কলকাতা , 21 জুন : জীবনের সব সমস্যা সরিয়ে দৌড়কে সম্বল করে বিশ্বজয়ের স্বপ্ন দেখে অ্যাথলিট পল্লব মালো । কিন্তু স্বপ্ন এবং বাস্তবতার মধ্যে ফারাক যে অনেক । করোনা ভাইরাসের সংক্রমণে জীবনের ছবি বদলে যাচ্ছে । স্বপ্ন পূরণের পথে হঠাৎ কঠিন বাঁক জীবনকে নতুনভাবে সইয়ে নিতে বাধ্য করছে । একটা নির্ভরতার হাত হয়তো সেই তলিয়ে যাওয়ার পথে আশ্রয় হতে পারে । কিন্তু চাইলে সব সময় সবকিছু মেলে না । পল্লবের জীবনটা হয়তো সেইভাবে পল্লবিত হওয়ার আগেই বর্তমান পরিস্থিতির কারণে দুমড়ে যেত । কিন্তু ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক এবং বর্তমানে ভারতীয় ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায়ের তৎপরতায় পল্লব ফের রেসিং ট্র্যাকে ।
গত একবছরেরও বেশি সময় ধরে খেলাধুলো বন্ধ । সর্বস্তরের ক্রীড়াবিদরা মাঠে না নামতে পেরে হাসফাঁস করছেন । অনেক ক্রীড়াবিদ পরিবারের আর্থিক কষ্ট লাঘব করতে বিভিন্ন পেশায় আশ্রয় নিতে বাধ্য হয়েছেন । যেরকমটা হয়েছে পল্লব মালোর ক্ষেত্রে । বালুরঘাট ব্লকের গোপালবাটি-৯ গ্রাম পঞ্চায়েতের জোতগোপাল গ্রামের বাসিন্দা বছর আঠারোর পল্লব । জলপাইগুড়ি সাই সেন্টারের অ্যাথলিট সে । পল্লবের বাবা প্রদীপ মালো দিনমজুর । কখনও চাষের ক্ষেত, আবার কখনও লোকের বাড়িতে রাজমিস্ত্রির যোগাড়ে । মা দিদি ঠাকুমাকে নিয়ে পাঁচজনের সংসারে বাবার উপার্জন যথেষ্ট নয় । তাই একবছর খেলা না থাকায় পল্লব বাবার সঙ্গে দিনমজুরের কাজে লেগে পড়েছে । "যখন যা পাই তাই করি । রাজমিস্ত্রির সঙ্গে কাজ করেছি আবার ধান পাট কাটতে মাঠেও নেমেছি । রাজমিস্ত্রির সঙ্গে দিনে দুশো টাকা, মাঠে চাষের কাজ করলে আড়াইশো টাকা মেলে । সঙ্গে খোরাকি ৷" বলে পল্লব ।
2019 সালে অনুর্ধ্ব -18 মিটে 800 মিটার দৌড়ে রাজ্যস্তরে রেকর্ড করেছে পল্লব । এই পারফরম্যান্স তাকে ভুবনেশ্বরে জাতীয় শিবিরে সুযোগ করে দেয় । 2020 সালের ফেব্রুয়ারি মাসে জাতীয় শিবিরে দুই মাস থেকে হোস্টেলে যোগ দিয়েছিল সে । কিন্তু করোনা ভাইরাসের সংক্রমণের জেরে বাড়ি ফিরতে বাধ্য হয় । এই অবস্থায় অনুশীলন বন্ধ করে পরিবারের অর্থকষ্টের কারণে কাজে নামতে বাধ্য হয় । "কাজের ফাঁকে বা কাজ না থাকলে অনুশীলন করি ৷", জানিয়েছে প্রতিভাবান অ্যাথলিট ।
আরও পড়ুন : UEFA EURO 2020 : গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে পরের পর্বে ইতালি, আশা জিইয়ে রাখল সুইৎজ়ারল্যান্ড
তার এই দুরাবস্থার কথা শুনে সাহায্যের হাত বাড়িয়েছে সৌরভ গাঙ্গুলী ফাউন্ডেশন । বালুরঘাটে এই ফাউন্ডেশনের দায়িত্বে রয়েছেন গৌতম গোস্বামী এবং শিবেন লাহা । সিএবির অ্যাপেক্স কাউন্সিলের সদস্য গৌতম গোস্বামীর উদ্যোগে সৌরভ অক্সিজেন সিলিন্ডারের ব্যবস্থা করে বালুরঘাটের করোনা আক্রান্তদের পাশে দাঁড়িয়েছিলেন । এবার গৌতম গোস্বামী এবং প্রাক্তন গোলরক্ষক শিবেন লাহার তত্ত্বাবধানে পল্লবের পাশে সৌরভ গঙ্গোপাধ্যায় এবং তাঁর ফাউন্ডেশন । ইতিমধ্যে পল্লবের বাড়ি গিয়ে তার সঙ্গে দেখা করেছেন ফাউন্ডেশনের প্রতিনিধিরা । জানিয়ে দেওয়া হয়েছে পরিবারের খরচ এখন ফাউন্ডেশন বহন করবে । সংসারের নিত্যপ্রয়োজনীয় দ্রব্য কিনে দেওয়া হয়েছে । পল্লবের হাতে তুলে দেওয়া হয়েছে ক্রীড়া সরঞ্জাম । এখন পল্লব দিনমজুরের কাজে নয়, শুধুই অনুশীলনে ডুবে থাকুক । লকডাউনের কঠিন পরিস্থিতিতে প্রাক্তন ভারত অধিনায়কের মানবিক উদ্যোগে প্রতিভাবান ক্রীড়াবিদ ফিরল অনুশীলনে । থমকে যাওয়া স্বপ্ন পূরণে দৌড় শুরু পল্লবের ।