ETV Bharat / sports

AIFF Sacks Shaji Prabhakaran: 'বিশ্বাসভঙ্গে'র দায়ে বহিষ্কার এআইএফএফ সাধারণ সচিব শাজি প্রভাকরণ - অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন

AIFF Deputy Secretary M Satyanarayan will Take Charge as Acting Secretary General: গতবছর সেপ্টেম্বর মাসে নতুন বোর্ড গঠন হয়েছিল সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের ৷ আর তার বছর ঘুরতে না ঘুরতেই টালমাটাল এআইএফএফ-এর সংগঠন ৷ 'বিশ্বাস ভঙ্গে'র অভিযোগে বহিষ্কার করা হল সংস্থার সাধারণ সচিবকে ৷

Image Courtesy: Twitter/X
Image Courtesy: Twitter/X
author img

By ETV Bharat Bangla Team

Published : Nov 8, 2023, 3:05 PM IST

নয়াদিল্লি, 8 নভেম্বর: সাধারণ সচিব শাজি প্রভাকরণকে বহিষ্কার করল সর্বভারতীয় ফুটবল ফেডারেশন ৷ তাঁর বিরুদ্ধে 'বিশ্বাসভঙ্গে'র অভিযোগ আনা হয়েছে ভারতের ফুটবল ফেডারেশনের তরফে ৷ এআইএফএফের নতুন বোর্ড গঠনের 14 মাস পর দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হল প্রভাকরণকে ৷ এদিন সংস্থার সোশাল মিডিয়া অ্যাকাউন্টে এ বিষয়ে জানানো হয় ৷ তবে, ঠিক কী ধরনের বিশ্বাসভঙ্গের অভিযোগ প্রভাকরণের বিরুদ্ধে উঠেছে, তা খোলসা করা হয়নি এআইএফএফের তরফে ৷

বুধবার এআইএফএফ তাদের এক্স হ্যান্ডেলে একটি বিবৃতি দিয়ে জানায়, "সর্বভারতীয় ফুটবল ফেডারেশন জানাচ্ছে যে, ডক্টর শাজি প্রভাকরণকে বিশ্বাসভঙ্গের কারণে অবিলম্বে সরিয়ে দেওয়া হচ্ছে ৷ এই নির্দেশিকা 7 নভেম্বর, 2023 তারিখ থেকে কার্যকর হয়েছে ৷" সেখানে এও বলা হয়েছে, "এআইএফএফের সহকারি সচিব এম সত্যনারায়ণ এই মুহূর্ত থেকে ভারপ্রাপ্ত সাধারণ সচিবের দায়িত্ব সামলাবেন ৷’’ ফুটবল ফেডারেশনের সভাপতি কল্যাণ চৌবে মঙ্গলবারই সাধারণ সচিবকে বরখাস্ত করার নির্দেশিকা জারি করেছেন ৷ 2022 সালের 3 সেপ্টেম্বর তিনি এই দায়িত্বভার গ্রহণ করেছিলেন ৷

  • 🚨 AIFF PRESS RELEASE 🚨

    The All India Football Federation hereby announces that the services of Dr. Shaji Prabhakaran have been terminated due to breach of trust with immediate effect as of November 7, 2023.

    The AIFF Deputy Secretary, Mr M Satyanarayan, will take charge as…

    — Indian Football Team (@IndianFootball) November 8, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

সংবাদসংস্থা পিটিআই-এর খবর অনুযায়ী, শাহজি প্রভাকরণ এখনও পর্যন্ত এ নিয়ে তাঁর পক্ষ থেকে কোনও প্রতিক্রিয়া দেননি ৷ এআইএফএফ সহ-সভাপতি এনএ হ্যারিস পিটিআই-কে জানিয়েছেন, এইআইএফএফ এক্সিকিউটিভ কমিটির সদস্যরা প্রভাকরণের কাজ নিয়ে সন্তুষ্ট ছিলেন না ৷ যদিও, প্রভাকরণ সোমবার রাতে তাঁর সোশাল মিডিয়া সাইটে একটি রহস্যময় পোস্ট করেন ৷ সেখানে তিনি ইঙ্গিত দিয়েছেন, সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের মধ্যে সবকিছু ঠিক নেই ৷

  • We have to remain true to our game and when we have the position of power and influence then our responsibility is far higher to do our work with sincerity and dedication without any personal interests.

