ETV Bharat / sports

AIFF Forms Task Force: ভারতীয় বংশোদ্ভূত ফুটবলারদের জাতীয় দলে খেলার সুযোগ দিতে উদ্যোগী এআইএফএফ

Task Force for Allowing PIO Footballers in National Teams: ভারতীয় বংশোদ্ভূত এবং ভারতের বিদেশি নাগরিক ফুটবলারদের এবার জাতীয় দলের হয়ে সুযোগ করে দিতে চাইছে ফেডারেশন ৷ সেই কারণে একটি টাস্ক ফোর্স গঠন করা হয়েছে ৷ যাঁরা এই সমস্ত ফুটবলারদের নিয়ে একটি মজবুত তথ্য ভাণ্ডার তৈরি করবে ৷

AIFF Forms Task Force ETV BHARAT
AIFF Forms Task Force
author img

By

Published : Aug 14, 2023, 7:22 PM IST

নয়াদিল্লি, 14 অগস্ট: ভারতীয় বংশোদ্ভূত এবং ভারতের বিদেশি নাগরিক, এমন খেলোয়াড়দের জাতীয় দলের হয়ে খেলার সুযোগ করে দিতে একটি টাস্ক ফোর্স গঠন করল অল ইন্ডিয়া ফুটবল ফেডেরেশন ৷ টাস্ক ফোর্সের কাজ হবে, এই ধরনের ফুটবলারদের তথ্য এবং তাঁদের রেকর্ড সংগ্রহ করা ৷ সেই সঙ্গে কীভাবে জাতীয় দলে খেলার সুযোগ তৈরি করে দেওয়া যায় ? সেই সম্ভাবনাগুলিকে তুলে ধরা ৷ উল্লেখ্য, ভারতীয় ফুটবল দলে খেলতে হলে, ভারতীয় নাগরিক হওয়া বাধ্যতামূলক ৷ সেই নিয়ে সরকারের সঙ্গে আলোচনায় যাওয়ার আগে, নিজেদের তথ্যের ভাণ্ডারকে যুক্তিযুক্ত করতে এই উদ্যোগ বলে জানিয়েছেন ফেডেরেশন সভাপতি কল্যাণ চৌবে ৷

বর্তমান পরিকাঠামো অনুযায়ী, যে কোনও স্তরে জাতীয় দলের হয়ে আন্তর্জাতিক স্তরে খেলতে গেলে ভারতীয় নাগরিক হওয়া বাধ্যতামূলক ৷ সেই কারণে, ভারতীয় বংশোদ্ভূত কিংবা বর্তমানে বিদেশে বসবাস করছেন এবং সেখানকার ক্লাবের খেলছেন এমন ফুটবলাররা জাতীয় দলে সুযোগ পান না ৷ কিন্তু, তাঁদের ফুটবল দক্ষতা এবং রেকর্ড খুবই ভালো ৷ এমন ফুটবলাদের দেশের হয়ে খেলার সুযোগ তৈরি করে দিতে চাইছে এআইএফএফ ৷

কিন্তু, এ নিয়ে কেন্দ্রীয় সরকারের সঙ্গে আলোচনা করে নাগরিকত্ব সংক্রান্ত সমস্যার সমাধান করতে হবে ৷ তাই নিজেদের বক্তব্য সরকারের কাছে তুলে ধরার আগে এআইএফএফ নিজেদের তথ্যের ভাণ্ডারকে আরও মজবুত করতে চাইছে ৷ সেই কাজটাই করবে এই টাস্ক ফোর্স ৷ আগামী বছর 31 জানুয়ারির মধ্যে এই টাস্ক ফোর্স তাঁদের রিপোর্ট ফেডারেশনকে জমা দেবে ৷ এদিন এআইএফএফ-এর প্রকাশিত বিজ্ঞপ্তিতে এমনটাই জানিয়েছেন সভাপতি কল্যাণ চৌবে ৷ তাঁর মতে, এই ধরনের ফুটবলারকে জাতীয় দলে খেলার সুযোগ করে দিলে, ভারতীয় ফুটবলের বিকাশ ঘটবে ৷ আন্তর্জাতিক স্তরে আরও বেশি সাফল্য আসবে ভারতের ৷

আরও পড়ুন: ভারতীয় স্ট্রাইকারের খোঁজে ঘরোয়া ফুটবলে বিদেশি খেলোয়াড়ে নিষেধাজ্ঞা ফেডারেশনের

