ETV Bharat / sports

আবারও মেসির চোখের জল, নাকি আর্জেন্টিনার জয়োৎসব ! উত্তর রবিবার - কোপা জিততে পারবেন মেসি ?

কোপা থেকে ছিটকে যাওয়ার হতাশায় জাতীয় দল থেকে অবসর ঘোষণা করে দিয়েছেন মেসি ৷ দেশকে একটা ট্রফিও উপহার দিতে পারলেন না এই শোক ঘিরে ধরেছিল তাঁকে ৷ নাহলে 29 বছর বয়সে কেউ অবসর নেওয়ার কথা ভাবে ৷

lionel-messi
lionel-messi
author img

By

Published : Jul 9, 2021, 9:20 PM IST

রিও ডি জেনেইরো, 9 জুলাই : সেদিন খুব কেঁদেছিলেন ৷ বাচ্চাদের মতো ফুঁপিয়ে ফুঁপিয়ে ৷ 2011 কোপা আমেরিকার শেষ ষোলো থেকে ছিটকে যাওয়ার পরের কথা ৷ লিওনেল মেসির ঘনিষ্ঠ গোলকিপার অস্কার উসতারি মেসির সঙ্গে দেখা করতে গিয়েছিলেন ৷ পরে এক সংবাদপত্রকে দেওয়া সাক্ষাৎকারে অস্কার বলেন, "মেসিকে আগে কখনও এভাবে দেখিনি ৷ একেবারে বিধ্বস্ত হয়ে পড়েছিল ৷ ওকে বাচ্চাদের মতো কাঁদতে দেখেছি ৷"

2016 কোপা আমেরিকার ফাইনাল ৷ সেবারও খুব কেঁদেছিলেন ৷ ক্যামেরার তোয়াক্কা করেননি ৷ টিভি জুড়ে এই গ্রহের অন্যতম সেরা ফুটবলারকে চোখের জলে ভাসতে দেখেছিল ফুটবল বিশ্ব ৷ সেই দৃশ্য ফুটবলপ্রেমীরা কখনও ভুলতে পারবেন না ৷ আর্জেন্টিনার জার্সি গায়ে ট্রফি জয়ের খুব কাছে গিয়েও ফিরে এসেছিলেন মেসি ৷ চিলির বিরুদ্ধে গোটা আর্জেন্টিনা আর সারা বিশ্বে ছড়িয়ে থাকা আর্জেন্টিনা সমর্থকদের প্রত্যাশা নিয়ে মাঠে নেমেছিলেন ৷ কিন্তু বর্তমান প্রজন্মের অন্যতম শ্রেষ্ঠ ফুটবলার টাইব্রেকারে গোল করতে ব্যর্থ হন ৷

ফাইনাল হারের সেই হতাশা কাটিয়ে ওঠার সময়ই পায়নি আর্জেন্টনার সমর্থকরা ৷ কারণ তাদের মাথায় ততক্ষণ বাজ ভেঙে পড়েছে ৷ কোপা থেকে ছিটকে যাওয়ার হতাশায় জাতীয় দল থেকে অবসর ঘোষণা করে দিয়েছেন মেসি ৷ দেশকে একটা ট্রফিও উপহার দিতে পারলেন না এই শোক ঘিরে ধরেছিল তাঁকে ৷ নাহলে 29 বছর বয়সে কেউ অবসর নেওয়ার কথা ভাবে ৷ তবে সাময়িক শোক কাটিয়ে তিনি ফিরে এসেছেন ৷ নীল, সাদা জার্সি গায়ে ফের নেমে পড়েছেন মাঠে ৷ নতুন উদ্যোমে ৷

আরও পড়ুন : মারাকানাজো থেকে মিনেইরাজো, ব্রাজিলের ফুটবল ট্র্যাজেডি

2018 সালে রাশিয়া বিশ্বকাপে পারেননি ৷ কাতার ফুটবল বিশ্বকাপটাই হয়তো 34-এর মেসির শেষ বিশ্বকাপ ৷ তার আগে দেশকে কোপা আমেরিকার জেতানোর সুবর্ণ সুযোগ এসেছে তাঁর সামনে ৷ তাও আবার চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিলের মাঠে ৷ গোটা টু্র্নামেন্ট জুড়ে ভাল খেলেছেন ৷ শেষ ধাপে এসে ফুটবল বিশ্বের এই নক্ষত্রের বাঁ পায়ের জাদু দেখতে চাইছেন সমর্থকরা ৷ যে জাদুতে ধুয়ে যাবে অতীতের ব্যর্থতা ৷ দেশকে একটা ট্রফিও দিতে না পারার হতাশা নিয়ে জার্সি তুলে রাখতে ছাড়তে হবে না ৷ চোখের জলে মাঠ ছাড়তে হবে না ৷

