ETV Bharat / sports

IFA Governing Body: আইএফএতে ফিরলেন অভিষেক ডালমিয়া

সোমবার ছিল আইএফএর নতুন গভর্নিং বডির সদস‍্য নির্বাচন ৷ ফের এই বডিতে এলেন অভিষেক ডালমিয়া ৷ অন্যদিকে প্রথমবার এই বডিতে আনা হল সাংসদ শান্তনু সেনকে ৷

Etv Bharat
আইএফএ নতুন গভর্নিং বডির নির্বাচন
author img

By

Published : Jun 12, 2023, 10:33 PM IST

কলকাতা, 12 জুন: আইএফএ-র নতুন গভর্নিং বডিতে এলেন দেবাশিস দত্ত, আমিরুদ্দিন ববি, অভিষেক ডালমিয়া এবং রাজ্যসভার তৃণমূল কংগ্রেসের সাংসদ শান্তনু সেন । আইএফএ-র গভর্নিং বডিতে ফিরে এলেন মোহনবাগান ক্লাবের সচিব দেবাশিস দত্ত । রয়েছেন ইস্টবেঙ্গলের প্রতিনিধি দীপঙ্কর চক্রবর্তী ও মহমেডান স্পোর্টিংয়ের প্রেসিডেন্ট আমিরুদ্দিন ববি।

তবে আইএফএ-তে এবারের চমক সিএবি-র প্রাক্তন সভাপতি ও আইপিএলের বর্তমান কাউন্সিল মেম্বার অভিষেক ডালমিয়ার গভর্নিং বডিতে প্রত্যাবর্তন । দ্বিতীয় ডিভিশনের রাজস্থান ক্লাব থেকে গভর্নিং বডির সভায় প্রথমবার এসেছিলেন জগমোহন ডালমিয়ার পুত্র অভিষেক ডালমিয়া । সেটাই ছিল ময়দানের ক্রীড়া প্রশাসনে তাঁর অভিষেক । সেদিন তাঁকে পরিচয় করে দিয়েছিলেন সুব্রত দত্ত ।

সেবারের মত এবারও অভিষেক গভর্নিং বডিতে রাজস্থানের হয়ে প্রতিনিধিত্ব করেন । পরে ক্রিকেট প্রশাসনে চলে যান । সেই সময় গভর্নিং বডিতে এক বছরের জন্য এসেছিলেন অভিষেকের ভাগ্নে তথা বৈশালী ডালমিয়ার পুত্র । এখন ক্রিকেট প্রশাসনে কুলিং অফে রয়েছেন অভিষেক । তাই এই বছর ফের এলেন ফুটবল নিয়ামক সংস্থার গভর্নিং বডিতে অভিষেক ডালমিয়া । সোমবার ছিল আইএফএর নতুন গভর্নিং বডির সদস‍্য নির্বাচন । বেলা সোয়া এগারোটা থেকে পঞ্চম ডিভিশন থেকে প্রিমিয়র ডিভিশনের প্রতিনিধিদের নিয়ে গভর্নিং বডির সদস‍্য নির্বাচন শুরু হয়।

এই বছরও কোনও তারকা প্রাক্তন ফুটবলার গভর্নিং বডিতে নেই । তবে রাজ‍্য সভার সাংসদ শান্তনু সেন গভর্নিং বডিতে এসেছেন । পঞ্চম ডিভিশনের বেলেঘাটা বালকবৃন্দ থেকে আইএফএ-র গভর্নিং বডির সভায় প্রথমবার এলেন সাংসদ শান্তনু সেন । আগামী 20 জুন আইএফএ-র বার্ষিক সাধারণ সভা সুবর্ণবণিক সভা ঘরে । তারপর থেকে নতুন গভর্নিং বডি কাজ শুরু করবে । প্রথম গভর্নিং বডিতে আইএফএ-তে সহসচিবের নির্বাচন হবে। তবে ধীরে ধীরে হলেও রাজ্য ফুটবল নিয়ামক সংস্থার অফিসে শাসক দলের প্রতিনিধিত্ব বাড়ছে তা বলাই যায় ।

