ভুবনেশ্বর, 16 ফেব্রুয়ারি : ভারতের সবচেয়ে বড় হকি স্টেডিয়ামের শিলান্যাস করলেন ওড়িশার মুখ্য়মন্ত্রী নবীন পটনায়েক ৷ সুন্দরগড় জেলার রৌরকেল্লায় এই স্টেডিয়ামটি তৈরি করা হচ্ছে ৷ 2023 পুরুষ হকি বিশ্বকাপের দ্বিতীয় স্টেডিয়াম হবে এটি ৷ স্টেডিয়ামটির নাম রাখা হবে স্বাধীনতা সংগ্রামী বিরসা মুন্ডার নামে ৷
স্টেডিয়ামটি প্রায় 15 একর জমির উপর তৈরি করা হচ্ছে ৷ বিজু পটনায়েক প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে এই স্টেডিয়ামের জমি দেওয়া হয়েছে ৷ যেখানে প্রায় 20 হাজার দর্শক একসঙ্গে খেলা দেখতে পারবেন ৷ এছাড়াও দর্শকদের আরও অনেক সুবিধা দেওয়া হবে ৷
বিজু পটনায়েক বিশ্ববিদ্যালয়ের মাঠে বক্তব্য রাখতে গিয়ে মুখ্য়মন্ত্রী নবীন পটনায়কে বলেন, ‘‘হকির প্রাণ এই সুন্দরগড় জেলার মাটি, বাতাস ও জলের মধ্যে রয়েছে ৷ যা এবার বিশ্ব ক্রীড়া জগতের মানচিত্রে স্থান পেতে চলেছে ৷ এটা খুব গর্বের বিষয় যে, রৌরকেল্লা শহর 2023 হকি বিশ্বকাপের জন্য মনোনীত হয়েছে ৷’’
আরও পড়ুন : 2023 হকি বিশ্বকাপের জন্য রাউরকেল্লায় নতুন স্টেডিয়ামের ঘোষণা
এই স্টেডিয়ামটি রৌরকেল্লা বিমানবন্দরের খুব কাছেই ৷ যেখানে খুব দ্রুত যাত্রীবাহী বিমান চলাচল শুরু হবে ৷ এছাড়াও মুখ্য়মন্ত্রী বিনয় পটনায়েক আজ 4 হাজার 80 কোটি টাকার একাধিক প্রকল্পের শিলান্যাস করেছেন ৷