টোকিয়ো, 8 অগস্ট : সাফল্যটুকুই চোখে পড়ে ভক্তদের ৷ সাফল্যের পেছনের পরিশ্রম জানে একজন খেলোয়াড় ৷ কোনও ম্যাচ জিতলে যে ভাল লাগে, তা আর নতুন কথা কী ৷ কিন্তু হারার ধাক্কা সামলে জয়ে ফেরার যে তীব্র মানসিক লড়াই, তা জানেন শুধু একজন চ্যাম্পিয়ান ৷ যেমন বজরং পুনিয়া ৷ রবিবার একথাই বুঝিয়ে দিলেন তিনি ৷
টোকিয়ো অলিম্পিকসে 65 কেজি ফ্রি-স্টাইল কুস্তিতে দেশের হয়ে ব্রোঞ্জ পদক জিতেছেন ৷ হরিয়ানার পহলবানকে নিয়ে গর্বিত গোটা দেশ ৷ কিন্তু সেমিফাইনালের হারার পর মানসিকভাবে কতখানি ক্ষতবিক্ষত হয়েছিলেন ? এদিন তা স্পষ্ট করলেন ৷ জানালেন, সেই রাতে দুই থেকে তিন ঘণ্টার বেশি ঘুমোতে পারেননি ৷
বজরং পুনিয়ার কথায়, "আমি কথা বলার মতো অবস্থায় ছিলাম না ৷ কেউ এতখানি মানসিকভাবে ভেঙে পড়ে না, খেলায় হারলে একজন অ্যাথলিট যতখানি ভেঙে পড়ে ৷ হাজার চেষ্টা করেও গোটা রাতে দুই থেকে তিন ঘণ্টার বেশি ঘুমোতে পারিনি সেদিন ৷" টোকিয়োয় পদকজয়ী ভারতীয় কুস্তিগীর আরও বলেন, "শেষ পর্যন্ত অনুভব করি, পুরনো ম্যাচ নিয়ে ভেবে লাভ হবে না ৷ আমাকে সামনের দিকে তাকাতে হবে এবং পরের ম্যাচে পদক জিততে হবে ৷"
আরও পড়ুন: Bajrang Punia : বজরং ব্রোঞ্জ জিততেই হরিয়ানার বাড়িতে উৎসব, কেঁদে ফেললেন দাদা
শেষ পর্যন্ত চাম্পিয়ান খেলোয়াড়ের মতোই পদক জেতেন বজরং পুনিয়া ৷ কাজাকিস্তানের দৌলত নিয়াজবেকভকে রিংয়ে দাঁড়াতেই দেননি ৷ প্রতিপক্ষকে 8-0 স্কোরে হারিয়ে দেশের জন্য পদক নিশ্চিত করেন ৷