ETV Bharat / sports

Igor Stimac Contract Extend: আরও দু’বছর বাড়ল চুক্তি, সুনীলদের হেডস্যর স্টিমাচই - ফুটবল

2026 সালের বিশ্বকাপের যোগ্যতা অর্জনের দৌড়ে ভারতীয় দল যদি তৃতীয় রাউন্ড অবধি পৌঁছতে পারে, তাহলে আরও দু’বছর চুক্তি বাড়বে স্টিমাচের । সেক্ষেত্রে 2028 সাল পর্যন্ত চুক্তি বাড়ানো হবে ঈগর স্টিমাচের ৷

Etv Bharat
Etv Bharat
author img

By ETV Bharat Bangla Team

Published : Oct 5, 2023, 10:32 PM IST

নয়াদিল্লি, 5 অক্টোবর: আরও দু’বছরের চুক্তি বাড়ল ভারতীয় সিনিয়র ফুটবল দলের কোচ ঈগর স্টিমাচের । বৃহস্পতিবার এই কথা ঘোষণা করেন ভারতীয় ফুটবল ফেডারেশনের সচিব সাজি প্রভাকরণ । ফলে 2026 সাল পর্যন্ত ভারতীয় ফুটবল দলের কোচের পদে থাকছেন স্টিমাচ । আগেই ঠিক ছিল, এশিয়ান গেমস থেকে ভারতীয় দলের ফিরে আসার পর চুক্তি নিয়ে স্টিমাচের সঙ্গে কথা বলবেন ফেডারেশন কর্তারা ।

সেইমতো আলোচনায় বসেন দেশের ফুটবল কর্তারা । সেখানের ভবিষ্যৎ পরিকল্পনা, তাঁর বাস্তবায়নের রূপরেখা এবং গত একবছরে ভারতীয় দলের পারফরম্যান্সের গ্রাফ দেখে বর্তমান কোচের উপর আস্থা রাখার সিদ্ধান্ত নেন কর্তারা । চুক্তি বাড়ানোর পাশাপাশি আরও একটি শর্ত দিয়েছে ফেডারেশন । 2026 সালের বিশ্বকাপের যোগ্যতা অর্জনের দৌড়ে ভারতীয় দল যদি তৃতীয় রাউন্ড অবধি পৌঁছতে পারে, তাহলে আরও দু’বছর চুক্তি বাড়বে স্টিমাচের । সেক্ষেত্রে 2028 সাল পর্যন্ত চুক্তি বাড়ানো হবে স্টিমাচের ।

ফেডারেশন সচিব সাজি প্রভাকরণ জানিয়েছেন, ভিশন 2047-এর কথা চিন্তা করে তাঁরা পরিকল্পনা সাজাচ্ছেন। সেই পরিকল্পনার বাস্তবায়নে দীর্ঘমেয়াদী চুক্তি দরকার । তাই স্টিমাচকে যেমন গুরপ্রীত-সন্দেশ ঝিঙ্গানদের সঙ্গে আরও দু’বছর রাখার সিদ্ধান্ত হয়েছে, তেমনই মহেশ গাউলির চুক্তিও বাড়ানো হয়েছে ।

Igor Stimac
আরও দু’বছরের চুক্তি বাড়ল

চুক্তি বাড়ায় খুশি ঈগর স্টিমাচ । ‘মেন ইন ব্লু’র হেডস্যর বলেন, “আমার উপর পুনরায় আস্থা রাখায় কৃতজ্ঞ । গত কয়েকদিন ধরেই চুক্তি নিয়ে কথা হওয়ার পর বিষয়টি সামনে এসেছে । আলোচনাটা প্রয়োজন ছিল । কারণ সমস্যাগুলো চিহ্নিত করে কীভাবে তা আগামী দিনে সমাধান করা যাবে তা নিয়ে কথা হয়েছে ।’’ চুক্তি নিয়ে আলোচনার দিনে স্টিমাচ ভারতীয় দলের প্রস্তুতির নিরবিচ্ছিন্নতার উপর জোর দেন । সেক্ষেত্রে শুধু এশিয়ান কাপের প্রস্তুতির জন্য বা বিশ্বকাপ যোগ্যতা অর্জনের ম্যাচের প্রস্তুতি নয়, ফিফা ক্যালেন্ডারকেও গুরুত্ব দেওয়ার কথা বলেছেন তিনি । জাতীয় দলের গুরুত্ব সবার চেয়ে বেশি কারণ তা দেশের ফুটবলকে একজোট করে । কোনও ক্লাব বা লিগ সেই একজোট হওয়ার বিষয়টি করতে পারে না । এই কারণে জাতীয় দলের প্রস্তুতি জরুরি । আমাদের আলোচনায় ফিফা উইন্ডোকে কাজে লাগানোর ব্যাপারে বিশদে কথা হয়েছে বলে জানিয়েছেন স্টিমাচ । পাশাপাশি তাঁর কোচিং টিমের সঙ্গে চুক্তি বৃদ্ধিকেও স্বাগত জানিয়েছেন ।

