ETV Bharat / sports

অর্জুনে দুই ভূমিকন্যার মনোনয়ন: টোকিওর আগে টনিক সুতীর্থার, খুশিতে ভাসছেন ঐহিকা

অর্জুন পুরস্কারের জন্য মনোনীত সুতীর্থা মুখোপাধ্যায় । শুধু সুতীর্থা নন, বাংলার আরেক টেবিল টেনিস খেলোয়াড় ঐহিকা মুখোপাধ্যায় অর্জুন পুরস্কারের জন্য মনোনয়ন পেয়েছেন । নৈহাটির দুই কন্যার জোড়া মনোনয়নে স্বাভাবিক ভাবেই খুশি বাংলার টেবিল টেনিস মহল ।

sutirtha
sutirtha
author img

By

Published : Jul 3, 2021, 5:52 PM IST

কলকাতা , 3 জুলাই : টোকিও অলিম্পিকের প্রস্তুতির মাঝে অর্জুন পুরস্কারের জন্য মনোনীত সুতীর্থা মুখোপাধ্যায় । শুধু সুতীর্থা নন, বাংলার আরেক টেবিল টেনিস খেলোয়াড় ঐহিকা মুখোপাধ্যায় অর্জুন পুরস্কারের জন্য মনোনয়ন পেয়েছেন । নৈহাটির দুই কন্যার জোড়া মনোনয়নে স্বাভাবিক ভাবেই খুশি বাংলার টেবিল টেনিস মহল ।

বেঙ্গল স্টেট টেবিল টেনিস অ্যাসোসিয়েশনের যুগ্ম সচিব শর্মি সেনগুপ্ত বলেন," বাংলার দু‘টো মেয়ে অর্জুন পুরস্কারের জন্য মনোনীত হয়েছে, সত্যিই আনন্দের কথা । ওঁরা হয়তো এখন অন্য রাজ্যের প্রতিনিধিত্ব করে । কিন্তু ওঁরা যে বাংলার মেয়ে, ভূমিকন্যা, সে ব্যাপারে সন্দেহ নেই । ওঁদের সাফল্য বাংলার টেবিল টেনিসকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে । কঠিন সময়ে বাকি খেলোয়াড়দের মানসিকভাবে উদ্বুদ্ধ করবে ।"

অর্জুন পুরস্কারের মনোনয়নে খুশি সুতীর্থাও ৷ বর্তমানে হরিয়ানার সোনিপথে অলিম্পিকের প্রস্তুতিতে ব্যস্ত তিনি । বলছেন," বছর ছয়েক আগে আমার বড় কিছু করার ভাবনা ছিল না । কোচেরা আমাকে অনুপ্রেরণা দিয়েছে । ছোট ছোট লক্ষ্য পূরণের জন্য ঝাঁপাতে বলেছেন । এই ছোট ছোট লক্ষ্যপূরণ আমাকে সফল হতে সাহায্য করেছে । বিশ্ব ক্রমপর্যায়ে 500 থেকে আমি ধীরে ধীরে ওপরে উঠে এসেছি । অর্জুন পুরস্কারের মনোনয়ন অনেক বড় অনুপ্রেরণা ৷ একই সঙ্গে প্রত্যাশাও বাড়িয়ে দিয়েছে । এখন অলিম্পিকের প্রস্তুতির মধ্যে রয়েছি । টোকিওতে নিজের সেরাটা দেওয়ার চেষ্টা করব ।"

বাংলার প্রবীণ কোচ মিহির ঘোষের হাতে টেবিল টেনিসে হাতেখড়ি নৈহাটির দুই কন্যার ৷ বর্তমানে যাদবপুরে ভাড়া বাড়িতে থেকে পৌলমী ঘটক - সৌম্যদীপ রায়ের অ্যাকাডেমীতে প্র্যাকটিস করেন । কমনওয়েলথ গেমসে ভারতীয় দলের হয়ে সোনা জয়ের অন্যতম কারিগর বছর 25-এর সুতীর্থা । এদিকে প্রাক্তন খেলোয়াড় শৌভিক রায়ের অধীনে অনুশীলন করেন ঐহিকা মুখোপাধ্যায় ।

অর্জুন পুরস্কারের মনোনয়ন পেয়ে খুশি ঐহিকা ।

ঐহিকা বলেন , "দু‘জনের নাম মনোনয়নের জন্য গিয়েছে । পুরস্কার যাঁর হাতেই পৌঁছাক খুশি হব । দু‘জনে পেলে তো কথাই নেই । সুতীর্থা পুরষ্কার পাওয়ার যোগ্য । আমিও কমনওয়েলথ গেমসে দলগত এবং ব্যক্তিগত বিভাগে সোনা পেয়েছিলাম । এই মনোনয়নের খবর আমাকে অনুপ্রাণিত করেছ ৷"

আরও পড়ুন :EURO 2020 : 1996-র ইতিহাস ফিরিয়ে ইউক্রেনকে হারিয়ে সেমিফাইনালে পৌঁছাতে পারবে থ্রি লায়নসরা ?