আরও পড়ুন : আর্থিক সমস্যা মেটাতে আইএফএ'র বাড়ি বিক্রির প্রস্তাবে না সচিবের

কলকাতা, 12 জুন: আইএফএ-র নতুন গভর্নিং বডিতে এলেন দেবাশিস দত্ত, আমিরুদ্দিন ববি, অভিষেক ডালমিয়া এবং রাজ্যসভার তৃণমূল কংগ্রেসের সাংসদ শান্তনু সেন । আইএফএ-র গভর্নিং বডিতে ফিরে এলেন মোহনবাগান ক্লাবের সচিব দেবাশিস দত্ত । রয়েছেন ইস্টবেঙ্গলের প্রতিনিধি দীপঙ্কর চক্রবর্তী ও মহমেডান স্পোর্টিংয়ের প্রেসিডেন্ট আমিরুদ্দিন ববি।

তবে আইএফএ-তে এবারের চমক সিএবি-র প্রাক্তন সভাপতি ও আইপিএলের বর্তমান কাউন্সিল মেম্বার অভিষেক ডালমিয়ার গভর্নিং বডিতে প্রত্যাবর্তন । দ্বিতীয় ডিভিশনের রাজস্থান ক্লাব থেকে গভর্নিং বডির সভায় প্রথমবার এসেছিলেন জগমোহন ডালমিয়ার পুত্র অভিষেক ডালমিয়া । সেটাই ছিল ময়দানের ক্রীড়া প্রশাসনে তাঁর অভিষেক । সেদিন তাঁকে পরিচয় করে দিয়েছিলেন সুব্রত দত্ত ।

সেবারের মত এবারও অভিষেক গভর্নিং বডিতে রাজস্থানের হয়ে প্রতিনিধিত্ব করেন । পরে ক্রিকেট প্রশাসনে চলে যান । সেই সময় গভর্নিং বডিতে এক বছরের জন্য এসেছিলেন অভিষেকের ভাগ্নে তথা বৈশালী ডালমিয়ার পুত্র । এখন ক্রিকেট প্রশাসনে কুলিং অফে রয়েছেন অভিষেক । তাই এই বছর ফের এলেন ফুটবল নিয়ামক সংস্থার গভর্নিং বডিতে অভিষেক ডালমিয়া । সোমবার ছিল আইএফএর নতুন গভর্নিং বডির সদস‍্য নির্বাচন । বেলা সোয়া এগারোটা থেকে পঞ্চম ডিভিশন থেকে প্রিমিয়র ডিভিশনের প্রতিনিধিদের নিয়ে গভর্নিং বডির সদস‍্য নির্বাচন শুরু হয়।

এই বছরও কোনও তারকা প্রাক্তন ফুটবলার গভর্নিং বডিতে নেই । তবে রাজ‍্য সভার সাংসদ শান্তনু সেন গভর্নিং বডিতে এসেছেন । পঞ্চম ডিভিশনের বেলেঘাটা বালকবৃন্দ থেকে আইএফএ-র গভর্নিং বডির সভায় প্রথমবার এলেন সাংসদ শান্তনু সেন । আগামী 20 জুন আইএফএ-র বার্ষিক সাধারণ সভা সুবর্ণবণিক সভা ঘরে । তারপর থেকে নতুন গভর্নিং বডি কাজ শুরু করবে । প্রথম গভর্নিং বডিতে আইএফএ-তে সহসচিবের নির্বাচন হবে। তবে ধীরে ধীরে হলেও রাজ্য ফুটবল নিয়ামক সংস্থার অফিসে শাসক দলের প্রতিনিধিত্ব বাড়ছে তা বলাই যায় ।

আরও পড়ুন : আর্থিক সমস্যা মেটাতে আইএফএ'র বাড়ি বিক্রির প্রস্তাবে না সচিবের

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.