আর্জেন্টিনা শেষবার কোপা আমেরিকা জিতেছে 1993 সালে ৷ 2007 সালে শেষবার কোপা আমেরিকার ফাইনালে খেলেছিল ব্রাজিল ও আর্জেন্টিনা ৷ সেবার ব্রাজিল জেতে 3-0 গোলে ৷ কোপা আমেরিকা হোক বা বিশ্বকাপ, ফাইনালে যতবার মেসি খেলেছেন একবারও গোল করতে পারেননি ৷ বার্সেলোনার জার্সি গায়ে সম্ভাব্য সব ট্রফিই জিতেছেন ৷ ছয়বারের ব্যালন ডি'অর জয়ী ৷ কিন্তু জাতীয় দলের জার্সি গায়ে চড়ালেই যেন ট্রফির সঙ্গে তাঁর দূরত্ব বাড়ে ৷

আরও পড়ুন : Copa America 2021: কোপার মেগা ফাইনাল, বন্ধু এখানে শত্রু

এই কোপার মঞ্চে একাধিক নজির গড়েছেন মেসি ৷ আর্জেন্টিনার জার্সি গায়ে জাভিয়ের মাসচেরানোর সর্বোচ্চ ম্যাচ খেলার রেকর্ড ভেঙে দিয়েছেন ৷ প্রথম আর্জেন্টাইন খেলোয়াড় হিসেবে কোপা আমেরিকায় ছয়বার প্রতিনিধিত্ব করেছেন ৷ আরও একাধিক রেকর্ডের সামনে দাঁড়িয়ে তিনি ৷ টুর্নামেন্টে সর্বোচ্চ চারটি গোল করে সোনার বুট জয়ের দৌড়ে প্রথমস্থানে রয়েছেন ৷ কিন্তু সেসব নিয়ে মাথা ঘামাতে রাজি নন ৷ নেইমার বনাম মেসি, ব্রাজিল বনাম আর্জেন্টিনার লড়াই ছাপিয়ে মেসির চোখ শুধু ঝকঝকে রুপোলি ট্রফির দিকে ৷ যে ট্রফি আর্জেন্টিনার 28 বছরের খরা কাটাবে ৷

রিও ডি জেনেইরো, 9 জুলাই : সেদিন খুব কেঁদেছিলেন ৷ বাচ্চাদের মতো ফুঁপিয়ে ফুঁপিয়ে ৷ 2011 কোপা আমেরিকার শেষ ষোলো থেকে ছিটকে যাওয়ার পরের কথা ৷ লিওনেল মেসির ঘনিষ্ঠ গোলকিপার অস্কার উসতারি মেসির সঙ্গে দেখা করতে গিয়েছিলেন ৷ পরে এক সংবাদপত্রকে দেওয়া সাক্ষাৎকারে অস্কার বলেন, "মেসিকে আগে কখনও এভাবে দেখিনি ৷ একেবারে বিধ্বস্ত হয়ে পড়েছিল ৷ ওকে বাচ্চাদের মতো কাঁদতে দেখেছি ৷"

2016 কোপা আমেরিকার ফাইনাল ৷ সেবারও খুব কেঁদেছিলেন ৷ ক্যামেরার তোয়াক্কা করেননি ৷ টিভি জুড়ে এই গ্রহের অন্যতম সেরা ফুটবলারকে চোখের জলে ভাসতে দেখেছিল ফুটবল বিশ্ব ৷ সেই দৃশ্য ফুটবলপ্রেমীরা কখনও ভুলতে পারবেন না ৷ আর্জেন্টিনার জার্সি গায়ে ট্রফি জয়ের খুব কাছে গিয়েও ফিরে এসেছিলেন মেসি ৷ চিলির বিরুদ্ধে গোটা আর্জেন্টিনা আর সারা বিশ্বে ছড়িয়ে থাকা আর্জেন্টিনা সমর্থকদের প্রত্যাশা নিয়ে মাঠে নেমেছিলেন ৷ কিন্তু বর্তমান প্রজন্মের অন্যতম শ্রেষ্ঠ ফুটবলার টাইব্রেকারে গোল করতে ব্যর্থ হন ৷

