ETV Bharat / sports

Asian Champions Trophy Hockey : 'পাক বধ' করে এশিয়ান চ্যাম্পিয়নস ট্রফিতে শেষ চারে ভারত - 'পাক বধ' করে এশিয়ান চ্যাম্পিয়নস ট্রফিতে শেষ চারে ভারত

চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানকে হারিয়ে এশিয়ান চ্যাম্পিয়নস ট্রফি হকির সেমিফাইনালে পৌঁছে গেল ভারতীয় দল (India beats Pakistan to qualify for the semifinal of Asian Champions Trophy Hockey) ৷ বাংলাদেশের রাজধানীতে শুক্রবার রাউন্ড রবিন পর্বের তৃতীয় ম্যাচে পাকিস্তানকে 3-1 গোলে দুরমুশ করল 'মেন ইন ব্লু' ৷ জোড়া গোলে ম্য়াচের নায়ক হরমনপ্রীত সিং ৷

Asian Champions Trophy Hockey
'পাক বধ' করে এশিয়ান চ্যাম্পিয়নস ট্রফিতে শেষ চারে ভারত
author img

By

Published : Dec 17, 2021, 5:54 PM IST

Updated : Dec 17, 2021, 6:30 PM IST

ঢাকা, 17 ডিসেম্বর : চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানকে হারিয়ে এশিয়ান চ্যাম্পিয়নস ট্রফি হকির সেমিফাইনালে পৌঁছে গেল ভারতীয় দল (India beats Pakistan to qualify for the semifinal of Asian Champions Trophy Hockey) ৷ বাংলাদেশের রাজধানী ঢাকায় শুক্রবার রাউন্ড রবিন পর্বের তৃতীয় ম্যাচে পাকিস্তানকে 3-1 গোলে দুরমুশ করল 'মেন ইন ব্লু' ৷ জোড়া গোলে ম্য়াচের নায়ক হরমনপ্রীত সিং (Harmanpreet Singh scores twice for India) ৷

দক্ষিণ কোরিয়ার বিরুদ্ধে ড্র দিয়ে টুর্নামেন্ট শুরু করলেও দ্বিতীয় ম্যাচে আয়োজক বাংলাদেশকে 9-0 গোলে পর্যুদস্ত করে হারানো আত্মবিশ্বাস ফিরে পেয়েছিল টোকিয়ো অলিম্পিকসের ব্রোঞ্জ জয়ীরা ৷ সেই আত্মবিশ্বাসকে হাতিয়ার করেই সেমিফাইনাল নিশ্চিত করার লক্ষ্যে এদিন চিরপ্রতিদ্বন্দ্বীর মুখোমুখি হয়েছিল মনপ্রীত অ্যান্ড কোম্পানি ৷ প্রথম কোয়ার্টারেই পেনাল্টি কর্নার থেকে গোল করে দলকে এগিয়ে দেন বিশ্বস্ত ড্র্যাগ-ফ্লিকার হরমনপ্রীত সিং ৷

তৃতীয় কোয়ার্টারে ভারতের হয়ে ব্যবধান দ্বিগুণ করেন আকাশদীপ সিং ৷ কিন্তু তৃতীয় কোয়ার্টার শেষ হওয়ার কয়েক সেকেন্ড আগে জুনেইদ মঞ্জুরের গোলে সমতায় ফেরে পাকিস্তান ৷ জমে ওঠে চতুর্থ তথা শেষ কোয়ার্টারের লড়াই ৷ 53 মিনিটে পেনাল্টি কর্নার থেকে নিজের দ্বিতীয় এবং দলের হয়ে তৃতীয় গোল করে জয় কার্যত নিশ্চিত করে দেন হরমনপ্রীত ৷ তবু শেষের কয়েকটা মিনিট প্রাণপণ লড়াই চালায় পাকিস্তান ৷ তবে ঢাল হয়ে দাঁড়ান গোলরক্ষক সূরজ কারকেরা ৷

