ETV Bharat / sports

Hockey : হকিকে জাতীয় খেলা ঘোষণার আবেদন, সুপ্রিম কোর্টে জনস্বার্থ মামলা - Tokyo Olympics 2020

অলিম্পিকসে অংশ নেওয়া স্পোর্টস এবং অ্য়াথলেটিকসের প্রচার এবং পরিকাঠামো গত উন্নতির দাবিতে সুপ্রিম কোর্টে একটি জনস্বার্থ মামলা দায়ের করলেন এক আইনজীবী ৷ সেখানে হকিকে ভারতের জাতীয় খেলা হিসেবে ঘোষণা করার আবেদনও করেছেন ওই আইনজীবী ৷

pil-in-Supreme Court to-seeks-official-national-sports-status-for-hockey in India
Hockey : হকিতে জাতীয় খেলা ঘোষণার আবেদন করে সুপ্রিম কোর্টে জনস্বার্থ মামলা
author img

By

Published : Aug 9, 2021, 4:11 PM IST

নয়াদিল্লি, 9 অগস্ট : হকি (Hockey)-কে জাতীয় খেলা হিসেবে ঘোষণা করতে কেন্দ্রীয় সরকার এবং অন্যান্য ক্রীড়া সংক্রান্ত সংস্থাগুলিকে নির্দেশ দিতে সুপ্রিম কোর্টে (Supreme Court) দায়ের করা হল জনস্বার্থ মামলা (PIL) ৷ সেই সঙ্গে অলিম্পিকসে অংশ নেওয়া অন্যান্য স্পোর্ট এবং অ্যাথলেটিকসের উন্নতির জন্য কেন্দ্র এবং সংশ্লষ্টি ক্রীড়া সংস্থাগুলিকে প্রয়োজনীয় নির্দেশ দেওয়ার কথাও বলা হয়েছে ওই জনস্বার্থ মামলায় ৷ এই জনস্বার্থ মামলাটি দায়ের করেছেন আইনজীবী বিশাল তিওয়ারি ৷ সাংবাদিকদের তিনি জানিয়েছেন, ‘‘এখানে একটা জনপ্রিয় মত রয়েছে যে, হকি ভারতের জাতীয় খেলা ৷ কিন্তু, সরকার এটাকে সরকারিভাবে এখনও মান্যতা দেয়নি ৷’’

বিশাল তিওয়ারির করা জনস্বার্থ মামলাটিতে উল্লেখ করা হয়েছে, ‘‘ভারত সরকার এবং অন্যান্য ক্রীড়া সংস্থাগুলিকে নির্দেশ দেওয়া হোক যাতে, অসলিম্পিকসে অংশ নেওয়া অ্যাথলেটিকস এবং ক্রীড়া ক্ষেত্রের উন্নতির জন্য বকেয়া অর্থ, সুযোগ-সুবিধা এবং পরিকাঠামো প্রদান করা হয় ৷’’ তিনি ওই আবেদনে উল্লেখ করেছেন, আদালত সরকারকে নির্দেশ দিক ক্রীড়া ক্ষেত্রে বরাদ্দ করা অর্থ নিয়ে জনসমক্ষে জবাবদিহি করার জন্য এবং প্রচারের জন্য সেরা আয়োজন করা হয় ৷ যেখানে এই ধরনের স্পোর্টসের সম্প্রচার করা হবে ৷

সেই সঙ্গে স্কুল এবং কলেজ স্তরে অলিম্পিকসের অ্যাথলেটিকসগুলিকে প্রচারের নির্দেশ দিতে ওই জনস্বার্থ মামলায় উল্লেখ করেছেন মামলাকারী আইনজীবী ৷ পাশাপাশি স্কুল এবং কলেজগুলিতে যাতে এইসব খেলাগুলি চালু করা হয় তার উপর নজরদারি করতে একটি কমিটি গঠনের কথাও বলেছেন তিনি ৷ এমনকি টোকিয়ো অলিম্পিকসে 41 বছর পর ভারতীয় হকি দলের ব্রোঞ্জ জেতার বিষয়টিও উল্লেখ করেছেন মামলাকারী ৷ সেখানে তিনি বলেন, ‘‘অতীতে বহুবার হকি ভারতকে বিশ্বের দরবারে গর্বিত করেছে ৷ এই খেলায় ভারত সবসময় অন্যতম সেরা দল হিসেবে নিজেদের পেশ করে চলেছে ৷ এটা আমাদের দুর্ভাগ্য যে দীর্ঘ 41 বছর ভারত অলিম্পিকসে হকিতে কোনও পদক পায়নি ৷’’

আরও পড়ুন : Tokyo Olympics : বোন আর নেই ! দেশে ফিরেই দুঃসংবাদ পেয়ে কান্নায় ভেঙে পড়লেন অ্যাথলিট

আর তাই ওই জনস্বার্থ মামলায় বিশাল তিওয়ারি সরাসরি উল্লেখ করেছেন যে, ‘‘হকিকে আমাদের জাতীয় খেলা হিসেবে ঘোষণা করা দরকার ৷’’ এই মামলার আবেদনে তিনি এও বলেছেন, ‘‘ভারত ক্রিকেটে সুপার পাওয়ার এবং বিশ্বের বড় বড় মাথা এবং কর্পোরেট ব্যক্তিত্বরা এর সঙ্গে জড়িত ৷ কিন্তু, অন্য খেলায় এর অভাব রয়েছে ৷" ক্রিকেট ছাড়া অন্য খেলার প্রচারও হতাশাজনক বলে আবেদনে জানিয়েছেন তিনি ৷ ফলে অন্য খেলাগুলি সম্পর্কে বেশিরভাগ মানুষ অবগত নয় ৷ এর পিছনে কারণ হিসেবে ভারত সরকারের তরফে কোনও সহায়তা না করাকে দায়ী করেছেন তিনি ৷

