নয়াদিল্লি, 7 ফেব্রুয়ারি: মহিলা হকি দলের অলিম্পিকস প্রস্তুতিতেও প্রভাব ফেলল কোরোনা ভাইরাস ৷ বাতিল হয়ে গেল রানি রামপালদের চিন সফর ৷ টোকিয়ো অলিম্পিকসের প্রস্তুতির জন্য চিন উড়ে যাওয়ার কথা ছিল ভারতের মহিলা হকি টিমের ৷ আপাতত তা হচ্ছে না ৷
14 থেকে 25 মার্চ পর্যন্ত রানিদের চিন সফর চলার কথা ছিল ৷ কিন্তু মারণ ভাইরাস কোরোনা যেভাবে দ্রুত ছড়িয়েছে তাতে চিন সফর বাতিল হওয়াটা প্রত্যাশিত ছিল ৷ চিনে ইতিমধ্যেই 636 জনের প্রাণ গেছে ৷ আক্রান্তের সংখ্যা 31,161 জন ৷ এই পরিস্থিতিতে মাথায় হাত পড়েছে ভারতীয় হকি ফেডারেশনের ৷ বেশিরভাগ টিম এইমুহূর্তে প্রো হকি লিগ খেলায় ব্যস্ত ৷ তাই অলিম্পিকসের প্রস্তুতির জন্য প্রতিপক্ষ খুঁজে বের করাই কঠিন হয়ে পড়েছে ফেডারেশনের কাছে ৷ আর্জেন্টিনা, অস্ট্রেলিয়া, জার্মানি, চিন, ব্রিটেন, নেদারল্যান্ডস, নিউজ়িল্যান্ড এবং অ্যামেরিকার মতো শীর্ষ টিমগুলি FIH প্রো হকি লিগে প্রতিদ্বন্দ্বিতা করছে ৷
এই বিষয়ে অধিনায়ক রানি রামপাল বলেছেন, "আমাদের চিন যাওয়ার কথা ছিল ৷ কোরোনা ভাইরাসের কারণে সেই সফর বাতিল হয়েছে ৷ অধিকাংশ টিমই প্রো হকি লিগে অংশগ্রহণ করেছে ৷ এই অবস্থায় কাদের বিরুদ্ধে প্রস্তুতি ম্যাচ খেলা যায় তা নিয়ে হকি ইন্ডিয়া এবং কোচেরা মিলে আলোচনা চালাচ্ছে ৷ কারণ ভালো প্রস্তুতির জন্য ভালো টিমের সঙ্গে খেলাটা খুব জরুরি ৷" অলিম্পিকস শুরু হতে হাতে মাত্র পাঁচ মাস রয়েছে ৷