ETV Bharat / sports

বিশ্ব যুব দাবা প্রতিযোগিতায় সোনা 14 বছরের প্রজ্ঞানন্দর

প্রতিযোগিতায় 11-এর মধ্যে 9 পয়েন্ট অর্জন করে আর প্রজ্ঞানন্দ ৷ বিশ্ব যুব দাবা প্রতিযোগিতায় বিজয়ী হল সে ৷

photo
author img

By

Published : Oct 13, 2019, 12:15 PM IST

Updated : Oct 13, 2019, 12:39 PM IST

মুম্বই , 13 অক্টোবর : বিশ্ব যুব দাবা প্রতিযোগিতায় সোনা জিতল ভারতের আর প্রজ্ঞানন্দ ৷ 14 বছর বয়সি এই কিশোর অনূর্ধ্ব 18 ওপেন ক্যাটেগরিতে অংশগ্রহণ করেছিল ৷ গতকাল মুম্বইতে সে পুরস্কার গ্রহণ করে ৷

প্রজ্ঞানন্দর স্কোর প্রশংসনীয় ৷ প্রতিযোগিতায় সে 11-এর মধ্যে 9 পয়েন্ট অর্জন করে ৷ 2700-এর বেশি পারফরমেন্স রেটিং নিয়ে প্রতিযোগিতা শেষ করে ৷

বিশ্ব যুব দাবা প্রতিযোগিতার অফিশিয়াল টুইটার অ্যাকাউন্ট থেকে গতকাল টুইট করা হয় , 'একজন বিজয়ী এরকম ভাবেই হেঁটে যান ৷ বিশ্ব যুব দাবা প্রতিযোগিতার বিজয়ী প্রজ্ঞানন্দ তার প্রথম সোনা গ্রহণ করবে ৷ অনূর্ধ্ব 18 ক্যাটেগরিতে সে অংশগ্রহণ করেছিল ৷ '

'Chess.com- India' টুইট করে, 'প্রজ্ঞানন্দকে আন্তরিক অভিনন্দন ৷ সে বিশ্ব যুব দাবা প্রতিযোগিতায় সোনা জিতেছে ৷ প্রজ্ঞানন্দ , তুমি দেশের গর্ব ৷ '

tweet
'Chess.com- India' -র টুইট

তার সোনা জেতার পাশাপাশি ভারত আরও 6টি পদক জিতেছে ৷ তার মধ্যে তিনটি রুপো ৷

মুম্বই , 13 অক্টোবর : বিশ্ব যুব দাবা প্রতিযোগিতায় সোনা জিতল ভারতের আর প্রজ্ঞানন্দ ৷ 14 বছর বয়সি এই কিশোর অনূর্ধ্ব 18 ওপেন ক্যাটেগরিতে অংশগ্রহণ করেছিল ৷ গতকাল মুম্বইতে সে পুরস্কার গ্রহণ করে ৷

প্রজ্ঞানন্দর স্কোর প্রশংসনীয় ৷ প্রতিযোগিতায় সে 11-এর মধ্যে 9 পয়েন্ট অর্জন করে ৷ 2700-এর বেশি পারফরমেন্স রেটিং নিয়ে প্রতিযোগিতা শেষ করে ৷

বিশ্ব যুব দাবা প্রতিযোগিতার অফিশিয়াল টুইটার অ্যাকাউন্ট থেকে গতকাল টুইট করা হয় , 'একজন বিজয়ী এরকম ভাবেই হেঁটে যান ৷ বিশ্ব যুব দাবা প্রতিযোগিতার বিজয়ী প্রজ্ঞানন্দ তার প্রথম সোনা গ্রহণ করবে ৷ অনূর্ধ্ব 18 ক্যাটেগরিতে সে অংশগ্রহণ করেছিল ৷ '

'Chess.com- India' টুইট করে, 'প্রজ্ঞানন্দকে আন্তরিক অভিনন্দন ৷ সে বিশ্ব যুব দাবা প্রতিযোগিতায় সোনা জিতেছে ৷ প্রজ্ঞানন্দ , তুমি দেশের গর্ব ৷ '

tweet
'Chess.com- India' -র টুইট

তার সোনা জেতার পাশাপাশি ভারত আরও 6টি পদক জিতেছে ৷ তার মধ্যে তিনটি রুপো ৷

Doda (JandK), Oct 13 (ANI): In all, 34 women including a 64-year-old have filed nominations in Jammu and Kashmir's Doda district for the coming Block Development Council (BDC) elections, scheduled to be held on October 24. Around 1,900 voters will elect 17 councillors one in each block. Ghat is the oldest rural development block of Doda district with 126 voters. In Ghat block, 64-year-old Sharifa Begum has filed her nomination for the post of councillor. She was elected as the Sarpanch for the Ghat Panchayat in the last Panchayat polls. Speaking to ANI, Sharifa Begum said, "I will work for everyone's welfare. I personally know each and every household and very well aware of their problems. If I win, I will bring development in this area." While speaking to ANI, District Development Commissioner (DDC) of Doda district Dr Sagar Dattatray Doifode said, "The women's participation is quite good this year. I am glad to tell you that over one-third of candidates are women. So far 94 nominations have been received from 17 blocks in Doda." Union Home Minister Amit Shah had recently conducted a meeting with the party's local leaders to take stock of poll preparedness in Jammu and Kashmir. However, the Congress party has announced that it would boycott the coming BDC elections in the region. It is to note that the BDC polls will be the first elections to be held in Jammu and Kashmir after the revocation of its special status given under Article 370 on August 5. The last date of filing nomination papers was October 9. The dates of scrutiny and withdrawal were October 10 and October 11 respectively. The results will be announced on the day of polling October 24.
Last Updated : Oct 13, 2019, 12:39 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.