আরও পড়ুন: ভারতীয় দল বাছাইয়ে জ্যোতিষের পরামর্শ ! ইগর স্টিম্যাচের বিরুদ্ধে গুরুতর অভিযোগ

নয়াদিল্লি, 5 অক্টোবর: আরও দু’বছরের চুক্তি বাড়ল ভারতীয় সিনিয়র ফুটবল দলের কোচ ঈগর স্টিমাচের । বৃহস্পতিবার এই কথা ঘোষণা করেন ভারতীয় ফুটবল ফেডারেশনের সচিব সাজি প্রভাকরণ । ফলে 2026 সাল পর্যন্ত ভারতীয় ফুটবল দলের কোচের পদে থাকছেন স্টিমাচ । আগেই ঠিক ছিল, এশিয়ান গেমস থেকে ভারতীয় দলের ফিরে আসার পর চুক্তি নিয়ে স্টিমাচের সঙ্গে কথা বলবেন ফেডারেশন কর্তারা ।

সেইমতো আলোচনায় বসেন দেশের ফুটবল কর্তারা । সেখানের ভবিষ্যৎ পরিকল্পনা, তাঁর বাস্তবায়নের রূপরেখা এবং গত একবছরে ভারতীয় দলের পারফরম্যান্সের গ্রাফ দেখে বর্তমান কোচের উপর আস্থা রাখার সিদ্ধান্ত নেন কর্তারা । চুক্তি বাড়ানোর পাশাপাশি আরও একটি শর্ত দিয়েছে ফেডারেশন । 2026 সালের বিশ্বকাপের যোগ্যতা অর্জনের দৌড়ে ভারতীয় দল যদি তৃতীয় রাউন্ড অবধি পৌঁছতে পারে, তাহলে আরও দু’বছর চুক্তি বাড়বে স্টিমাচের । সেক্ষেত্রে 2028 সাল পর্যন্ত চুক্তি বাড়ানো হবে স্টিমাচের ।

ফেডারেশন সচিব সাজি প্রভাকরণ জানিয়েছেন, ভিশন 2047-এর কথা চিন্তা করে তাঁরা পরিকল্পনা সাজাচ্ছেন। সেই পরিকল্পনার বাস্তবায়নে দীর্ঘমেয়াদী চুক্তি দরকার । তাই স্টিমাচকে যেমন গুরপ্রীত-সন্দেশ ঝিঙ্গানদের সঙ্গে আরও দু’বছর রাখার সিদ্ধান্ত হয়েছে, তেমনই মহেশ গাউলির চুক্তিও বাড়ানো হয়েছে ।

Igor Stimac
আরও দু’বছরের চুক্তি বাড়ল

চুক্তি বাড়ায় খুশি ঈগর স্টিমাচ । ‘মেন ইন ব্লু’র হেডস্যর বলেন, “আমার উপর পুনরায় আস্থা রাখায় কৃতজ্ঞ । গত কয়েকদিন ধরেই চুক্তি নিয়ে কথা হওয়ার পর বিষয়টি সামনে এসেছে । আলোচনাটা প্রয়োজন ছিল । কারণ সমস্যাগুলো চিহ্নিত করে কীভাবে তা আগামী দিনে সমাধান করা যাবে তা নিয়ে কথা হয়েছে ।’’ চুক্তি নিয়ে আলোচনার দিনে স্টিমাচ ভারতীয় দলের প্রস্তুতির নিরবিচ্ছিন্নতার উপর জোর দেন । সেক্ষেত্রে শুধু এশিয়ান কাপের প্রস্তুতির জন্য বা বিশ্বকাপ যোগ্যতা অর্জনের ম্যাচের প্রস্তুতি নয়, ফিফা ক্যালেন্ডারকেও গুরুত্ব দেওয়ার কথা বলেছেন তিনি । জাতীয় দলের গুরুত্ব সবার চেয়ে বেশি কারণ তা দেশের ফুটবলকে একজোট করে । কোনও ক্লাব বা লিগ সেই একজোট হওয়ার বিষয়টি করতে পারে না । এই কারণে জাতীয় দলের প্রস্তুতি জরুরি । আমাদের আলোচনায় ফিফা উইন্ডোকে কাজে লাগানোর ব্যাপারে বিশদে কথা হয়েছে বলে জানিয়েছেন স্টিমাচ । পাশাপাশি তাঁর কোচিং টিমের সঙ্গে চুক্তি বৃদ্ধিকেও স্বাগত জানিয়েছেন ।

আরও পড়ুন: ভারতীয় দল বাছাইয়ে জ্যোতিষের পরামর্শ ! ইগর স্টিম্যাচের বিরুদ্ধে গুরুতর অভিযোগ

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.