    Never allow personal interests to dominate the mind and decisions.

    Let’s…

    — Shaji Prabhakaran (@Shaji4Football) November 6, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

আরও পড়ুন: পদ্মাপাড়ে নৌকাডুবি, এএফসি কাপে বসুন্ধরা কিংসের বিরুদ্ধে হার মোহনবাগানের

তিনি এক্স হ্যান্ডেলে লেখেন, "আমাদের খেলার প্রতি সততা বজায় রাখতে হবে ৷ আর যখন আমরা ক্ষমতাশীল ও প্রভাবশালী পদে থাকি, তখন ব্যক্তিগত স্বার্থ পরিত্যাগ করে অনেক বেশি আন্তরিকতা ও নিষ্ঠার সঙ্গে কাজ করা আমাদের কর্তব্য হয়ে দাঁড়ায় ৷" তিনি এও লেখেন, "সিদ্ধান্ত নেওয়ার সময় কখনই ব্যক্তিগত স্বার্থ যেন আমাদের মস্তিষ্ককে প্রভাবিক না করে ৷ আমাদের লক্ষ্য হওয়া উচিত ফুটবলের উন্নতির মাধ্যে ভারতকে গর্বিত করা ৷ বড় মঞ্চে ভারতীয় ফুটবলের সাফল্য দেখার থেকে জীবনের বড় সন্তুষ্টি আর কিছু হতে পারে না ৷"

আরও পড়ুন: রূপকথার ইনিংসে হাফ-ডজন রেকর্ডের মালিক 'ম্যাড ম্যাক্স'

যদিও, সাধারণ সচিবকে সরানোর বিষয়ে এক্সিকিউটিভ কমিটির হস্তক্ষেপের প্রয়োজন নেই বলে জানিয়েছেন সহ-সভাপতি হ্যারিস ৷ সাধারণ সচিবের এই পদটি বেতনভুক ৷ এই পদে যিনিই বসেন, তাঁর অন্তর্ভুক্তিতে এক্সিকিউটিভ কমিটির কোনও হাত থাকে না ৷ ফেডারেশনের সভাপতি তাঁর ক্ষমতা ব্যবহার করে ওই পদে নিয়োগ করেন ৷ তাই একমাত্র তাঁরই ক্ষমতা রয়েছে সাধারণ সচিবকে বরখাস্ত করার ৷ আর সেই কারণেই, এআইএফএফ সভাপতি কল্যাণ চৌবে নিজে শাজি প্রভাকরণকে বরখাস্তের নির্দেশিকা জারি করেছেন ৷

নয়াদিল্লি, 8 নভেম্বর: সাধারণ সচিব শাজি প্রভাকরণকে বহিষ্কার করল সর্বভারতীয় ফুটবল ফেডারেশন ৷ তাঁর বিরুদ্ধে 'বিশ্বাসভঙ্গে'র অভিযোগ আনা হয়েছে ভারতের ফুটবল ফেডারেশনের তরফে ৷ এআইএফএফের নতুন বোর্ড গঠনের 14 মাস পর দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হল প্রভাকরণকে ৷ এদিন সংস্থার সোশাল মিডিয়া অ্যাকাউন্টে এ বিষয়ে জানানো হয় ৷ তবে, ঠিক কী ধরনের বিশ্বাসভঙ্গের অভিযোগ প্রভাকরণের বিরুদ্ধে উঠেছে, তা খোলসা করা হয়নি এআইএফএফের তরফে ৷

বুধবার এআইএফএফ তাদের এক্স হ্যান্ডেলে একটি বিবৃতি দিয়ে জানায়, "সর্বভারতীয় ফুটবল ফেডারেশন জানাচ্ছে যে, ডক্টর শাজি প্রভাকরণকে বিশ্বাসভঙ্গের কারণে অবিলম্বে সরিয়ে দেওয়া হচ্ছে ৷ এই নির্দেশিকা 7 নভেম্বর, 2023 তারিখ থেকে কার্যকর হয়েছে ৷" সেখানে এও বলা হয়েছে, "এআইএফএফের সহকারি সচিব এম সত্যনারায়ণ এই মুহূর্ত থেকে ভারপ্রাপ্ত সাধারণ সচিবের দায়িত্ব সামলাবেন ৷’’ ফুটবল ফেডারেশনের সভাপতি কল্যাণ চৌবে মঙ্গলবারই সাধারণ সচিবকে বরখাস্ত করার নির্দেশিকা জারি করেছেন ৷ 2022 সালের 3 সেপ্টেম্বর তিনি এই দায়িত্বভার গ্রহণ করেছিলেন ৷

  • 🚨 AIFF PRESS RELEASE 🚨

    The All India Football Federation hereby announces that the services of Dr. Shaji Prabhakaran have been terminated due to breach of trust with immediate effect as of November 7, 2023.

