নয়াদিল্লি, 7 অগস্ট : 41 বছর পর অলিম্পিকস (Tokyo Olympics) হকিতে সাফল্য পেয়েছে ভারত ৷ এবারের প্রতিযোগিতায় পুরুষদের হকি দলের গোলরক্ষক শ্রীজেশের (PR Sreejesh) ভূমিকায় পঞ্চমুখ সবাই ৷ এবার তাঁর পারফরম্যান্সের রেশ টেনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে (Narendra Modi) বিঁধলেন কংগ্রেস সাংসদ শশী থারুর (Sashi Tharoor) ৷ তাঁর বক্তব্য, ব্রোঞ্জজয়ী শ্রীজেশ ভারতকে বিপক্ষের আক্রমণ থেকে রক্ষা করেছেন ৷ আর মোদি বিরোধীদের বিরুদ্ধেই গোল দিয়ে যাচ্ছেন ৷
উল্লেখ্য, ব্রোঞ্জ জেতার ম্যাচে জার্মানির বিরুদ্ধে দুর্দান্ত কিছু গোল বাঁচিয়েছেন কেরালার বাসিন্দা পি আর শ্রীজেশ ৷ তাঁর এই দুর্দান্ত পারফরম্যান্সের প্রশংসা করে প্রধানমন্ত্রী সেদিনই টুইট করেছিলেন ৷ তাঁকে অভিনন্দন জানিয়েছিলেন ৷ সেই টুইটকে হাতিয়ার করেই প্রধানমন্ত্রীর সমালোচনায় সরব হন কেরালা থেকে নির্বাচিত এই কংগ্রেস (Congress) সাংসদ ৷
আরও পড়ুন : Tokyo Olympics : হকির সাফল্যে উচ্ছ্বসিত প্রধানমন্ত্রী ; টুইট মমতারও
তিনি লিখেছেন, একজন দেশকে সমস্ত রকম আক্রমণের হাত থেকে রক্ষা করেছেন ৷ আর অন্যজন অন্যদের বিরুদ্ধে আক্রমণাত্মক হয়ে গোল করেই যাচ্ছেন... ৷ তবে প্রধানমন্ত্রী শ্রীজেশের প্রশংসা করায়, তাঁকে ধন্যবাদও দিয়েছেন থারুর ৷ কেরালাবাসী যে এর জন্য খুশি, সেটাও উল্লেখ করেছেন তিরুঅনন্তপুরের এই সাংসদ ৷
এখানে উল্লেখ করা প্রয়োজন যে ভারতীয় দলের গোলরক্ষক শ্রীজেশ কেরালার এর্নাকুলাম জেলায় জন্মগ্রহণ করেন ৷ তিনি দীর্ঘদিন ভারতীয় হকি দলের সঙ্গে রয়েছেন ৷ ভারতীয় হকি দলের অধিনায়কও হয়েছিলেন ৷ বৃহস্পতিবার ব্রোঞ্জ জেতার ম্যাচে তাঁর দুর্দান্ত পারফরম্যান্সে মুগ্ধ গোটা দেশ ৷
আরও পড়ুন : Tokyo Olympics : চার দশকের অপেক্ষার অবসান, জার্মানিকে হারিয়ে হকিতে ব্রোঞ্জ জয় ভারতের
কিন্তু তাঁর (শ্রীজেশ) সাফল্যকে ব্যবহার করে রাজনৈতিক আক্রমণ করার জন্য নেটিজেনদের সমালোচনার মুখে পড়তে হয়েছে শশী থারুরকে ৷ কারও কারও বক্তব্য, কেরালাবাসী হিসেবে নয়, প্রধানমন্ত্রী শ্রীজেশের প্রশংসা করেছেন, তাঁর পারফরম্যান্সের জন্য ৷ আবার কারও বক্তব্য, কংগ্রেসের এই সাংসদ শুধু কেরালার কথাই ভাবেন ৷