নয়াদিল্লি, 10 অক্টোবর : বিশ্বের বড় টুর্নামেন্ট থেকে নাম প্রত্যাহারের আগে দেশের সকল স্পোর্টস ফেডারেশনগুলির উচিত কেন্দ্রের সঙ্গে আলোচনা করা ৷ হকি ইন্ডিয়ার 2022 কমনওয়েলথ গেমস থেকে নাম প্রত্যাহার করার সিদ্ধান্তে এমনটাই জানালেন কেন্দ্রীয় ক্রীড়া ও যুবকল্যাণ মন্ত্রী অনুরাগ ঠাকুর ৷ রীতিমত ক্ষোভের সঙ্গেই তিনি তাঁর এই প্রতিক্রিয়া জানিয়েছেন ৷ প্রসঙ্গত, এশিয়ান গেমসে তরতাজা হয়ে নামার জন্য 2022 সালে বার্মিংহামে আয়োজিত কমনওয়েলথ গেমসে ভারতীয় দলকে না নামানোর সিদ্ধান্ত নিয়েছে ভারতীয় হকি ফেডারেশন ৷
হকি ফেডারেশনের এই সিদ্ধান্তের কথা জানতে পেরে কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী রীতিমত ক্ষুব্ধ ৷ অনুরাগ ঠাকুর তাঁর প্রতিক্রিয়ায় জানিয়েছেন, ‘‘আমি মনে করি যে কোনও ক্রীড়া সংস্থার এই ধরনের মন্তব্য করা থেকে বিরত থাকা উচিত ৷ প্রথমে তাদের সরকারের সঙ্গে আলোচনা করা উচিত ৷ ফেডারেশনের দল সেখানে যাচ্ছে না ৷ এটা দেশের দল, যাঁরা ওই টুর্নামেন্টে যাচ্ছে ৷ 130 কোটির দেশে মাত্র 18 জন খেলোয়াড়ই দেশের হয়ে প্রতিনিধিত্ব করেন না ৷ আমি মনে করি হকি ইন্ডিয়ার সরকারের সঙ্গে এবং ক্রীড়া বিভাগের সঙ্গে আলোচনা করা উচিত ৷’’
আরও পড়ুন : India vs Nepal SAFF Championship : জয় ছাড়া পথ নেই ভারতের, আজ সুনীলদের সামনে নেপাল
ভারতীয় হকি দলকে কমনওয়েলথ গেমসে না পাঠানোর সিদ্ধান্তে ক্ষুব্ধ অনুরাগ ঠাকুর বলেন, ভারতে প্রতিভার অভাব নেই ৷ আর কেবল সেখানে মাত্র 18 জন খেলোয়াড় দেশের প্রতিনিধিত্ব করেন না ৷ অনুরাগ ঠাকুর জানান, ‘‘আমি এটা স্পষ্ট করে দিতে চাই যে, এত বড় একটা দেশে মাত্র 18 জন খেলোয়াড় দেশের হয়ে প্রতিনিধিত্ব করেন না ৷ আমাদের দেশে হকিতে প্রতিভার অভাব নেই ৷ যদি, আপনি ক্রিকেটে দেখেন, এখন আইপিএল চলছে এবং এর পরেই বিশ্বকাপ ৷ যদি, তাঁরা খেলতে পারে তাহলে বাকি স্পোর্টসের ক্ষেত্রে একই জিনিস কেন হবে না ? আমি মানছি এশিয়ান গেমসের গুরুত্ব সবচেয়ে বেশি ৷ আমি সেই আলোচনায় যাচ্ছি না ৷ আমি বলতে চাই, ভারত কোথায় খেলবে তা শুধুমাত্র ফেডারেশনের একার সিদ্ধান্ত হতে পারে না ৷ এটা সরকারের সিদ্ধান্ত ৷’’
আরও পড়ুন : Umran Malik : গতিতে আশ্বস্ত করে বিশ্বকাপে নেট বোলার হিসেবে ডাক পেলেন উমরান
অন্যদিকে, জাতীয় ক্রীড়া সম্মান নিয়ে এ দিন ক্রীড়ামন্ত্রী জানিয়েছেন, ‘‘নির্বাচন কমিটির সদস্যরা আগামী 10 দিনের মধ্যে বৈঠক করবে ৷ সেখানেই তাঁরা ঠিক করবেন, কারা এ বছর সম্মান পাবেন ৷ তার পরেই রাষ্ট্রপতির কাছ থেকে সময় চেয়ে ক্রীড়া সম্মান অনুষ্ঠান আয়োজিত করা হবে ৷ প্রসঙ্গত, এর আগে ভারতীয় মহিলা হকি দল 2022 কমনওয়েলথ গেমস থেকে নাম তুলে নেয় ৷ যা আগামী বছর 28 জুলাই থেকে 8 অগস্টের মধ্যে আয়োজিত হবে ৷