কলকাতা, 6 ফেব্রুয়ারি: খেলো ইন্ডিয়া ইউথ গেমস 2023 এ যোগাসনের তিনটি বিভাগে পদক পেল পশ্চিমবঙ্গে ৷ তাও আবার যোগাসনে ৷ পঞ্চম খেলো ইন্ডিয়া ইউথ গেমসে এরাজ্য থেকে ছেলে ও মেয়ে মিলিয়ে মোট 13 জন প্রতিযোগী অংশ নিয়েছিল ৷ তাঁদের মধ্যে ছেলেদের রিদিমিক পেয়ার বিভাগে স্বর্ণপদক জিতেছে বাংলা ৷ আর আর্টিস্টিক পেয়ারে ব্রোঞ্জ জিতেছে বাংলার দুই কিশোর ৷ সেই সঙ্গে ব্যক্তিগত ট্রাডিশনাল বিভাগে অদ্রিজা বিশ্বাস নামে এক প্রতিযোগী ব্রোঞ্জ পদক জিতেছে ৷
1 ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া পঞ্চম খেলো ইন্ডিয়ায় ইউথ গেমস 2023 এর প্রতিযোগিতা শুরু হয় ৷ 3 ফেব্রিয়ারি পর্যন্ত এই টুর্নামেন্ট চলে ৷ মধ্যপ্রদেশের উজ্জয়নীতে এই খেলো ইন্ডিয়া ইউথের আয়োজন করা হয়েছিল ৷ বাংলা থেকে 13 জন প্রতিযোগীর মধ্যে তিনটি বিভাগে 5 জন মোট 3টি পদক জিতেছে ৷ যার মধ্যে একটি সোনা এবং 2 টি ব্রোঞ্জ ৷ রিদিমিক পেয়ার বা জুটিতে পূর্ব বর্ধমানের দুই কিশোর রাজদীপ দালাল ও রাজেস্বর দালাল স্বর্ণপদক জিতেছে ৷ নদিয়ার বাসিন্দা আয়ূষ ভৌমিক এবং নীল সরকার আর্টিস্টিক পেয়ারে ব্রোঞ্জ জেতে ৷ আর কলকাতার বাসিন্দা অদ্রিজা বিশ্বাস ব্যক্তিগত ট্রাডিশনাল বিভাগে ব্রোঞ্জ পদক জয় করে ৷
উল্লেখ্য, ছেলেদের বিভাগে পদক তালিকায় ফার্স্ট রানার আপ হয়েছে বাংলা ৷ যোগাসনে মোট চারটি বিভাগ থাকে ৷ জেলা থেকে রাজ্য পরে ন্যাশনালে ওঠার পরেই এই খেলায় অংশ নিতে পারে ছেলে-মেয়েরা ৷ দেশের মোট 11টি রাজ্য থেকে যোগাসন বিভাগে প্রতিযোগীরা অংশ নিয়েছিল ৷ যোগাসনের কোচ প্রসূন গুপ্ত, স্বপ্না পাল এবং টিম ম্যানেজার লোকনাথ নাথ প্রতিযোগীদের সাফল্যে গর্বিত ৷ আগামী দিনে আরও বড় সাফল্য আসবে এমনই বিশ্বাস তাঁদের ৷
আরও পড়ুন: জাতীয় মার্শাল আর্টে সোনা ও রূপো, বাংলার মুখ উজ্জ্বল সপ্তমের পড়ুয়ার
টিম লোকনাথ নাথ এবং কোচ প্রসূন গুপ্ত বলেন, ‘‘খেলো ইন্ডিয়ায় সোনা ও ব্রোঞ্জ জয় বড় সাফল্য ৷ এবারে লড়াইটা কঠিন ছিল ৷ এতগুলি রাজ্যের মধ্যে যেভাবে আমাদের রাজ্যের ছেলে-মেয়েরা জয় এনেছে ৷ তাতে আমরা খুবই খুশি ৷ আগামী দিনে আরও ভালো ফল পাব বলেই আশা করছি ৷’’