গুয়াহাটি, 11 ফেব্রুয়ারি : গতিই তাঁর পরিচয় ৷ জাতীয় স্তরে সাফল্য ও আন্তর্জাতিক স্তরের প্রতিযোগিতায় দেশের মুখ উজ্জ্বল করেছেন ৷ 'ধিং এক্সপ্রেস' নামে পরিচিত স্প্রিন্টার হিমা দাসকে অসম পুলিশের বড় পদে বসাল অসম সরকার ৷ গতকাল মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনোয়ালের ক্যাবিনেট বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয় ৷ অসম সরকারের এই সিদ্ধান্তে উচ্ছ্বসিত দেশের ক্রীড়ামন্ত্রী কিরেন রিজিজু ৷
বর্তমান ভারতের শীর্ষ অ্যাথলিটদের মধ্যে একজন হিমা দাস ৷ জাকার্তা এশিয়ান গেমসে পদক জয়ী হিমাকে ডেপুটি সুপারিনটেন্ডেন্ট অব পুলিশের পদ দিয়েছে অসম সরকার ৷ এর পাশাপাশি অলিম্পিকস, ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ, কমনওয়েলথ, এশিয়ান গেমসের মতো প্রতিযোগিতায় প্রতিনিধিত্ব করা ক্রীড়াবিদদের সরকারি চাকরি দেওয়ার সিদ্ধান্তও নেওয়া হয়েছে ৷ আন্তর্জাতিক স্তরের প্রতিযোগিতায় অংশগ্রহণ করা এই ক্রীড়াবিদদের ক্লাস ওয়ান এবং টু র্যাঙ্কের চাকরি দেওয়া হবে ৷
আরও পড়ুন : ফাইট রিতিকা ফাইট
এদিকে হিমার চাকরির খবরে আনন্দ প্রকাশ করেছেন ক্রীড়ামন্ত্রী কিরেন রিজিজু ৷ হিমার সঙ্গে ছবি টুইট করে তিনি লেখেন, "দারুণ খবর ৷ অসমের মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনোয়াল স্প্রিন্টের রানিকে ডিএসপি পদ দেওয়ার কথা ঘোষণা করেছেন ৷"
-
Well done! Assam Cabinet, headed by CM @sarbanandsonwal Ji has decided to offer the post of DSP in Assam Police to sprinter queen @HimaDas8 ! pic.twitter.com/kfkFcYj4KE
— Kiren Rijiju (@KirenRijiju) February 10, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data="
">Well done! Assam Cabinet, headed by CM @sarbanandsonwal Ji has decided to offer the post of DSP in Assam Police to sprinter queen @HimaDas8 ! pic.twitter.com/kfkFcYj4KE
— Kiren Rijiju (@KirenRijiju) February 10, 2021Well done! Assam Cabinet, headed by CM @sarbanandsonwal Ji has decided to offer the post of DSP in Assam Police to sprinter queen @HimaDas8 ! pic.twitter.com/kfkFcYj4KE
— Kiren Rijiju (@KirenRijiju) February 10, 2021