কলকাতা, 31 জুলাই : নতুন মরসুমে ইস্টবেঙ্গল কোথায় খেলবে ? ISL না আই লিগ ৷ তবে যেখানেই খেলুক না কেনও, তা নিয়ে চিন্তিত নন নতুন কোচ ফ্রান্সিসকো ডি কোস্তা । সদ্য ইস্টবেঙ্গলের কোচের হটসিটে বসেছেন কোস্তা ৷
AFC-র প্রো লাইসেন্স করা কোস্তা 2016 সালে ইন্ডিয়ান সুপার লিগে নর্থ ইস্ট ইউনাইটেডের সহকারী কোচের দায়িত্ব সামলেছেন ৷ তখনকার পর্তুগিজ কোচ নেলো ভেঙ্গাডার সঙ্গে কাজ করে অনেক কিছু শিখেছেন । শুধু তাই নয় পর্তুগিজ কোচের অধীনে মালয়েশিয়া লিগেও কাজ করছেন কোস্তা । গোয়ানিজ ফ্রান্সিসকো ডি কোস্তা তৃতীয় ভারতীয় কোচ যার বিদেশে কাজ করার অভিজ্ঞতা রয়েছে । এর আগে এই কৃতিত্ব রয়েছে নইমুদ্দিন এবং শ্যাম থাপার ।
লাল-হলুদ শিবিরের সঙ্গে বেশ কয়েকমাস ধরে কথাবার্তা চালানোর পরে অবশেষে দায়িত্ব নিয়েছেন । ‘‘ইস্টবেঙ্গল বড় ক্লাব । তারা ISL না আই আই লিগ কোথায় খেলবে তা আমার কাছে বড় ব্যাপার নয় । বছরের পর বছর ইস্টবেঙ্গল ভারতীয় ফুটবলকে সমৃদ্ধ করেছে । এমন একটি প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত হতে পারা এবং তা আবার সেই প্রতিষ্ঠানের সেঞ্চুরির বছরে, সত্যিই সম্মানের,’’ বলছিলেন ফ্রান্সিসকো ডি কোস্তা ।
আরও পড়ুন :- ISL খেলুক ইস্টবেঙ্গল চাইছেন প্রবীর দাস
কলকাতার ক্লাব দলে যোগ দেওয়ার অর্থ পাহাড় প্রমান চাপের সম্মুখীন হওয়া । বিষয়টিকে পাত্তা না দিয়ে নয়া লাল-হলুদ কোচ প্রত্যাশার চাপ উপভোগ করতে চান । বরং ইস্টবেঙ্গলে কাজ করাকে তিনি ছোটবেলার স্বপ্নের বাস্তবায়ন বলছেন । আগামী দিনে ইস্টবেঙ্গল একজন বিদেশি কোচ ফ্রান্সিসকো ডি কোস্তার মাথার ওপরে বসাতে পারে । গোয়ার মানুষটির তাতেও আপত্তি নেই । বলছেন,‘‘ক্লাব ম্যানেজমেন্ট যদি একজন বিদেশি কোচ নিয়োগ করে তাহলে আমি কিছু মনে করব না । আমার কাজ সেরাটা নিংড়ে দেওয়া । ইস্টবেঙ্গলে সফল হওয়াই লক্ষ্য ।’’
ইস্টবেঙ্গলের এই মরসুমে ISL-এ খেলার সম্ভাবনা ক্ষীণ । লাল-হলুদের নয়া কোচ বলছেন, ‘‘সর্বোচ্চ লিগে খেলার সুযোগ পাওয়া সবসময়ই ভালো । ISL খেলার জন্য অনেকগুলো ধাপ পেরোতে হবে । বিষয়টি ফেডারেশন, FSDL, ইস্টবেঙ্গলের ওপর নির্ভর করবে ।’’ ইতিমধ্যে লাল-হলুদ শিবির ক্লাবের ইয়ুথ ডেভলপমেন্ট প্রজেক্ট নিয়ে আলোচনা করেছে । ফ্রান্সিসকো ডি কোস্তা নিজেও বেশ কয়েকটি পরামর্শ দিয়েছেন । কোরোনা প্যানডেমিকের প্রকোপ কমলেই কলকাতায় আসবেন । আপাতত গোয়ায় বসেই রূপরেখা তৈরি করছেন লাল হলুদের তরুণ কোচ ।