হায়দরাবাদ, 29 অক্টোবর: দেশের অ্যাথলেটিকসে প্রতিভাদের খুঁজে বের করার কাজ করতেন মাহিন্দ্র গ্রুপের চেয়ারম্যান আনন্দ মাহিন্দ্রা ৷ সাধারণ মানুষের মধ্যে থেকে প্রতিভাদের তুলে এনে জাতীয় স্তরে সুযোগ করে দিতেন ৷ সেই আনন্দ মাহিদ্রা এবার গাড়ি উপহার দেওয়া কথা ঘোষণা করলেন প্যারা তিরন্দাজ শীতল দেবীকে ৷ গতকাল শেষ হওয়া প্যারা এশিয়াডে মেয়েদের তিরন্দাজিতে সোনা জিতেছেন তিনি ৷ দু’টি হাতই নেই শীতল দেবীর ৷ পায়ের সাহায্যে লক্ষ্যভেদ করে প্যারা এশিয়াডে সোনা জিতেছেন এই প্যারা-তিরন্দাজ ৷
তাঁর এই অসামান্য সাফল্যে অনুপ্রাণিত হয়ে, শীতল দেবীকে মাহিন্দ্রা সংস্থার যে কোনও একটি গাড়ি বেছে নেওয়ার অনুরোধ করেছেন আনন্দ মাহিন্দ্রা ৷ সেই মডেলের গাড়িটিকে শীতল দেবীর বিশেষ সুবিধা মতো মডিফাই করে দেওয়া হবে বলেও জানিয়েছেন সংস্থার চেয়ারম্যান ৷ উল্লেখ্য, হ্যাংঝাউতে সম্প্রতি শেষ হওয়া প্যারা এশিয়াডে শীতল দেবী তিনটি পদক জিতেছেন ৷ যার মধ্যে দু’টি সোনার পদক এবং একটি রুপো ৷ তিরন্দাজিতে ভারতের হয়ে সবচেয়ে সফল তিনি ৷ তাঁর এই বিশেষ পারফর্ম্যান্সে খুশি হয়ে এই গাড়ি উপহার দেওয়ার কথা ঘোষণা করেন আনন্দ মহিন্দ্রা ৷
-
I will never,EVER again complain about petty problems in my life. #SheetalDevi you are a teacher to us all. Please pick any car from our range & we will award it to you & customise it for your use. pic.twitter.com/JU6DOR5iqs
— anand mahindra (@anandmahindra) October 28, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data="
">I will never,EVER again complain about petty problems in my life. #SheetalDevi you are a teacher to us all. Please pick any car from our range & we will award it to you & customise it for your use. pic.twitter.com/JU6DOR5iqs
— anand mahindra (@anandmahindra) October 28, 2023I will never,EVER again complain about petty problems in my life. #SheetalDevi you are a teacher to us all. Please pick any car from our range & we will award it to you & customise it for your use. pic.twitter.com/JU6DOR5iqs
— anand mahindra (@anandmahindra) October 28, 2023
মাহিন্দ্রা গ্রুপের চেয়ারম্যান তাঁর সোশাল মিডিয়া এক্স হ্যান্ডেলে একটি বিশেষ ভিডিয়ো পোস্ট করেন ৷ সেখানে শীতল দেবীর জীবনের কাহিনী তুলে ধরেছেন ৷ সঙ্গে আনন্দ মাহিন্দ্রর বার্তা, ‘‘আমার জীবনের তুচ্ছ সমস্যাগুলি নিয়ে এর পর আর কখনও কোনও অভিযোগ করব না ৷ শীতল দেবী আপনি আমাদের সকলের কাছে একজন শিক্ষিকা ৷ যে কোনও একটি গাড়ি আমাদের সংস্থা থেকে বেছে নিন ৷ সেটা আমরা আপনাকে দিয়ে সম্মানিত করব ৷ আর আপনার ব্যবহারের উপযোগী হয়, সেভাবে গড়ে দেওয়া হবে গাড়িটি ৷’’
আরও পড়ুন: প্যারা এশিয়াডে পদকের সেঞ্চুরি, ভারতীয় প্রতিযোগীদের অভিনন্দন প্রধানমন্ত্রীর
শীতল দেবী মহিলাদের প্যারা তিরন্দাজির সিঙ্গলস ফাইনালে সিঙ্গাপুরের আলিম শাহিদার বিপক্ষে খেলেছেন ৷ সেখানে সবক’টি লক্ষ্য পারফেক্ট টেন করেন তিনি ৷ সেই সঙ্গে সোনা নিশ্চিত করেন ৷ দলগত ইভেন্টেও ভারতের হয়ে সোনা জিতেছেন শীতল দেবী ৷