আপাতত কড়া অনুশীলনের মধ্যে রয়েছে ঐহিকা । সামনে জাতীয় চ্যাম্পিয়নশীপ , সেই প্রতিযোগিতায় ভাল ফল করতে চান তিনি। ভারতীয় ক্রমতালিকায় পাঁচ নম্বরে থাকা ঐহিকার লক্ষ্য আগামী বছর এশিয়ান গেমস এবং কমনওয়েলথ গেমসে পদক জয় ।

কলকাতা , 3 জুলাই : টোকিও অলিম্পিকের প্রস্তুতির মাঝে অর্জুন পুরস্কারের জন্য মনোনীত সুতীর্থা মুখোপাধ্যায় । শুধু সুতীর্থা নন, বাংলার আরেক টেবিল টেনিস খেলোয়াড় ঐহিকা মুখোপাধ্যায় অর্জুন পুরস্কারের জন্য মনোনয়ন পেয়েছেন । নৈহাটির দুই কন্যার জোড়া মনোনয়নে স্বাভাবিক ভাবেই খুশি বাংলার টেবিল টেনিস মহল ।

বেঙ্গল স্টেট টেবিল টেনিস অ্যাসোসিয়েশনের যুগ্ম সচিব শর্মি সেনগুপ্ত বলেন," বাংলার দু‘টো মেয়ে অর্জুন পুরস্কারের জন্য মনোনীত হয়েছে, সত্যিই আনন্দের কথা । ওঁরা হয়তো এখন অন্য রাজ্যের প্রতিনিধিত্ব করে । কিন্তু ওঁরা যে বাংলার মেয়ে, ভূমিকন্যা, সে ব্যাপারে সন্দেহ নেই । ওঁদের সাফল্য বাংলার টেবিল টেনিসকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে । কঠিন সময়ে বাকি খেলোয়াড়দের মানসিকভাবে উদ্বুদ্ধ করবে ।"

অর্জুন পুরস্কারের মনোনয়নে খুশি সুতীর্থাও ৷ বর্তমানে হরিয়ানার সোনিপথে অলিম্পিকের প্রস্তুতিতে ব্যস্ত তিনি । বলছেন," বছর ছয়েক আগে আমার বড় কিছু করার ভাবনা ছিল না । কোচেরা আমাকে অনুপ্রেরণা দিয়েছে । ছোট ছোট লক্ষ্য পূরণের জন্য ঝাঁপাতে বলেছেন । এই ছোট ছোট লক্ষ্যপূরণ আমাকে সফল হতে সাহায্য করেছে । বিশ্ব ক্রমপর্যায়ে 500 থেকে আমি ধীরে ধীরে ওপরে উঠে এসেছি । অর্জুন পুরস্কারের মনোনয়ন অনেক বড় অনুপ্রেরণা ৷ একই সঙ্গে প্রত্যাশাও বাড়িয়ে দিয়েছে । এখন অলিম্পিকের প্রস্তুতির মধ্যে রয়েছি । টোকিওতে নিজের সেরাটা দেওয়ার চেষ্টা করব ।"

বাংলার প্রবীণ কোচ মিহির ঘোষের হাতে টেবিল টেনিসে হাতেখড়ি নৈহাটির দুই কন্যার ৷ বর্তমানে যাদবপুরে ভাড়া বাড়িতে থেকে পৌলমী ঘটক - সৌম্যদীপ রায়ের অ্যাকাডেমীতে প্র্যাকটিস করেন । কমনওয়েলথ গেমসে ভারতীয় দলের হয়ে সোনা জয়ের অন্যতম কারিগর বছর 25-এর সুতীর্থা । এদিকে প্রাক্তন খেলোয়াড় শৌভিক রায়ের অধীনে অনুশীলন করেন ঐহিকা মুখোপাধ্যায় ।

অর্জুন পুরস্কারের মনোনয়ন পেয়ে খুশি ঐহিকা ।

ঐহিকা বলেন , "দু‘জনের নাম মনোনয়নের জন্য গিয়েছে । পুরস্কার যাঁর হাতেই পৌঁছাক খুশি হব । দু‘জনে পেলে তো কথাই নেই । সুতীর্থা পুরষ্কার পাওয়ার যোগ্য । আমিও কমনওয়েলথ গেমসে দলগত এবং ব্যক্তিগত বিভাগে সোনা পেয়েছিলাম । এই মনোনয়নের খবর আমাকে অনুপ্রাণিত করেছ ৷"

আরও পড়ুন :EURO 2020 : 1996-র ইতিহাস ফিরিয়ে ইউক্রেনকে হারিয়ে সেমিফাইনালে পৌঁছাতে পারবে থ্রি লায়নসরা ?

আপাতত কড়া অনুশীলনের মধ্যে রয়েছে ঐহিকা । সামনে জাতীয় চ্যাম্পিয়নশীপ , সেই প্রতিযোগিতায় ভাল ফল করতে চান তিনি। ভারতীয় ক্রমতালিকায় পাঁচ নম্বরে থাকা ঐহিকার লক্ষ্য আগামী বছর এশিয়ান গেমস এবং কমনওয়েলথ গেমসে পদক জয় ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.