ETV Bharat / sports

AFC CUP 2022: জয়ের লক্ষ্য নিয়েই মাঠে নামবে এটিকে মোহনবাগান, জানালেন জুয়ান ফেরান্দো - এটিকে মোহনবাগান

আজ এএফসি কাপ (AFC CUP 2022) ইন্টারজোনাল সেমি-ফাইনালে কুয়ালালামপুর এফসির বিরুদ্ধে নামছে এটিকে মোহনবাগান ৷ ঘরের মাঠের এই ম্যাচে অলআউট যাওয়ার পরিকল্পনা জুয়ান ফেরান্দোর ৷

AFC CUP 2022 Interzonal Semi-Finals ATK Mohun Bagan vs Kuala Lumpur FC
AFC CUP 2022 Interzonal Semi-Finals ATK Mohun Bagan vs Kuala Lumpur FC
author img

By

Published : Sep 7, 2022, 10:28 AM IST

কলকাতা, 7 সেপ্টেম্বর: প্রতিপক্ষের চেয়ে যে কোনও মূল্যে একটি গোল বেশি করার লক্ষ্য নিয়ে মাঠে নামার কথা জানালেন এটিকে মোহনবাগান কোচ জুয়ান ফেরান্দো ৷ বুধবার যুবভারতী ক্রীড়াঙ্গনে এএফসি কাপ ইন্টারজোনাল সেমি-ফাইনালে (Interzonal Semi Finals) মালয়েশিয়ার কুয়ালালামপুর এফসির বিরুদ্ধে খেলবে এটিকে মোহনবাগান (ATK Mohun Bagan vs Kuala Lumpur FC) ৷ আর তার আগে ফেরান্দো জানালেন, এশিয়া মহাদেশীয় টুর্নামেন্টে সাফল্যের হাতছানিতে উজ্জীবিত সবুজ-মেরুন ব্রিগেড ৷

মঙ্গলবার বিকেলে অনুশীলনে নামার আগে সবুজ-মেরুন কোচ বলেন, “আমার লক্ষ্য প্রতিপক্ষের চেয়ে একটি গোল বেশি করা ৷ প্রথমে একটি গোল করা ৷ তার পর গোলের সংখ্যা বাড়ানো ৷ ক্লাব এবং ফুটবলারদেরও সেটাই মানসিকতা ৷ ঝুঁকি না নিলে জয় পাওয়া যায় না । তাই ঝুঁকি না নিলে ভুল করা হবে ৷ আক্রমণাত্মক ফুটবল খেলে গোলের সুযোগ তৈরি করাই লক্ষ্য ৷ একই সঙ্গে গোল হজম না করা মাথায় রাখতে হবে ৷ আমার একমাত্র লক্ষ্য গোল হজম না করে গোল করা ৷’’

এই টুর্নামেন্টের প্রাথমিক পর্বে প্রতিপক্ষের উপর রোড রোলার চালিয়েছিল এটিকে মোহনবাগান ৷ তবে, চলতি মরসুমে এটিকে মোহনবাগানের অন্যতম সমস্যা গোল করার সঠিক লোকের অভাব ৷ পাশাপাশি, ডুরাণ্ড কাপে প্রথমে গোল করলেও, সেই ব্যবধান ধরে রাখতে পারেনি এটিকে এমবি ৷ মূলত, আক্রমণ এবং রক্ষণ দু’টোকে সমানভাবে বজায় রাখতে ব্যর্থ হয়েছে এটিকে মোহনবাাগান ৷

সাংবাদিক সম্মেলনে জনি কাউকোকে পাশে নিয়ে জুয়ান ফেরান্দো বলেন, “ফুটবলে এই সমস্যা নতুন নয় ৷ আমি চিন্তিত হতাম যদি সুযোগ তৈরি না হত ৷ আমরা যদি পরিকল্পনা বদল করতাম তাহলে অনেক কিছু বদলে যেত ৷ আশা করি আমরা এই ম্যাচে ভাগ্যের সাহায্য পাব ৷ তবে, সুযোগগুলো কাজে লাগালে জয় আসবে ৷ দল ভালো জায়গায় রয়েছে এবং আমার পরিকল্পনা অনুসারে কাজ করছে ৷ সুযোগ তৈরি হচ্ছে তাই আমি চিন্তিত নই ৷”

আরও পড়ুন: ডুরান্ডে বিদায়ের পর এএফসি সেমিফাইনালেই পাখির চোখ বাগানের

এএফসি কাপ ইন্টারজোনাল সেমি-ফাইনালে কুয়ালালামপুর এফসি’র বিরুদ্ধে ম্যাচ কঠিন হবে বলে মনে করছেন জনি কাউকো ৷ তিনি জানিয়েছেন, এই ম্যাচের জন্য মোহনবাগানও দারুণভাবে প্রস্তুতি নিয়েছে ৷ প্রত্যেকে ফুটবলার প্রচুর পরিশ্রম করেছেন বলে জানিয়েছেন সবুজ-মেরুনের তারকা মিডফিল্ডার ৷