নয়াদিল্লি, 9 অগস্ট : হকি (Hockey)-কে জাতীয় খেলা হিসেবে ঘোষণা করতে কেন্দ্রীয় সরকার এবং অন্যান্য ক্রীড়া সংক্রান্ত সংস্থাগুলিকে নির্দেশ দিতে সুপ্রিম কোর্টে (Supreme Court) দায়ের করা হল জনস্বার্থ মামলা (PIL) ৷ সেই সঙ্গে অলিম্পিকসে অংশ নেওয়া অন্যান্য স্পোর্ট এবং অ্যাথলেটিকসের উন্নতির জন্য কেন্দ্র এবং সংশ্লষ্টি ক্রীড়া সংস্থাগুলিকে প্রয়োজনীয় নির্দেশ দেওয়ার কথাও বলা হয়েছে ওই জনস্বার্থ মামলায় ৷ এই জনস্বার্থ মামলাটি দায়ের করেছেন আইনজীবী বিশাল তিওয়ারি ৷ সাংবাদিকদের তিনি জানিয়েছেন, ‘‘এখানে একটা জনপ্রিয় মত রয়েছে যে, হকি ভারতের জাতীয় খেলা ৷ কিন্তু, সরকার এটাকে সরকারিভাবে এখনও মান্যতা দেয়নি ৷’’

বিশাল তিওয়ারির করা জনস্বার্থ মামলাটিতে উল্লেখ করা হয়েছে, ‘‘ভারত সরকার এবং অন্যান্য ক্রীড়া সংস্থাগুলিকে নির্দেশ দেওয়া হোক যাতে, অসলিম্পিকসে অংশ নেওয়া অ্যাথলেটিকস এবং ক্রীড়া ক্ষেত্রের উন্নতির জন্য বকেয়া অর্থ, সুযোগ-সুবিধা এবং পরিকাঠামো প্রদান করা হয় ৷’’ তিনি ওই আবেদনে উল্লেখ করেছেন, আদালত সরকারকে নির্দেশ দিক ক্রীড়া ক্ষেত্রে বরাদ্দ করা অর্থ নিয়ে জনসমক্ষে জবাবদিহি করার জন্য এবং প্রচারের জন্য সেরা আয়োজন করা হয় ৷ যেখানে এই ধরনের স্পোর্টসের সম্প্রচার করা হবে ৷

সেই সঙ্গে স্কুল এবং কলেজ স্তরে অলিম্পিকসের অ্যাথলেটিকসগুলিকে প্রচারের নির্দেশ দিতে ওই জনস্বার্থ মামলায় উল্লেখ করেছেন মামলাকারী আইনজীবী ৷ পাশাপাশি স্কুল এবং কলেজগুলিতে যাতে এইসব খেলাগুলি চালু করা হয় তার উপর নজরদারি করতে একটি কমিটি গঠনের কথাও বলেছেন তিনি ৷ এমনকি টোকিয়ো অলিম্পিকসে 41 বছর পর ভারতীয় হকি দলের ব্রোঞ্জ জেতার বিষয়টিও উল্লেখ করেছেন মামলাকারী ৷ সেখানে তিনি বলেন, ‘‘অতীতে বহুবার হকি ভারতকে বিশ্বের দরবারে গর্বিত করেছে ৷ এই খেলায় ভারত সবসময় অন্যতম সেরা দল হিসেবে নিজেদের পেশ করে চলেছে ৷ এটা আমাদের দুর্ভাগ্য যে দীর্ঘ 41 বছর ভারত অলিম্পিকসে হকিতে কোনও পদক পায়নি ৷’’

আরও পড়ুন : Tokyo Olympics : বোন আর নেই ! দেশে ফিরেই দুঃসংবাদ পেয়ে কান্নায় ভেঙে পড়লেন অ্যাথলিট

আর তাই ওই জনস্বার্থ মামলায় বিশাল তিওয়ারি সরাসরি উল্লেখ করেছেন যে, ‘‘হকিকে আমাদের জাতীয় খেলা হিসেবে ঘোষণা করা দরকার ৷’’ এই মামলার আবেদনে তিনি এও বলেছেন, ‘‘ভারত ক্রিকেটে সুপার পাওয়ার এবং বিশ্বের বড় বড় মাথা এবং কর্পোরেট ব্যক্তিত্বরা এর সঙ্গে জড়িত ৷ কিন্তু, অন্য খেলায় এর অভাব রয়েছে ৷" ক্রিকেট ছাড়া অন্য খেলার প্রচারও হতাশাজনক বলে আবেদনে জানিয়েছেন তিনি ৷ ফলে অন্য খেলাগুলি সম্পর্কে বেশিরভাগ মানুষ অবগত নয় ৷ এর পিছনে কারণ হিসেবে ভারত সরকারের তরফে কোনও সহায়তা না করাকে দায়ী করেছেন তিনি ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.