মাদ্রিদ, 15 সেপ্টেম্বর: ফুটবলের কথা উঠলেই সব বাঙালি গুগনিয়ে ওঠে, 'সব খেলার সেরা বাঙালির তুমি ফুটবল' ৷ বাঙালির এই ফুটবল প্রেমকে নয়া মাত্র দিতে স্পেন সফরে গিয়েছেন বাংলার 'দাদা' ও 'দিদি' ৷ সঙ্গে রয়েছেন বিভিন্ন ফুটবল ক্লাবের শীর্ষকর্তা থেকে শুরু করে বিনিয়োগকারীরাও ৷ লক্ষ্য একটাই ভারতীয় ফুটবলের স্বর্ণযুগ ফিরিয়ে আনা ৷ আর সেই লক্ষ্যেই স্বাক্ষরিত হল মউ । ঠিক হল, বাংলায় ফুটবলের অ্যাকাডেমি গড়বে লা লিগা।
খেলাধূলা বারবারই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের খুব প্রিয় ৷ বাংলার ফুটবলের কৌলিন্য আবার ফিরিয়ে আনতে উদ্যোগী হয়েছেন তিনি । তাই স্পেন সফর ৷ এই সফর ঘিরে মুখ্যমন্ত্রীর অন্যতম প্রধান লক্ষ্য ছিল বাংলার ফুটবলকে আরও উন্নতির পথে নিয়ে যাওয়া। বৃহস্পতিবার মাদ্রিদে বসে এই বিষয়ে সবথেকে গুরুত্বপূর্ণ পদক্ষেপ করলেন তিনি । ফল স্বরূপ কলকাতার ফুটবলে জুড়তে চলেছে তিতিতাকার গরিমা। স্প্যানিশ ফুটবলের ছোয়া লাগতে চলেছে বাংলার ময়দানে ।
বৃহস্পতিবার বিশ্ব ফুটবলে অন্যতম গুরুত্বপূর্ণ নাম লা লিগার প্রেসিডেন্ট হাবিয়ার তেভাজের সঙ্গে বৈঠক করলেন মুখ্যমন্ত্রী । আর সেই বৈঠকে পশ্চিমবঙ্গ সরকার এবং লা লিগার মধ্যে মউ স্বাক্ষরিত হয়। আগামিদিনে বাংলার ফুটবলের উন্নয়নে কাজ করবে লা লিগা । লা লিগার সাহায্যে বাংলায় তৈরি হবে ফুটবল অ্যাকাডেমি ৷ বাংলার ফুটবলের জন্য মুখ্যমন্ত্রীর এই পদক্ষেপ অত্যন্ত ভালো বলে মনে করছে বিশেষজ্ঞ মহলের একাংশ ।
-
Today, I attended the West Bengal Session with @LaLiga, Spain organised in partnership with WBIDC and ICC.
— Mamata Banerjee (@MamataOfficial) September 14, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data="
President Javier Tebas and I had an enriching discussion about the development of football in Bengal.
The session was attended by @SGanguly99 as well as representatives… pic.twitter.com/VI6jrAzfWP
">Today, I attended the West Bengal Session with @LaLiga, Spain organised in partnership with WBIDC and ICC.
— Mamata Banerjee (@MamataOfficial) September 14, 2023
President Javier Tebas and I had an enriching discussion about the development of football in Bengal.
The session was attended by @SGanguly99 as well as representatives… pic.twitter.com/VI6jrAzfWPToday, I attended the West Bengal Session with @LaLiga, Spain organised in partnership with WBIDC and ICC.
— Mamata Banerjee (@MamataOfficial) September 14, 2023
President Javier Tebas and I had an enriching discussion about the development of football in Bengal.
The session was attended by @SGanguly99 as well as representatives… pic.twitter.com/VI6jrAzfWP
এদিন বাংলার ফুটবলের প্রশংসা করেছেন লা লিগার প্রেসিডেন্ট তেফাজ । স্প্যানিশের তাঁর বক্তব্যের নির্যাস কিছুটা এরকম, "আমরা জানি, সারা ভারতের মধ্যে বাংলায় সবচেয়ে বেশি ফুটবল সমর্থক আছেন। বাংলায় প্রতিভার কোনও অভাব নেই। ভারতীয় ফুটবলের সেরা কিছু খেলোয়াড় উঠে এসেছেন এখান থেকেই। আমরা বাংলার ফুটবলের উন্নতিতে কাজ করতে চাই । সেই লক্ষ্যে আমরা একটা মউ সই করেছি ৷"
তিনি আরও বলেন, "ফুটবলের উন্নতির জন্য বিভিন্ন ক্লাব এবং রাজনৈতিক নেতৃত্বগুলির সম্মিলিত প্রয়াস প্রয়োজন। শুধু ভারত নয় এই একই পদ্ধতি গোটা পৃথিবীর ক্ষেত্রেই প্রযোজ্য। আমি নিশ্চিত, পশ্চিমবঙ্গে সেই দুটোই রয়েছে। লা লিগা বাংলার ফুটবলের উন্নতির অংশ হতে চায় চায়। আপনারা যে আমাদের উপর আস্থা রাখছেন তার জন্য ধন্যবাদ । আমরা শীঘ্রই একসঙ্গে কাজ শুরু করব ।"
এই মঞ্চেই বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও লা লিগা প্রেসিডেন্টকে এই উদ্যোগের জন্য ধন্যবাদ জানান।বাংলার ফুটবল প্রেমের কথা উল্লেখ করে মুখ্যমন্ত্রী বলেন, "বাংলার মানুষ ফুটবল ভালোবাসেন। আমাদের রাজ্যের প্রতিটি প্রান্তে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে অসংখ্য ফুটবল প্রতিভা ৷ লা লিগার অ্যাকাডেমি তৈরি হলে তারাও আগামিদিনে প্রচারের আলোয় উঠে আসতে পারবে। বাংলার ঘর থেকে উঠে আসবে মেসি ও রোনালন্ডোর মতো তারকারা ৷" পরে নিজের টুইটারে এ নিয়ে পোস্টও করেন মমতা।
আরও পড়ুন: লক্ষ্য বিনিয়োগ! মাদ্রিদে ইনডিটেক্স-জারার মতো জনপ্রিয় ব্র্যান্ডের প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে মমতা
প্রসঙ্গত, এই বৈঠকে উপস্থতি ছিলেন সৌরভ গঙ্গোপাধ্যায়। পাশাপাশি, মোহনবাগান, ইস্টবেঙ্গল এবং মহামেডানের প্রতিনিধিরাও ছিলেন বৈঠকে। এই ধরনের ঘটনা আগে কখনও হয়নি ৷ এছাড়াও বৈঠকে উপস্থিত ছিলেন বিনিয়োগকারী সংস্থার প্রতিনিধি আদিত্য আগরওয়াল। মোটের উপর বৃহস্পতিবারের এই বৈঠক বাংলার ফুটবলের জন্য ঐতিহাসিক বলেই মনে করছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ।