ETV Bharat / sports

সানিয়ার সঙ্গে বিচ্ছেদের জল্পনার মাঝেই পাক অভিনেত্রীকে বিয়ে করলেন শোয়েব মালিক - শোয়েব মালিক

Shoaib Malik Ties Knot with Actress Sana Javed: ফের বিয়ে করলেন প্রাক্তন পাকিস্তান ক্রিকেটার শোয়েব মালিক ৷ পাক অভিনেত্রী সানা জাভেদকে বিয়ে করেছেন তিনি ৷ আজ নিজেই ইনস্টাগ্রামে সেই ছবি পোস্ট করেছেন প্রাক্তন পাক অধিনায়ক ৷

Image Courtesy: Shoaib Malik Instragram
Image Courtesy: Shoaib Malik Instragram
author img

By ETV Bharat Bangla Team

Published : Jan 20, 2024, 1:28 PM IST

হায়দরাবাদ, 20 জানুয়ারি: শোয়েব মালিক এবং সানিয়া মির্জার বহুদিন আলাদা থাকেন ৷ সানিয়ার সঙ্গে প্রাক্তন পাক ক্রিকেটারের বিচ্ছেদের জল্পনা চলছিলই ৷ তবে, এ নিয়ে দু’তরফে কোনও অফিসিয়াল ঘোষণা করা হয়নি ৷ সেই জল্পনার মাঝেই নয়া চমক দিলেন শোয়েব ৷ আবারও বিয়ে করেছেন প্রাক্তন পাকিস্তান অধিনায়ক ৷ পাকিস্তানের অভিনেত্রী সানা জাভেদের সঙ্গে বিয়ে হয়েছে তাঁর ৷ নিজেই ইনস্টাগ্রামে সানার সঙ্গে বিয়ের পর ছবি পোস্ট করেছেন শোয়েব ৷

কিন্তু, সানিয়া মির্জার সঙ্গে তাঁর বিচ্ছেদ হয়েছে কি না, তার কোনও নিশ্চয়তা পাওয়া যায়নি ৷ তারই মাঝে শোয়েব নিজের বিয়ের ছবি সোশাল মিডিয়ায় পোস্ট করে শোরগোল ফেলে দিয়েছেন ৷ উল্লেখ্য, গত বছর সানা জাভেদের জন্মদিনে সোশাল মিডিয়ায় প্রকাশ্যে শুভকামনা জানিয়েছিলেন শোয়েব৷ সেখানে তিনি সানার সঙ্গে নিজের একটি ছবি পোস্ট লিখেছিলেন, "শুভ জন্মদিন বন্ধু ৷" তখন থেকেই জল্পনা শুরু হয়, দু’জনে কি তাহলে সম্পর্কে রয়েছেন ? কিন্তু, এ নিয়ে কোনও তরফেই কিছু খোলসা করা হয়নি ৷

তবে, সানিয়া মির্জার সঙ্গে শুরুর দিকে যখন বিবাহবিচ্ছেদের জল্পনা তৈরি হয়, তখনই শোয়েব এবং সানা দুবাইতে লিভ ইনের খবর চাউর হয় ৷ কিন্তু, সেই সময় বিষয়টি সেভাবে প্রকাশ্যে আসেনি ৷ কিন্তু, এ দিন সানার সঙ্গে বিয়ের ছবি পোস্ট করার পর একটি বিষয় স্পষ্ট হয়ে গেল ৷ শোয়েব এবং সানিয়ার বিয়ের সম্পর্কটা আর সেই পর্যায়ে নেই ৷ তবে, দু’জনের বিবাহবিচ্ছেদ হয়েছে কি না, তা নিয়ে সংশয় রয়েছে ৷ উল্লেখ্য, সম্প্রতি সানিয়া একটি পোস্ট করেছিলেন সানিয়া ৷ সেখানে বিচ্ছেদের একটি ইঙ্গিত তিনি দিয়েছিলেন ৷ যদিও পরবর্তী সময়ে সেই পোস্টটি আর খুঁজে পাওয়া যায়নি ৷

উল্লেখ্য, 2010 সালে ভারতীয় টেনিস সুন্দরীকে বিয়ে করেছিলেন শোয়েব ৷ সেই সময় অবশ্য প্রথম স্ত্রী আয়েশা সিদ্দিকীর সঙ্গে বিবাহবিচ্ছেদ করেছিলেন তিনি ৷ অস্ট্রেলিয়ায় সানিয়া এবং শোয়েবের পরিচয় হয়েছিল ৷ সেই সময় সানিয়া একটি টেনিস টুর্নামেন্ট খেলতে মেলবোর্ন গিয়েছিলেন ৷ আর সেখানেই পাকিস্তান ক্রিকেট দলের সঙ্গে সফর করছিলেন শোয়েব ৷ সেই পরিচয় পরবর্তী সময়ে বিয়ের রূপ নেয় ৷ কিন্তু, 12 বছর পর দু’জনের বিচ্ছেদের জল্পনা ছড়ায় ৷ অন্যদিকে, শোয়েবের সঙ্গে বিয়ের পর সানা জাভেদ সোশাল মিডিয়ায় নিজের পদবি বদলে 'সানা শোয়েব মালিক' করেছেন ৷

আরও পড়ুন:

  1. অস্ত্রোপচার সম্পূর্ণ সূর্য'র, কেমন আছেন ব্যাটার জানালেন নিজেই
  2. প্রথম শ্রেণির ক্রিকেটে 5 হাজার রান, অনুস্টুপের ইনিংসে সুবিধাজনক জায়গায় বাংলা
  3. জাপানের বিরুদ্ধে হার, প্যারিস অলিম্পিকসে যোগ্যতাঅর্জনে ব্যর্থ ভারতীয় মহিলা হকি দল

হায়দরাবাদ, 20 জানুয়ারি: শোয়েব মালিক এবং সানিয়া মির্জার বহুদিন আলাদা থাকেন ৷ সানিয়ার সঙ্গে প্রাক্তন পাক ক্রিকেটারের বিচ্ছেদের জল্পনা চলছিলই ৷ তবে, এ নিয়ে দু’তরফে কোনও অফিসিয়াল ঘোষণা করা হয়নি ৷ সেই জল্পনার মাঝেই নয়া চমক দিলেন শোয়েব ৷ আবারও বিয়ে করেছেন প্রাক্তন পাকিস্তান অধিনায়ক ৷ পাকিস্তানের অভিনেত্রী সানা জাভেদের সঙ্গে বিয়ে হয়েছে তাঁর ৷ নিজেই ইনস্টাগ্রামে সানার সঙ্গে বিয়ের পর ছবি পোস্ট করেছেন শোয়েব ৷

কিন্তু, সানিয়া মির্জার সঙ্গে তাঁর বিচ্ছেদ হয়েছে কি না, তার কোনও নিশ্চয়তা পাওয়া যায়নি ৷ তারই মাঝে শোয়েব নিজের বিয়ের ছবি সোশাল মিডিয়ায় পোস্ট করে শোরগোল ফেলে দিয়েছেন ৷ উল্লেখ্য, গত বছর সানা জাভেদের জন্মদিনে সোশাল মিডিয়ায় প্রকাশ্যে শুভকামনা জানিয়েছিলেন শোয়েব৷ সেখানে তিনি সানার সঙ্গে নিজের একটি ছবি পোস্ট লিখেছিলেন, "শুভ জন্মদিন বন্ধু ৷" তখন থেকেই জল্পনা শুরু হয়, দু’জনে কি তাহলে সম্পর্কে রয়েছেন ? কিন্তু, এ নিয়ে কোনও তরফেই কিছু খোলসা করা হয়নি ৷

তবে, সানিয়া মির্জার সঙ্গে শুরুর দিকে যখন বিবাহবিচ্ছেদের জল্পনা তৈরি হয়, তখনই শোয়েব এবং সানা দুবাইতে লিভ ইনের খবর চাউর হয় ৷ কিন্তু, সেই সময় বিষয়টি সেভাবে প্রকাশ্যে আসেনি ৷ কিন্তু, এ দিন সানার সঙ্গে বিয়ের ছবি পোস্ট করার পর একটি বিষয় স্পষ্ট হয়ে গেল ৷ শোয়েব এবং সানিয়ার বিয়ের সম্পর্কটা আর সেই পর্যায়ে নেই ৷ তবে, দু’জনের বিবাহবিচ্ছেদ হয়েছে কি না, তা নিয়ে সংশয় রয়েছে ৷ উল্লেখ্য, সম্প্রতি সানিয়া একটি পোস্ট করেছিলেন সানিয়া ৷ সেখানে বিচ্ছেদের একটি ইঙ্গিত তিনি দিয়েছিলেন ৷ যদিও পরবর্তী সময়ে সেই পোস্টটি আর খুঁজে পাওয়া যায়নি ৷

উল্লেখ্য, 2010 সালে ভারতীয় টেনিস সুন্দরীকে বিয়ে করেছিলেন শোয়েব ৷ সেই সময় অবশ্য প্রথম স্ত্রী আয়েশা সিদ্দিকীর সঙ্গে বিবাহবিচ্ছেদ করেছিলেন তিনি ৷ অস্ট্রেলিয়ায় সানিয়া এবং শোয়েবের পরিচয় হয়েছিল ৷ সেই সময় সানিয়া একটি টেনিস টুর্নামেন্ট খেলতে মেলবোর্ন গিয়েছিলেন ৷ আর সেখানেই পাকিস্তান ক্রিকেট দলের সঙ্গে সফর করছিলেন শোয়েব ৷ সেই পরিচয় পরবর্তী সময়ে বিয়ের রূপ নেয় ৷ কিন্তু, 12 বছর পর দু’জনের বিচ্ছেদের জল্পনা ছড়ায় ৷ অন্যদিকে, শোয়েবের সঙ্গে বিয়ের পর সানা জাভেদ সোশাল মিডিয়ায় নিজের পদবি বদলে 'সানা শোয়েব মালিক' করেছেন ৷

আরও পড়ুন:

  1. অস্ত্রোপচার সম্পূর্ণ সূর্য'র, কেমন আছেন ব্যাটার জানালেন নিজেই
  2. প্রথম শ্রেণির ক্রিকেটে 5 হাজার রান, অনুস্টুপের ইনিংসে সুবিধাজনক জায়গায় বাংলা
  3. জাপানের বিরুদ্ধে হার, প্যারিস অলিম্পিকসে যোগ্যতাঅর্জনে ব্যর্থ ভারতীয় মহিলা হকি দল
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.