ETV Bharat / sports

Super Cup Fixture: সুপার কাপের সূচি ঘোষণা করল এআইএফএফ, আলাদা গ্রুপে মোহন-ইস্ট - আইএসএল

সুপার কাপের সূচি (Super Cup Fixture) প্রকাশ করল সর্ব-ভারতীয় ফুটবল ফেডেরেশন ৷ 3 এপ্রিল থেকে কেরলে শুরু হচ্ছে টুর্নামেন্ট ৷ মূলপর্বের খেলা শুরু হবে 8 এপ্রিল থেকে ৷

Super Cup Fixture ETV BHARAT
Super Cup Fixture
author img

By

Published : Mar 8, 2023, 10:52 AM IST

কলকাতা, 8 মার্চ: আইএসএল শেষ হয়নি ৷ চূড়ান্ত পর্বের লড়াই চলছে সেরা চার দলের মধ্যে ৷ এরই মধ্যে সুপার কপের নির্ঘণ্ট ঘোষণা করল সর্বভারতীয় ফুটবল ফেডেরেশন (AIFF has Announces The Super Cup Schedule) ৷ 3 এপ্রিল থেকে প্রাথমিক পর্বের খেলা দিয়ে এবারের সুপার কাপ শুরু হবে ৷ সুপার কাপের আয়োজন করা হয়েছে কেরলে ৷ আই লিগ ও আইএসএল-এর মোট 16টি দল এবারের প্রতিযোগিতার মূল পর্বে অংশ নেবে ৷ সুপার কাপ জয়ী দলের সামনে থাকছে এএফসি কাপে খেলার সুযোগ ৷ ফলে আই লিগ এবং আইএসএল-এর ব্যর্থতা ভুলে অংশগ্রহণকারী দলগুলির সামনে ঘুরে দাঁড়ানোর সুযোগ রয়েছে ৷

আসন্ন সুপার কাপে ইন্ডিয়ান সুপার লিগের 11 টি দল এবং আই লিগের 12 দলের মধ্যে 10টি দল অংশ নেবে সুপার কাপে ৷ আইএসএল-এর 11টি দল এবং আইলিগ জয়ী রাউন্ডগ্লাস পঞ্জাব এফসি সরাসরি মূলপর্বে খেলবে ৷ মূল পর্বের বাকি 4টি দল যোগ্যতা অর্জন ম্যাচ খেলে উঠবে ৷ সেখানে আইলিগের দ্বিতীয় থেকে অষ্টম স্থানাধিকারীদের মধ্যে প্রতিযোগিতা হবে 3 এপ্রিল থেকে শুরু হওয়া প্রাথমিক পর্বের ম্যাচে ৷ সেখান থেকে প্রথম 4টি দল সুযোগ পাবে মূল পর্বের ম্যাচ খেলার ৷ মূল পর্বের খেলা শুরু হবে 8 এপ্রিল থেকে ৷

মোট 16টি দলকে চারটি গ্রুপে ভাগ করা হয়েছে ৷ গ্রুপ এ-তে রয়েছে, বেঙ্গালুরু এফসি, কেরালা ব্লাস্টার্স এফসি, আইলিগ চ্যাম্পিয়ন রাউন্ডগ্লাস পঞ্জাব এফসি ৷ এই মরশুমে আই লিগে দ্বিতীয় স্থানে থাকা শ্রীনিধি ডেকান খেলবে নবম স্থানে থাকা রাজস্থান ইউনাইটেড এবং দশম স্থানে থাকা মহমেডান স্পোর্টিংয়ের মধ্যে জয়ী দলের বিরুদ্ধে ৷ যারা জিতবে তারা গ্রুপ এ-র চতুর্থ দল হবে ৷

ইস্টবেঙ্গল রয়েছে গ্রুপ বি-তে ৷ বাকি দলগুলি হল হায়দরাবাদ এফসি, ওড়িশা এফসি ৷ আই লিগের চতুর্থ স্থানে থাকা ট্রাউ এফসি ও সপ্তম স্থানে থাকা আইজল এফসি ম্যাচে জয়ী যোগ দেবে এই গ্রুপে ৷ ইস্টবেঙ্গল 18 মার্চ থেকে সুপার কাপের প্রস্তুতি শুরু করবে ৷ আপাতত কোচ স্টিফেন কনস্ট্যান্টাইন এবং ফুটবলাররা ছুটি নিয়ে দেশে ফিরে গিয়েছেন ৷

