নয়াদিল্লি, 3 জুলাই : অলিম্পিক্সে অংশ নিতে টোকিওর উদ্দেশ্যে 14 জুলাই রওনা দেবে ভারতীয় অ্যাথলিটদের প্রথম ব্যাচ ৷ এয়ার ইন্ডিয়ার বিশেষ চার্টার্ড বিমানে অ্যাথলিটদের নিয়ে যাওয়া হবে টোকিও ৷ আজ একথা জানান ইন্ডিয়ান অলিম্পিক্স অ্যাসোসিয়েশনের সেক্রেটারি জেনারেল রাজীব মেহতা ৷
মেহতা আরও জানান, ভারতীয় শিবিরের বাকি অ্যাথলিটরা 16 থেকে 19 জুলাইয়ের মধ্যে টোকিওর উদ্দেশ্যে রওনা দেবেন ৷ টোকিও পৌঁছে অ্যাথলিট ও স্টাফেদের তিনদিনের কোয়ারান্টিনে থাকতে হবে ৷
চেন্নাইয়ের একটি স্কুলের অনুষ্ঠানে অংশ নিয়ে রাজীব মেহতা বলেন, ‘‘ আমাদের তিনদিনের কোয়ারান্টিনে থাকতে হবে ৷ যেদিন ওখানে পৌঁছাব, সেদিন জিরো ডে বলে ধরা হবে ৷ কোয়ারান্টিনে থাকার পর আমরা অন্যান্য জায়গায় যেতে পারব ৷ ভারতীয় অ্যাথলিট, স্টাফ ও অফিসিয়ালদের প্রথম ব্যাচ এয়ার ইন্ডিয়ার চার্টার্ড বিমানে 14 জুলাই টোকিওর উদ্দেশ্যে রওনা হবে ৷ বাকি দলটি 16 থেকে 19 তারিখের মধ্যে রওনা দেবে ৷’’
আরও পড়ুন : Domestic Cricket : রণজি শুরু 16 নভেম্বর, ঘরোয়া ক্রিকেটের সূচি প্রকাশ
23 জুলাই থেকে জাপানের টোকিও শহরে শুরু হতে চলেছে দ্যা গ্রেটেস্ট শো অন দা আর্থ ৷ চলবে আগস্টের 8 তারিখ পর্যন্ত ৷