এই বিষয়টিকে কেন্দ্রের কাছে যুক্তি ও নির্দিষ্ট পরিকল্পনা মাফিক তুলে ধরতে পারলেই নাগরিকত্ব সংক্রান্ত বিধিনিষেধে ছাড় পাওয়া যাবে ৷ তাই ভারতীয় অরিজিন এবং ভারতীয় কিন্তু, বিদেশি নাগরিক এমন ফুটবলারদের দেশের হয়ে খেলাতে এই টাস্ক ফোর্স তৈরি করেছে এআইএফএফ ৷

নয়াদিল্লি, 14 অগস্ট: ভারতীয় বংশোদ্ভূত এবং ভারতের বিদেশি নাগরিক, এমন খেলোয়াড়দের জাতীয় দলের হয়ে খেলার সুযোগ করে দিতে একটি টাস্ক ফোর্স গঠন করল অল ইন্ডিয়া ফুটবল ফেডেরেশন ৷ টাস্ক ফোর্সের কাজ হবে, এই ধরনের ফুটবলারদের তথ্য এবং তাঁদের রেকর্ড সংগ্রহ করা ৷ সেই সঙ্গে কীভাবে জাতীয় দলে খেলার সুযোগ তৈরি করে দেওয়া যায় ? সেই সম্ভাবনাগুলিকে তুলে ধরা ৷ উল্লেখ্য, ভারতীয় ফুটবল দলে খেলতে হলে, ভারতীয় নাগরিক হওয়া বাধ্যতামূলক ৷ সেই নিয়ে সরকারের সঙ্গে আলোচনায় যাওয়ার আগে, নিজেদের তথ্যের ভাণ্ডারকে যুক্তিযুক্ত করতে এই উদ্যোগ বলে জানিয়েছেন ফেডেরেশন সভাপতি কল্যাণ চৌবে ৷

বর্তমান পরিকাঠামো অনুযায়ী, যে কোনও স্তরে জাতীয় দলের হয়ে আন্তর্জাতিক স্তরে খেলতে গেলে ভারতীয় নাগরিক হওয়া বাধ্যতামূলক ৷ সেই কারণে, ভারতীয় বংশোদ্ভূত কিংবা বর্তমানে বিদেশে বসবাস করছেন এবং সেখানকার ক্লাবের খেলছেন এমন ফুটবলাররা জাতীয় দলে সুযোগ পান না ৷ কিন্তু, তাঁদের ফুটবল দক্ষতা এবং রেকর্ড খুবই ভালো ৷ এমন ফুটবলাদের দেশের হয়ে খেলার সুযোগ তৈরি করে দিতে চাইছে এআইএফএফ ৷

কিন্তু, এ নিয়ে কেন্দ্রীয় সরকারের সঙ্গে আলোচনা করে নাগরিকত্ব সংক্রান্ত সমস্যার সমাধান করতে হবে ৷ তাই নিজেদের বক্তব্য সরকারের কাছে তুলে ধরার আগে এআইএফএফ নিজেদের তথ্যের ভাণ্ডারকে আরও মজবুত করতে চাইছে ৷ সেই কাজটাই করবে এই টাস্ক ফোর্স ৷ আগামী বছর 31 জানুয়ারির মধ্যে এই টাস্ক ফোর্স তাঁদের রিপোর্ট ফেডারেশনকে জমা দেবে ৷ এদিন এআইএফএফ-এর প্রকাশিত বিজ্ঞপ্তিতে এমনটাই জানিয়েছেন সভাপতি কল্যাণ চৌবে ৷ তাঁর মতে, এই ধরনের ফুটবলারকে জাতীয় দলে খেলার সুযোগ করে দিলে, ভারতীয় ফুটবলের বিকাশ ঘটবে ৷ আন্তর্জাতিক স্তরে আরও বেশি সাফল্য আসবে ভারতের ৷

আরও পড়ুন: ভারতীয় স্ট্রাইকারের খোঁজে ঘরোয়া ফুটবলে বিদেশি খেলোয়াড়ে নিষেধাজ্ঞা ফেডারেশনের

এই বিষয়টিকে কেন্দ্রের কাছে যুক্তি ও নির্দিষ্ট পরিকল্পনা মাফিক তুলে ধরতে পারলেই নাগরিকত্ব সংক্রান্ত বিধিনিষেধে ছাড় পাওয়া যাবে ৷ তাই ভারতীয় অরিজিন এবং ভারতীয় কিন্তু, বিদেশি নাগরিক এমন ফুটবলারদের দেশের হয়ে খেলাতে এই টাস্ক ফোর্স তৈরি করেছে এআইএফএফ ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.