আরও পড়ুন: পরিবর্ত নেমে কার্যসিদ্ধি সুনীলের, টানা দশ জয়ে ফাইনাল এক পা বেঙ্গালুরু

এটিকে মোহনবাগান খেলবে গ্রুপ সি-তে ৷ মেরিনার্সদের সঙ্গে গ্রুপ সি-তে রয়েছে আইএসএল-এর দু’টি দল জামশেদপুর এফসি ও এফসি গোয়া ৷ এই গ্রুপে যোগ দেবে আই লিগের তৃতীয় স্থানে থাকা গোকুলাম কেরল এফসি এবং অষ্টম স্থানে থাকা নেরোকা এফসি ম্যাচের জয়ী দল ৷

গ্রুপ ডি-তে মুম্বই সিটি এফসি, চেন্নাইয়ন এফসি এবং নর্থ-ইস্ট ইউনাইটেড এফসি রয়েছে। এ ছাড়া আইলিগে পঞ্চম স্থানে থাকা রিয়াল কাশ্মীর ও ষষ্ঠ স্থানে থাকা চার্চিল ব্রাদার্স-এর ম্যাচের জয়ী দল যোগ দেবে এই গ্রুপ ডি-তে ৷

একনজরে দেখে নেওয়া যাক কলকাতার দুই প্রধানের সুপার কাপের ক্রীড়াসূচি-

এটিকে মোহনবাগানের ম্যাচ

10 এপ্রিল- মোহনবাগান বনাম গোকুলাম এবং নেরোকা ম্যাচের জয়ী দল

14 এপ্রিল- মোহনবাগান বনাম জামশেদপুর এফসি

18 এপ্রিল- মোহনবাগান বনাম এফসি গোয়া

ইস্টবেঙ্গলের ম্যাচ

9 এপ্রিল- ইস্টবেঙ্গল বনাম ওড়িশা এফসি

13 এপ্রিল- ইস্টবেঙ্গল বনাম হায়দরাবাদ এফসি

17 এপ্রিল- ইস্টবেঙ্গল বনাম ট্রাউ এবং আইজল ম্যাচের জয়ী দল

কলকাতা, 8 মার্চ: আইএসএল শেষ হয়নি ৷ চূড়ান্ত পর্বের লড়াই চলছে সেরা চার দলের মধ্যে ৷ এরই মধ্যে সুপার কপের নির্ঘণ্ট ঘোষণা করল সর্বভারতীয় ফুটবল ফেডেরেশন (AIFF has Announces The Super Cup Schedule) ৷ 3 এপ্রিল থেকে প্রাথমিক পর্বের খেলা দিয়ে এবারের সুপার কাপ শুরু হবে ৷ সুপার কাপের আয়োজন করা হয়েছে কেরলে ৷ আই লিগ ও আইএসএল-এর মোট 16টি দল এবারের প্রতিযোগিতার মূল পর্বে অংশ নেবে ৷ সুপার কাপ জয়ী দলের সামনে থাকছে এএফসি কাপে খেলার সুযোগ ৷ ফলে আই লিগ এবং আইএসএল-এর ব্যর্থতা ভুলে অংশগ্রহণকারী দলগুলির সামনে ঘুরে দাঁড়ানোর সুযোগ রয়েছে ৷

আসন্ন সুপার কাপে ইন্ডিয়ান সুপার লিগের 11 টি দল এবং আই লিগের 12 দলের মধ্যে 10টি দল অংশ নেবে সুপার কাপে ৷ আইএসএল-এর 11টি দল এবং আইলিগ জয়ী রাউন্ডগ্লাস পঞ্জাব এফসি সরাসরি মূলপর্বে খেলবে ৷ মূল পর্বের বাকি 4টি দল যোগ্যতা অর্জন ম্যাচ খেলে উঠবে ৷ সেখানে আইলিগের দ্বিতীয় থেকে অষ্টম স্থানাধিকারীদের মধ্যে প্রতিযোগিতা হবে 3 এপ্রিল থেকে শুরু হওয়া প্রাথমিক পর্বের ম্যাচে ৷ সেখান থেকে প্রথম 4টি দল সুযোগ পাবে মূল পর্বের ম্যাচ খেলার ৷ মূল পর্বের খেলা শুরু হবে 8 এপ্রিল থেকে ৷