আরও পড়ুন : Hockey India : 41 বছর অলিম্পিকস পদকের অপেক্ষার অবসান ঘটাতে পেরে খুশি মনপ্রীতরা

3-1 গোলে জিতে 3 ম্যাচে 7 পয়েন্ট নিয়ে লিগ টেবিলের শীর্ষে 'মেন ইন ব্লু' ৷ 2 ম্যাচে 1 পয়েন্ট নিয়ে আপাতত চারে পাকিস্তান ৷ প্রথম ম্যাচে জাপানের বিরুদ্ধে গোলশূন্য ম্যাচ শেষ করে তারা ৷

ঢাকা, 17 ডিসেম্বর : চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানকে হারিয়ে এশিয়ান চ্যাম্পিয়নস ট্রফি হকির সেমিফাইনালে পৌঁছে গেল ভারতীয় দল (India beats Pakistan to qualify for the semifinal of Asian Champions Trophy Hockey) ৷ বাংলাদেশের রাজধানী ঢাকায় শুক্রবার রাউন্ড রবিন পর্বের তৃতীয় ম্যাচে পাকিস্তানকে 3-1 গোলে দুরমুশ করল 'মেন ইন ব্লু' ৷ জোড়া গোলে ম্য়াচের নায়ক হরমনপ্রীত সিং (Harmanpreet Singh scores twice for India) ৷

দক্ষিণ কোরিয়ার বিরুদ্ধে ড্র দিয়ে টুর্নামেন্ট শুরু করলেও দ্বিতীয় ম্যাচে আয়োজক বাংলাদেশকে 9-0 গোলে পর্যুদস্ত করে হারানো আত্মবিশ্বাস ফিরে পেয়েছিল টোকিয়ো অলিম্পিকসের ব্রোঞ্জ জয়ীরা ৷ সেই আত্মবিশ্বাসকে হাতিয়ার করেই সেমিফাইনাল নিশ্চিত করার লক্ষ্যে এদিন চিরপ্রতিদ্বন্দ্বীর মুখোমুখি হয়েছিল মনপ্রীত অ্যান্ড কোম্পানি ৷ প্রথম কোয়ার্টারেই পেনাল্টি কর্নার থেকে গোল করে দলকে এগিয়ে দেন বিশ্বস্ত ড্র্যাগ-ফ্লিকার হরমনপ্রীত সিং ৷

তৃতীয় কোয়ার্টারে ভারতের হয়ে ব্যবধান দ্বিগুণ করেন আকাশদীপ সিং ৷ কিন্তু তৃতীয় কোয়ার্টার শেষ হওয়ার কয়েক সেকেন্ড আগে জুনেইদ মঞ্জুরের গোলে সমতায় ফেরে পাকিস্তান ৷ জমে ওঠে চতুর্থ তথা শেষ কোয়ার্টারের লড়াই ৷ 53 মিনিটে পেনাল্টি কর্নার থেকে নিজের দ্বিতীয় এবং দলের হয়ে তৃতীয় গোল করে জয় কার্যত নিশ্চিত করে দেন হরমনপ্রীত ৷ তবু শেষের কয়েকটা মিনিট প্রাণপণ লড়াই চালায় পাকিস্তান ৷ তবে ঢাল হয়ে দাঁড়ান গোলরক্ষক সূরজ কারকেরা ৷

আরও পড়ুন : Hockey India : 41 বছর অলিম্পিকস পদকের অপেক্ষার অবসান ঘটাতে পেরে খুশি মনপ্রীতরা

3-1 গোলে জিতে 3 ম্যাচে 7 পয়েন্ট নিয়ে লিগ টেবিলের শীর্ষে 'মেন ইন ব্লু' ৷ 2 ম্যাচে 1 পয়েন্ট নিয়ে আপাতত চারে পাকিস্তান ৷ প্রথম ম্যাচে জাপানের বিরুদ্ধে গোলশূন্য ম্যাচ শেষ করে তারা ৷

Last Updated : Dec 17, 2021, 6:30 PM IST

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.