কুয়ালালামপুর এফসি-কে নিয়ে ফেরান্দো বলেন, “আমার মতে খুব ভালো দল কুয়ালালামপুর এফসি ৷ সেই কারণেই তারা সেমিফাইনালে ৷ আক্রমণ এবং রক্ষণভাগে একটা পরিবর্তনের মধ্যে দিয়ে যাচ্ছে দলটি ৷ লিগ, এএফসি কাপ এবং অন্যান্য টুর্নামেন্ট নিয়ে নির্দিষ্ট পরিকল্পনা রয়েছে ৷ তাই ম্যাচটি কঠিন হবে ৷ তবে, আমরা সাফল্য পাওয়ার ব্যাপারে আশাবাদী ৷

কলকাতা, 7 সেপ্টেম্বর: প্রতিপক্ষের চেয়ে যে কোনও মূল্যে একটি গোল বেশি করার লক্ষ্য নিয়ে মাঠে নামার কথা জানালেন এটিকে মোহনবাগান কোচ জুয়ান ফেরান্দো ৷ বুধবার যুবভারতী ক্রীড়াঙ্গনে এএফসি কাপ ইন্টারজোনাল সেমি-ফাইনালে (Interzonal Semi Finals) মালয়েশিয়ার কুয়ালালামপুর এফসির বিরুদ্ধে খেলবে এটিকে মোহনবাগান (ATK Mohun Bagan vs Kuala Lumpur FC) ৷ আর তার আগে ফেরান্দো জানালেন, এশিয়া মহাদেশীয় টুর্নামেন্টে সাফল্যের হাতছানিতে উজ্জীবিত সবুজ-মেরুন ব্রিগেড ৷

মঙ্গলবার বিকেলে অনুশীলনে নামার আগে সবুজ-মেরুন কোচ বলেন, “আমার লক্ষ্য প্রতিপক্ষের চেয়ে একটি গোল বেশি করা ৷ প্রথমে একটি গোল করা ৷ তার পর গোলের সংখ্যা বাড়ানো ৷ ক্লাব এবং ফুটবলারদেরও সেটাই মানসিকতা ৷ ঝুঁকি না নিলে জয় পাওয়া যায় না । তাই ঝুঁকি না নিলে ভুল করা হবে ৷ আক্রমণাত্মক ফুটবল খেলে গোলের সুযোগ তৈরি করাই লক্ষ্য ৷ একই সঙ্গে গোল হজম না করা মাথায় রাখতে হবে ৷ আমার একমাত্র লক্ষ্য গোল হজম না করে গোল করা ৷’’

এই টুর্নামেন্টের প্রাথমিক পর্বে প্রতিপক্ষের উপর রোড রোলার চালিয়েছিল এটিকে মোহনবাগান ৷ তবে, চলতি মরসুমে এটিকে মোহনবাগানের অন্যতম সমস্যা গোল করার সঠিক লোকের অভাব ৷ পাশাপাশি, ডুরাণ্ড কাপে প্রথমে গোল করলেও, সেই ব্যবধান ধরে রাখতে পারেনি এটিকে এমবি ৷ মূলত, আক্রমণ এবং রক্ষণ দু’টোকে সমানভাবে বজায় রাখতে ব্যর্থ হয়েছে এটিকে মোহনবাাগান ৷

সাংবাদিক সম্মেলনে জনি কাউকোকে পাশে নিয়ে জুয়ান ফেরান্দো বলেন, “ফুটবলে এই সমস্যা নতুন নয় ৷ আমি চিন্তিত হতাম যদি সুযোগ তৈরি না হত ৷ আমরা যদি পরিকল্পনা বদল করতাম তাহলে অনেক কিছু বদলে যেত ৷ আশা করি আমরা এই ম্যাচে ভাগ্যের সাহায্য পাব ৷ তবে, সুযোগগুলো কাজে লাগালে জয় আসবে ৷ দল ভালো জায়গায় রয়েছে এবং আমার পরিকল্পনা অনুসারে কাজ করছে ৷ সুযোগ তৈরি হচ্ছে তাই আমি চিন্তিত নই ৷”

আরও পড়ুন: ডুরান্ডে বিদায়ের পর এএফসি সেমিফাইনালেই পাখির চোখ বাগানের

এএফসি কাপ ইন্টারজোনাল সেমি-ফাইনালে কুয়ালালামপুর এফসি’র বিরুদ্ধে ম্যাচ কঠিন হবে বলে মনে করছেন জনি কাউকো ৷ তিনি জানিয়েছেন, এই ম্যাচের জন্য মোহনবাগানও দারুণভাবে প্রস্তুতি নিয়েছে ৷ প্রত্যেকে ফুটবলার প্রচুর পরিশ্রম করেছেন বলে জানিয়েছেন সবুজ-মেরুনের তারকা মিডফিল্ডার ৷

কুয়ালালামপুর এফসি-কে নিয়ে ফেরান্দো বলেন, “আমার মতে খুব ভালো দল কুয়ালালামপুর এফসি ৷ সেই কারণেই তারা সেমিফাইনালে ৷ আক্রমণ এবং রক্ষণভাগে একটা পরিবর্তনের মধ্যে দিয়ে যাচ্ছে দলটি ৷ লিগ, এএফসি কাপ এবং অন্যান্য টুর্নামেন্ট নিয়ে নির্দিষ্ট পরিকল্পনা রয়েছে ৷ তাই ম্যাচটি কঠিন হবে ৷ তবে, আমরা সাফল্য পাওয়ার ব্যাপারে আশাবাদী ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.