মোট 16টি দলকে চারটি গ্রুপে ভাগ করা হয়েছে ৷ গ্রুপ এ-তে রয়েছে, বেঙ্গালুরু এফসি, কেরালা ব্লাস্টার্স এফসি, আইলিগ চ্যাম্পিয়ন রাউন্ডগ্লাস পঞ্জাব এফসি ৷ এই মরশুমে আই লিগে দ্বিতীয় স্থানে থাকা শ্রীনিধি ডেকান খেলবে নবম স্থানে থাকা রাজস্থান ইউনাইটেড এবং দশম স্থানে থাকা মহমেডান স্পোর্টিংয়ের মধ্যে জয়ী দলের বিরুদ্ধে ৷ যারা জিতবে তারা গ্রুপ এ-র চতুর্থ দল হবে ৷

ইস্টবেঙ্গল রয়েছে গ্রুপ বি-তে ৷ বাকি দলগুলি হল হায়দরাবাদ এফসি, ওড়িশা এফসি ৷ আই লিগের চতুর্থ স্থানে থাকা ট্রাউ এফসি ও সপ্তম স্থানে থাকা আইজল এফসি ম্যাচে জয়ী যোগ দেবে এই গ্রুপে ৷ ইস্টবেঙ্গল 18 মার্চ থেকে সুপার কাপের প্রস্তুতি শুরু করবে ৷ আপাতত কোচ স্টিফেন কনস্ট্যান্টাইন এবং ফুটবলাররা ছুটি নিয়ে দেশে ফিরে গিয়েছেন ৷

আরও পড়ুন: পরিবর্ত নেমে কার্যসিদ্ধি সুনীলের, টানা দশ জয়ে ফাইনাল এক পা বেঙ্গালুরু

এটিকে মোহনবাগান খেলবে গ্রুপ সি-তে ৷ মেরিনার্সদের সঙ্গে গ্রুপ সি-তে রয়েছে আইএসএল-এর দু’টি দল জামশেদপুর এফসি ও এফসি গোয়া ৷ এই গ্রুপে যোগ দেবে আই লিগের তৃতীয় স্থানে থাকা গোকুলাম কেরল এফসি এবং অষ্টম স্থানে থাকা নেরোকা এফসি ম্যাচের জয়ী দল ৷

গ্রুপ ডি-তে মুম্বই সিটি এফসি, চেন্নাইয়ন এফসি এবং নর্থ-ইস্ট ইউনাইটেড এফসি রয়েছে। এ ছাড়া আইলিগে পঞ্চম স্থানে থাকা রিয়াল কাশ্মীর ও ষষ্ঠ স্থানে থাকা চার্চিল ব্রাদার্স-এর ম্যাচের জয়ী দল যোগ দেবে এই গ্রুপ ডি-তে ৷

একনজরে দেখে নেওয়া যাক কলকাতার দুই প্রধানের সুপার কাপের ক্রীড়াসূচি-

এটিকে মোহনবাগানের ম্যাচ

10 এপ্রিল- মোহনবাগান বনাম গোকুলাম এবং নেরোকা ম্যাচের জয়ী দল

14 এপ্রিল- মোহনবাগান বনাম জামশেদপুর এফসি

18 এপ্রিল- মোহনবাগান বনাম এফসি গোয়া

ইস্টবেঙ্গলের ম্যাচ

9 এপ্রিল- ইস্টবেঙ্গল বনাম ওড়িশা এফসি

13 এপ্রিল- ইস্টবেঙ্গল বনাম হায়দরাবাদ এফসি

17 এপ্রিল- ইস্টবেঙ্গল বনাম ট্রাউ এবং আইজল ম্যাচের জয়ী দল

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.