    The AIFF Deputy Secretary, Mr M Satyanarayan, will take charge as…

    — Indian Football Team (@IndianFootball) November 8, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

সংবাদসংস্থা পিটিআই-এর খবর অনুযায়ী, শাহজি প্রভাকরণ এখনও পর্যন্ত এ নিয়ে তাঁর পক্ষ থেকে কোনও প্রতিক্রিয়া দেননি ৷ এআইএফএফ সহ-সভাপতি এনএ হ্যারিস পিটিআই-কে জানিয়েছেন, এইআইএফএফ এক্সিকিউটিভ কমিটির সদস্যরা প্রভাকরণের কাজ নিয়ে সন্তুষ্ট ছিলেন না ৷ যদিও, প্রভাকরণ সোমবার রাতে তাঁর সোশাল মিডিয়া সাইটে একটি রহস্যময় পোস্ট করেন ৷ সেখানে তিনি ইঙ্গিত দিয়েছেন, সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের মধ্যে সবকিছু ঠিক নেই ৷

  • We have to remain true to our game and when we have the position of power and influence then our responsibility is far higher to do our work with sincerity and dedication without any personal interests.

    Never allow personal interests to dominate the mind and decisions.

    Let’s…

    — Shaji Prabhakaran (@Shaji4Football) November 6, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

আরও পড়ুন: পদ্মাপাড়ে নৌকাডুবি, এএফসি কাপে বসুন্ধরা কিংসের বিরুদ্ধে হার মোহনবাগানের

তিনি এক্স হ্যান্ডেলে লেখেন, "আমাদের খেলার প্রতি সততা বজায় রাখতে হবে ৷ আর যখন আমরা ক্ষমতাশীল ও প্রভাবশালী পদে থাকি, তখন ব্যক্তিগত স্বার্থ পরিত্যাগ করে অনেক বেশি আন্তরিকতা ও নিষ্ঠার সঙ্গে কাজ করা আমাদের কর্তব্য হয়ে দাঁড়ায় ৷" তিনি এও লেখেন, "সিদ্ধান্ত নেওয়ার সময় কখনই ব্যক্তিগত স্বার্থ যেন আমাদের মস্তিষ্ককে প্রভাবিক না করে ৷ আমাদের লক্ষ্য হওয়া উচিত ফুটবলের উন্নতির মাধ্যে ভারতকে গর্বিত করা ৷ বড় মঞ্চে ভারতীয় ফুটবলের সাফল্য দেখার থেকে জীবনের বড় সন্তুষ্টি আর কিছু হতে পারে না ৷"

আরও পড়ুন: রূপকথার ইনিংসে হাফ-ডজন রেকর্ডের মালিক 'ম্যাড ম্যাক্স'

যদিও, সাধারণ সচিবকে সরানোর বিষয়ে এক্সিকিউটিভ কমিটির হস্তক্ষেপের প্রয়োজন নেই বলে জানিয়েছেন সহ-সভাপতি হ্যারিস ৷ সাধারণ সচিবের এই পদটি বেতনভুক ৷ এই পদে যিনিই বসেন, তাঁর অন্তর্ভুক্তিতে এক্সিকিউটিভ কমিটির কোনও হাত থাকে না ৷ ফেডারেশনের সভাপতি তাঁর ক্ষমতা ব্যবহার করে ওই পদে নিয়োগ করেন ৷ তাই একমাত্র তাঁরই ক্ষমতা রয়েছে সাধারণ সচিবকে বরখাস্ত করার ৷ আর সেই কারণেই, এআইএফএফ সভাপতি কল্যাণ চৌবে নিজে শাজি প্রভাকরণকে বরখাস্তের নির্দেশিকা জারি করেছেন ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.