কলকাতা, 9 জুন: ভারত - 2 (সুনীল ছেত্রী), কম্বোডিয়া - 0
ভরসার নাম সুনীল ছেত্রী । তাই বছর সাঁইত্রিশের তরুণকে ঘিরে বুধবারের যুবভারতীর জয়ধবনিতে একটাই নাম, সুনীল ছেত্রী (Sunil Chhetri)। ম্যাচের সেরাও তিনি । মেসি, নেইমার, ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর গোল উৎসবের সপ্তাহে ভারতীয় নাম সুনীল ছেত্রী । জোড়া গোল করে আন্তর্জাতিক ম্যাচে গোল সংখ্যায় ছয় নম্বরে ভারতীয় দলের অধিনায়ক । এএফসি এশিয়ান কাপের যোগ্যতা অর্জন পর্বের ম্যাচে (AFC Asian Cup qualification) 2-0 গোলে কম্বোডিয়াকে হারাল ভারত । জোড়া গোল সুনীলের । আন্তর্জাতিক মঞ্চে গোল করা অভ্যেসে পরিণত করে ফেলেছেন ভারতের নেতা । এ দিন 13 এবং 60 মিনিটে করা গোলে লিওনেল মেসির সঙ্গে পার্থক্য কমালেন সুনীল । দেশের জার্সিতে 82তম গোল করে ফেললেন । সামনে একা লিওনেল মেসি । আর্জেন্টাইন তারকার গোল সংখ্যা 86 । স্বাভাবিক ভাবেই ম্যাচের সেরা সুনীল (India beats Cambodia)।
সপ্তাহের মাঝে রাত সাড়ে আটটায় ম্যাচ । কিন্তু হাজির প্রায় 27 হাজার দর্শক । কেন বাংলাকে ফুটবলের মক্কা বলা হয় তার প্রমাণ আরও একবার মিলল । গ্যালারিতে মোবাইল জোনাকি । এক টুকরো ইডেন যেন উঠে এল যুবভারতীতে । শুরুতে কয়েক মিনিটের জাতীয় সঙ্গীত বিভ্রাট দমাতে পারেনি কলকাতার ফুটবলপ্রেমীদের স্পিরিট । যার প্রতিফলন ঘটল মাঠে । আগের দিন সাংবাদিক সম্মেলনে ইগর স্টিমাচ জানিয়েছিলেন, প্রথম মিনিট থেকেই অলআউট ঝাঁপাবে ব্লু টাইগার্সরা । হলও তাই । এ দিন তারুণ্যে জোর দিয়েছিলেন ক্রোয়েশিয়ান কোচ । প্রীতম কোটাল, শুভাশিস বসুদের জায়গা হয় বেঞ্চে । রক্ষণে সন্দেশের সঙ্গে জুটি বাঁধেন আনোয়ার আলি । যদিও গোটা ম্যাচে ভারতের রক্ষণকে পরীক্ষার মুখে পড়তে হয়নি । পুরোটাই দাপট ছিল সুনীলদের ।
এ দিন 4-3-3 ফরমেশনে দল সাজিয়েছিলেন স্টিমাচ । সামনে মনবীর, সুনীল এবং লিস্টন । আপফ্রন্টে সুনীল-লিস্টন জুটি এবং উইংয়ে আকাশের গতি ত্রাস সৃষ্টি করে কম্বোডিয়া রক্ষণে । হন্ডার কোনও গোপন ট্যাকটিক্স কার্যকরী হয়নি । বুধবার রাতে সাইডলাইনে দাঁড়িয়ে একনাগাড়ে নির্দেশ দিতে দেখা যায় এসি মিলনের তারকাকে । কিন্তু তার প্রতিফলন মাঠে খুব একটা ফেলতে পারেননি কম্বোডিয়ার ফুটবলাররা ।
ম্যাচের 12 মিনিটে লিস্টনকে বক্সের মধ্যে ফাউল করেন কক বরিস । নিশ্চিত পেনাল্টি । 13 মিনিটে স্পট কিক থেকে ভারতকে এগিয়ে দেন সুনীল ছেত্রী । দেশের জার্সিতে 81তম গোল তুলে নেন ভারতের স্টার ফুটবলার । মেসির সঙ্গে পার্থক্য কমাতে বেশিক্ষণ অপেক্ষা করতে হয়নি । ম্যাচের 60 মিনিটে 2-0 করেন সুনীল । ব্র্যান্ডন ফার্নান্দেজের মাপা ক্রসে হেড ভারতের নেতার । করে ফেলেন 82তম গোল । হ্যাটট্রিকের সুযোগ ছিল সুনীলের । কিন্তু দ্বিতীয় গোলের পরপরই আকাশের ক্রস থেকে গোল মিস করেন ।
কম্বোডিয়ার বিরুদ্ধে প্রথমার্ধেই তিন গোলে এগিয়ে যেতে পারত ভারত । 24 এবং 42 মিনিটে রোশন সিং ও আকাশ মিশ্রর শট বাঁচান কম্বোডিয়ার গোলকিপার হুল কিমহুই। গোটা ম্যাচ হন্ডার দলের সুযোগ মাত্র একটা । প্রথমার্ধের ইনজুরি টাইমে কেও সকপেংয়ের ফ্রিকিক তালুবন্দি করেন গুরপ্রীত । বিরতির পর জোড়া পরিবর্তন করেন স্টিমাচ । মানবীর, অনিরুদ্ধের জায়গায় নামান উদান্ত এবং সাহালকে । ম্যাচের 68 মিনিটে সুনীলকে তুলে আশিককে নামান ভারতের কোচ । দুই গোলে এগিয়ে যাওয়ার পর শেষদিকে রক্ষণ আরও আঁটোসাঁটো করেন স্টিমাচ । দ্বিতীয়ার্ধে কিছুটা ছন্দপতন হয় ভারতের, তবে তাতে ম্যাচের স্কোরলাইনে কোনও প্রভাব পড়েনি । 90 মিনিটের শেষে ইন্ডিয়া, ইন্ডিয়া ধ্বনিতে গর্জে ওঠে যুবভারতী । দিনের প্রথম ম্যাচে আফগানিস্তান কে 2-1 গোলে হারাল হংকং ।