ফাইনাল হারের সেই হতাশা কাটিয়ে ওঠার সময়ই পায়নি আর্জেন্টনার সমর্থকরা ৷ কারণ তাদের মাথায় ততক্ষণ বাজ ভেঙে পড়েছে ৷ কোপা থেকে ছিটকে যাওয়ার হতাশায় জাতীয় দল থেকে অবসর ঘোষণা করে দিয়েছেন মেসি ৷ দেশকে একটা ট্রফিও উপহার দিতে পারলেন না এই শোক ঘিরে ধরেছিল তাঁকে ৷ নাহলে 29 বছর বয়সে কেউ অবসর নেওয়ার কথা ভাবে ৷ তবে সাময়িক শোক কাটিয়ে তিনি ফিরে এসেছেন ৷ নীল, সাদা জার্সি গায়ে ফের নেমে পড়েছেন মাঠে ৷ নতুন উদ্যোমে ৷

আরও পড়ুন : মারাকানাজো থেকে মিনেইরাজো, ব্রাজিলের ফুটবল ট্র্যাজেডি

2018 সালে রাশিয়া বিশ্বকাপে পারেননি ৷ কাতার ফুটবল বিশ্বকাপটাই হয়তো 34-এর মেসির শেষ বিশ্বকাপ ৷ তার আগে দেশকে কোপা আমেরিকার জেতানোর সুবর্ণ সুযোগ এসেছে তাঁর সামনে ৷ তাও আবার চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিলের মাঠে ৷ গোটা টু্র্নামেন্ট জুড়ে ভাল খেলেছেন ৷ শেষ ধাপে এসে ফুটবল বিশ্বের এই নক্ষত্রের বাঁ পায়ের জাদু দেখতে চাইছেন সমর্থকরা ৷ যে জাদুতে ধুয়ে যাবে অতীতের ব্যর্থতা ৷ দেশকে একটা ট্রফিও দিতে না পারার হতাশা নিয়ে জার্সি তুলে রাখতে ছাড়তে হবে না ৷ চোখের জলে মাঠ ছাড়তে হবে না ৷

আর্জেন্টিনা শেষবার কোপা আমেরিকা জিতেছে 1993 সালে ৷ 2007 সালে শেষবার কোপা আমেরিকার ফাইনালে খেলেছিল ব্রাজিল ও আর্জেন্টিনা ৷ সেবার ব্রাজিল জেতে 3-0 গোলে ৷ কোপা আমেরিকা হোক বা বিশ্বকাপ, ফাইনালে যতবার মেসি খেলেছেন একবারও গোল করতে পারেননি ৷ বার্সেলোনার জার্সি গায়ে সম্ভাব্য সব ট্রফিই জিতেছেন ৷ ছয়বারের ব্যালন ডি'অর জয়ী ৷ কিন্তু জাতীয় দলের জার্সি গায়ে চড়ালেই যেন ট্রফির সঙ্গে তাঁর দূরত্ব বাড়ে ৷

আরও পড়ুন : Copa America 2021: কোপার মেগা ফাইনাল, বন্ধু এখানে শত্রু

এই কোপার মঞ্চে একাধিক নজির গড়েছেন মেসি ৷ আর্জেন্টিনার জার্সি গায়ে জাভিয়ের মাসচেরানোর সর্বোচ্চ ম্যাচ খেলার রেকর্ড ভেঙে দিয়েছেন ৷ প্রথম আর্জেন্টাইন খেলোয়াড় হিসেবে কোপা আমেরিকায় ছয়বার প্রতিনিধিত্ব করেছেন ৷ আরও একাধিক রেকর্ডের সামনে দাঁড়িয়ে তিনি ৷ টুর্নামেন্টে সর্বোচ্চ চারটি গোল করে সোনার বুট জয়ের দৌড়ে প্রথমস্থানে রয়েছেন ৷ কিন্তু সেসব নিয়ে মাথা ঘামাতে রাজি নন ৷ নেইমার বনাম মেসি, ব্রাজিল বনাম আর্জেন্টিনার লড়াই ছাপিয়ে মেসির চোখ শুধু ঝকঝকে রুপোলি ট্রফির দিকে ৷ যে ট্রফি আর্জেন্টিনার 28 বছরের খরা কাটাবে ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.