেই সাফল্য আসছিল না বলে জানিয়েছেন তাঁর বাবা বিশ্বনাথ ভট্টাচার্য ৷ তাঁর কথায়, এত বড় পর্যায়ের চাপ সামলাতে পারছিল না ছোট্ট অঙ্কুর ৷ কিন্তু, 17 বছর বয়সে এসে সেই চাপের সঙ্গে মানিয়ে নিতে পেরেছে সে ৷

তিনি জানিয়েছেন, অঙ্কুর প্রথমে ক্রিকেট খেলতে চেয়েছিল ৷ সেই মতো একটি ট্রেনিং সেন্টারে ভরতি হয় সে ৷ কিন্তু, কোচ তাঁকে টেবিল টেনিসে ভরতি হওয়ার পরামর্শ দেন ৷ সেই মতো অঙ্কুরকে তাঁর বাবা ও মা ট্রেনিং দেওয়া শুরু করেন ৷ অঙ্কুরের বাবা-মাও তাঁরাও টিটি খেলার সঙ্গে যুক্ত ৷ বিশ্বনাথ ভট্টাচার্যের স্বপ্ন তাঁর ছেলে অলিম্পিকসে অংশ নিক ৷ আর অঙ্কুর নিজেও খুশি এই সাফল্যে ৷ সাঁতরাগাছি স্টেশনে নামার পর সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলে অঙ্কুর ৷ এরপর সেখান থেকে রাজারহাটের বাড়ির উদ্দেশ্যে রওনা দেয় সে ৷

আরও পড়ুন: মহারাষ্ট্রকে হারিয়ে টেবিল টেনিসে স্বর্ণজয়ী বাংলার মেয়েরা

অঙ্কুর জানিয়েছে, আজকের দিনটা বিশ্রাম নিয়ে আগামিকাল থেকে ফের প্রস্তুতিতে নেমে পড়বে সে ৷ এবার জাতীয় টিটি চ্যাম্পিয়নশিপের পাশাপাশি, অলিম্পিকস এবং আন্তর্জাতিক টুর্নামেন্টেও অংশ নিতে চায় অঙ্কুর ভট্টাচার্য ৷ অঙ্কুরের তার বাবা-মা’র বিশ্বাস সে একদিন দেশ নাম আন্তর্জাতিক স্তরে উজ্জ্বল করবে ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.