ETV Bharat / sports

টোকিও অলিম্পিক্সে আমাদের ভাল সুযোগ আছে : মনপ্রীত সিং - অতীতে হকিতে ভারত 8টি সোনা জিতেছে

অতীতে হকিতে ভারত 8টি সোনা জিতেছে ৷ কিন্তু শেষ বার ভারত সোনা জেতে 1980 সালের মস্কো অলিম্পিক্সে ৷ টোকিও অলিম্পিক শুরু হতে চলেছে 23 জুন থেকে ৷ তার ঠিক 75 দিন আগে ভারত অধিনায়কের গলায় আত্মবিশ্বাসের সুর ৷

মনপ্রীত সিং
মনপ্রীত সিং
author img

By

Published : May 9, 2021, 4:25 PM IST

বেঙ্গালুরু, 9 মে : হকিতে চার দশকে পদকের খরা কাটানোর সুবর্ণ সুযোগ আছে আসন্ন অলিম্পিক্সে ৷ এমনটাই মনে করেন ভারতের হকি দলের অধিনায়ক মনপ্রীত সিং ৷ টোকিও অলিম্পিক্সে তিনি তাঁর দলকে নিয়ে যথেষ্ট আশাবাদী ৷

অতীতে হকিতে ভারত 8টি সোনা জিতেছে ৷ কিন্তু শেষ বার ভারত সোনা জেতে 1980 সালের মস্কো অলিম্পিক্সে ৷ টোকিও অলিম্পিক শুরু হতে চলেছে 23 জুন থেকে ৷ তার ঠিক 75 দিন আগে কাউন্ট ডাউন অনুষ্ঠানে মনপ্রীত বলেন, ‘‘ আমরা বিশ্বাস করি, এটা আমাদের অলিম্পিক্সে সোনা জেতার সেরা সুযোগ ৷ এবং এই বিশ্বাসটাই দলের সবাইকে উদ্বুদ্ধ ও আশাবাদী করছে ৷’’

তিনি আরও বলেন,‘‘ আমাদের ট্রেনিং এমনভাবে সূচি করা হয়েছে, যাতে করে আমরা সঠিক সময়ে আমাদের সেরাটা দিতে পারি ৷ এছাড়া আমরা টোকিওর আবহওয়ার সঙ্গে মানিয়ে নেওয়ার জন্য সূর্যের আলোতে বেশি সময় কাটাচ্ছি ৷’’

যদিও হকি অধিনায়ক মনে করেন করোনা ভাইরাসের কারণে এফআইএইচ প্রো লিগে জার্মানি ও স্পেনের বিরুদ্ধে খেলতে না পারায় তাঁদের বেশ ক্ষতি হয়েছে ৷

আরও পড়ুন : আইপিএলে অভিষেকেই নজর কেড়েছিলেন, করোনায় পিতৃহারা চেতন সাকারিয়া

একই সময়ে ভারতের মহিলা হকি দলের অধিনায়ক রানি রামপাল জানান, যে সাত জন খেলোয়াড় কোভিড আক্রান্ত হয়েছিলেন, তাঁরা সুস্থ হয়ে অনুশীলনে যোগ দিয়েছেন ৷

বেঙ্গালুরু, 9 মে : হকিতে চার দশকে পদকের খরা কাটানোর সুবর্ণ সুযোগ আছে আসন্ন অলিম্পিক্সে ৷ এমনটাই মনে করেন ভারতের হকি দলের অধিনায়ক মনপ্রীত সিং ৷ টোকিও অলিম্পিক্সে তিনি তাঁর দলকে নিয়ে যথেষ্ট আশাবাদী ৷

অতীতে হকিতে ভারত 8টি সোনা জিতেছে ৷ কিন্তু শেষ বার ভারত সোনা জেতে 1980 সালের মস্কো অলিম্পিক্সে ৷ টোকিও অলিম্পিক শুরু হতে চলেছে 23 জুন থেকে ৷ তার ঠিক 75 দিন আগে কাউন্ট ডাউন অনুষ্ঠানে মনপ্রীত বলেন, ‘‘ আমরা বিশ্বাস করি, এটা আমাদের অলিম্পিক্সে সোনা জেতার সেরা সুযোগ ৷ এবং এই বিশ্বাসটাই দলের সবাইকে উদ্বুদ্ধ ও আশাবাদী করছে ৷’’

তিনি আরও বলেন,‘‘ আমাদের ট্রেনিং এমনভাবে সূচি করা হয়েছে, যাতে করে আমরা সঠিক সময়ে আমাদের সেরাটা দিতে পারি ৷ এছাড়া আমরা টোকিওর আবহওয়ার সঙ্গে মানিয়ে নেওয়ার জন্য সূর্যের আলোতে বেশি সময় কাটাচ্ছি ৷’’

যদিও হকি অধিনায়ক মনে করেন করোনা ভাইরাসের কারণে এফআইএইচ প্রো লিগে জার্মানি ও স্পেনের বিরুদ্ধে খেলতে না পারায় তাঁদের বেশ ক্ষতি হয়েছে ৷

আরও পড়ুন : আইপিএলে অভিষেকেই নজর কেড়েছিলেন, করোনায় পিতৃহারা চেতন সাকারিয়া

একই সময়ে ভারতের মহিলা হকি দলের অধিনায়ক রানি রামপাল জানান, যে সাত জন খেলোয়াড় কোভিড আক্রান্ত হয়েছিলেন, তাঁরা সুস্থ হয়ে অনুশীলনে যোগ দিয়েছেন ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.